ETV Bharat / state

দেওয়ালে মুনমুনের নামে রং, অভিযুক্ত BJP

আজ সকালে কুলটির নিয়ামতপুরের নিতুরিয়া রোডে দেখা যায় তৃণমূল প্রার্থী মুনমুন সেনের সমর্থনে লেখা একটি দেওয়াল লিখনে রং দেওয়া হয়েছে। অভিযোগ BJP-র বিরুদ্ধে।

দেওয়ালে মুনমুনের নামে রং
author img

By

Published : Mar 20, 2019, 1:33 PM IST

আসানসোল, ২০ মার্চ : তৃণমূলের দেওয়াল লিখনে রং ছেটানোর অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে BJP। আজ সকালে কুলটির নিয়ামতপুরের নিতুরিয়া রোডে দেখা যায় তৃণমূল প্রার্থী মুনমুন সেনের সমর্থনে লেখা একটি দেওয়াল লিখনে রং দেওয়া হয়েছে। স্থানীয়রাই প্রথমে ঘটনাটি লক্ষ্য করেন। অনুমান, গতরাতে কেউ বা কারা ওই দেওয়াল রং দিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে আসে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

স্থানীয় তৃণমূল নেতা রাজেশ সাউ বলেন, "এই কাণ্ড বিরোধীরাই ঘটিয়েছে। ওরা কোনও তালঘাট খুঁজে পাচ্ছে না। আমাদের ৫০ শতাংশ দেওয়াল লিখন হয়ে গেছে। ওরা কোথাও দেওয়াল লিখতে পারছে না। BJP ছাড়া এসব আর কেউ করবে না। BJP ছাড়া দুর্নীতির রাজনীতি করার আর কেউ নেই। থানায় খবর দেওয়া হয়েছে।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

অভিযোগ অস্বীকার করেছে BJP। BJP-র কুলটি মণ্ডলের যুব মোর্চা নেতা অমিত গড়াই জানান, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে। তৃণমূলের একাংশ মুনমুন সেনকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছে না।

আসানসোল, ২০ মার্চ : তৃণমূলের দেওয়াল লিখনে রং ছেটানোর অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে BJP। আজ সকালে কুলটির নিয়ামতপুরের নিতুরিয়া রোডে দেখা যায় তৃণমূল প্রার্থী মুনমুন সেনের সমর্থনে লেখা একটি দেওয়াল লিখনে রং দেওয়া হয়েছে। স্থানীয়রাই প্রথমে ঘটনাটি লক্ষ্য করেন। অনুমান, গতরাতে কেউ বা কারা ওই দেওয়াল রং দিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে আসে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

স্থানীয় তৃণমূল নেতা রাজেশ সাউ বলেন, "এই কাণ্ড বিরোধীরাই ঘটিয়েছে। ওরা কোনও তালঘাট খুঁজে পাচ্ছে না। আমাদের ৫০ শতাংশ দেওয়াল লিখন হয়ে গেছে। ওরা কোথাও দেওয়াল লিখতে পারছে না। BJP ছাড়া এসব আর কেউ করবে না। BJP ছাড়া দুর্নীতির রাজনীতি করার আর কেউ নেই। থানায় খবর দেওয়া হয়েছে।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

অভিযোগ অস্বীকার করেছে BJP। BJP-র কুলটি মণ্ডলের যুব মোর্চা নেতা অমিত গড়াই জানান, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে। তৃণমূলের একাংশ মুনমুন সেনকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছে না।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.