দুর্গাপুর, 15 জুন: স্থানীয়দের বাদ দিয়ে অঞ্চল সভাপতির অনুগামীকে পঞ্চায়েত প্রার্থী করা হয়েছে ৷ তাই অন্ডালের কাজোড়ার আদিবাসী সম্প্রদায় অধ্যুষিত সরিষাডাঙা এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে ৷ অন্ডালের কাজোড়া সরিষাডাঙা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে নামে স্থানীয় তৃণমূল কর্মী ও সমর্থকরা ৷
স্থানীয়দের দাবি, তারা সরিষাডাঙা এলাকার উমেশ কোঁড়াকে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হিসেবে চেয়েছিল ৷ তৃণমূলের ব্লক কমিটির তালিকায় প্রার্থী হিসেবে উমেশ কোঁড়ার নামই ছিল ৷ এর মধ্যে 12 তারিখ সন্ধ্যায় উমেশ কোঁড়ার নাম মুছে দেওয়া হয় এবং সেই জায়গায় অঞ্চল সভাপতি কৌশল সিং-এর অনুগামী বহিরাগত রাজেশ পাসওয়ানের নাম লিখে দেওয়া হয় ৷
এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই সরিষাডাঙা এলাকার তৃণমূল কর্মীরা এবং প্রার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে উমেশ কোঁড়াকে প্রার্থী করার দাবি তুলে পথ অবরোধ করে আন্দোলন শুরু করে দেয় ৷ অভিযোগ ওঠে স্থানীয় অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ৷ কোনওভাবেই রাজেশ পাসওয়ানকে এলাকায় প্রার্থী হিসেবে মেনে নেবেন না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ যতক্ষণ না পর্যন্ত তাঁদের দাবি মানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে স্থানীয়া ৷
আরও পড়ুন: বর্ধমানের হোটেলে মন্ত্রী অরূপের সঙ্গে বৈঠকে পুলিশকর্তা, টুইটে দাবি শুভেন্দুর
স্থানীয় বাসিন্দা সৌরভ কোঁড়া, রমেশ কোঁড়া ও অপর্ণা কোঁড়াদের অভিযোগ, প্রথম থেকে এই এলাকায় প্রার্থী হিসাবে উমেশ কোঁড়ার নাম ছিল ৷ উমেশ এলাকার বাসিন্দা ৷ এলাকাবাসীর বিপদেআপদে তাঁকে কাছে পাওয়া অনেক সহজ ৷ তাঁর নাম মুছে দিয়ে অঞ্চল সভাপতি তাঁর কাছের লোককে দাঁড় করাতে চাইছে ৷ একে কোনওভাবে মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন তাঁরা । তাই সকাল থেকে রাস্তা অবরোধ চলছে ৷ এই দাবি না মানা হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে আমরা ৷
অন্যদিকে, অন্ডাল ব্লকের সহ-সভাপতি মলয় চক্রবর্তীর দাবি, "আমাদের সংসার বড় হয়েছে ৷ এইসব কিছু ক্ষোভ-বিক্ষোভ থাকতেই পারে ৷ এরা সবাই তৃণমূল কংগ্রেস করে ৷ আমি আশাবাদী দ্রুতই সমস্যা মিটে যাবে ৷" ঘটনাস্থলে অন্ডাল থানার পুলিশ সকাল থেকেই মোতায়েন করা হল ৷ পুলিশের কথা শোনেননি তৃণমূল কংগ্রেসের কর্মীরা ৷
তারা নিজেদের দাবিতে অনড় থেকে এই তীব্র দাবদাহকে উপেক্ষা করে সকাল থেকে রাস্তা অবরোধের সামিল। এই ঘটনার জেরে অন্ডাল থানা এলাকার কাজোড়া সরিষাডাঙ্গায় চাপা উত্তেজনা দেখা দিয়েছে শাসক দল এখন কিভাবে এই মানুষদের ক্ষোভ মেটায় সেটাই দেখার ৷
আরও পড়ুন: অশান্তির খবর এলেই তৎক্ষণাৎ পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবে কমিশন, কড়া বার্তা হাইকোর্টের