ETV Bharat / state

Carrom Champion: ক্যারামে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন রেশমা কুমারী ইটিভি ভারতের মুখোমুখি

দুর্গাপুরে বসেছে জাতীয় ক্যারাম প্রতিযোগিতার আসর ৷ সেখানেই অংশ নিয়েছেন 3 বারের মহিলা ক্যারাম বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী রেশমা কুমারী (Three Time Carrom Champion Reshma Kumari) ৷ ইটিভি ভারতকে শোনালেন তাঁর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কাহিনী ৷

Three Time Carrom World Champion Reshma Kumari is With ETV Bharat
3 বার বিশ্ব ক্যারাম চ্যাম্পিয়ন রেশমা কুমারী
author img

By

Published : Dec 23, 2022, 8:35 PM IST

তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন রেশমা

দুর্গাপুর, 23 ডিসেম্বর: বিহারের এক গৃহবধূ রেশমা কুমারী ৷ এটাই তাঁর পরিচয় নয় ৷ তাঁর পরিচিতি আর বৃহত্তর ক্ষেত্রে ৷ ক্যারাম প্রতিযোগিতায় তিনবার মহিলা সিঙ্গলসে বিশ্ব চ্যাম্পিয়ন রেশমা কুমারী (Three Time Carrom Champion Reshma Kumari) ৷ সেই সঙ্গে 11 বার জাতীয় মহিলা সিঙ্গলসে ক্যারাম চ্যাম্পিয়ন রেশমা কুমারী ৷ যাঁর এই সাফল্য গত দু’দশক ধরে ভারতকে গর্বিত করছে ৷ তবে, ক্রিকেট, ফুটবল, হকি বা টেনিসের মতো প্রচার না-পাওয়ায় কোনওদিন লাইম লাইটে আসতে পারেননি রেশমা কুমারী এবং তাঁর মতো চ্যাম্পিয়নরা ৷ আজ ইটিভি ভারত-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন তাঁর এই সাফল্যের যাত্রা নিয়ে ৷

গ্রীষ্মের দুপুর বা ক্লাব বা পাড়ার রকের আড্ডা ৷ বাঙালির কাছে ক্যারাম টাইম পাসের অন্যতম মাধ্যম ৷ কিন্তু, এই ক্যারাম যে শুধু টাইম পাস নয়, তা প্রমাণ করেছেন বিহারের পাটনার মেয়ে তথা বর্তমানে দিল্লির বাসিন্দা রেশমা কুমারী ৷ তিনি পেশাদার ক্যামার খেলোয়াড় ৷ যিনি 3 বার ক্যারামে মহিলাদের সিঙ্গলসে বিশ্ব চ্যাম্পিয়ন ৷ একাধিক আন্তর্জাতিক খেতাব জয়ী, এমনকি বহুবার এশিয়া সেরাও হয়েছেন ৷ যিনি 11 বার জাতীয় ক্যারাম প্রতিযোগিতার খেতাব জিতেছেন ৷ সেই রেশমা কুমারী 2022 জাতীয় ক্যারাম প্রতিযোগিতায় অংশ নিতে সম্প্রতি দুর্গাপুরে এসেছেন ৷ সেখানেই রেশমা জানিয়েছেন, মাত্র 9 বছর বয়সে ক্যারাম খেলা শুরু তাঁর ৷ আর 1998 সালে জুনিয়র স্তরে প্রতিযোগিতামূলক ক্যারামে অংশ নেন ৷

Three Time Carrom World Champion Reshma Kumari is With ETV Bharat
দুর্গাপুরে জাতীয় ক্যারাম প্রতিযোগিতার ম্যাচ

সেই থেকে শুরু ৷ দেশকে একের পর এক পদক জিতিয়ে চলেছেন রেশমা ৷ তবে, অন্যান্য খেলার মতো প্রচারের আলো পায় না পেশাদার ক্যারাম এবং এর প্রতিযোগীরা ৷ তবে এনিয়ে কোনও আক্ষেপ নেই রেশমা কুমারীর ৷ জানালেন, মেরি কমকে বক্সিংয়ে নাম করতে এবং বক্সিংকে ভারতে জনপ্রিয় করতে অনেক কষ্ট করতে হয়েছে ৷ আর সেই পরিশ্রমটা তিনিও করে চলেছেন ৷ আশা করছেন, খুব শীঘ্রই তার ফল তিনি পাবেন ৷ অতীতে ক্যারাম প্লেয়াররা অর্জুন পুরস্কার পেয়েছিলেন ৷ তিনি আশা করেন ভবিষ্যতে আরও অনেকে সেই সম্মানে সম্মানিত হবেন ৷

আরও পড়ুন: নিলামে আইপিএল’র রেকর্ড দাম পেলেন স্যাম কারেন, 18.5 কোটিতে কিনল পঞ্জাব

রেশমা কুমারী বিবাহিতা ৷ তাঁঁর দুই সন্তানও রয়েছে ৷ মেয়ে পঞ্চম শ্রেণিতে এবং ছেলে প্রথম শ্রেণির পড়ুয়া ৷ স্বামী একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের কর্মী ৷ তিনিও ক্যারাম খেলার সুবাদে ওএনজিসি-তে চাকরি করছেন ৷ সংস্থার তরফে তাঁকে অনেক সহযোগিতাই করা হয় ৷ তবে, শুধু তাঁকে নয়, সংস্থার কর্মীদের ছেলেমেয়েদের পড়াশোনা এবং খেলাধূলার জন্য স্কলারশিপ দেওয়া হয় ৷ যাতে ক্যারামের মতো অন্যান্য খেলাগুলিতে আগামী প্রজন্ম উৎসাহ পায় ৷ রেশমা কুমারীর স্বপ্ন দেখেন, খুব দ্রুত ক্যারাম অলিম্পিক্স, কমনওয়েলথ গেমসের অন্তর্ভুক্ত হবে ৷

তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন রেশমা

দুর্গাপুর, 23 ডিসেম্বর: বিহারের এক গৃহবধূ রেশমা কুমারী ৷ এটাই তাঁর পরিচয় নয় ৷ তাঁর পরিচিতি আর বৃহত্তর ক্ষেত্রে ৷ ক্যারাম প্রতিযোগিতায় তিনবার মহিলা সিঙ্গলসে বিশ্ব চ্যাম্পিয়ন রেশমা কুমারী (Three Time Carrom Champion Reshma Kumari) ৷ সেই সঙ্গে 11 বার জাতীয় মহিলা সিঙ্গলসে ক্যারাম চ্যাম্পিয়ন রেশমা কুমারী ৷ যাঁর এই সাফল্য গত দু’দশক ধরে ভারতকে গর্বিত করছে ৷ তবে, ক্রিকেট, ফুটবল, হকি বা টেনিসের মতো প্রচার না-পাওয়ায় কোনওদিন লাইম লাইটে আসতে পারেননি রেশমা কুমারী এবং তাঁর মতো চ্যাম্পিয়নরা ৷ আজ ইটিভি ভারত-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন তাঁর এই সাফল্যের যাত্রা নিয়ে ৷

গ্রীষ্মের দুপুর বা ক্লাব বা পাড়ার রকের আড্ডা ৷ বাঙালির কাছে ক্যারাম টাইম পাসের অন্যতম মাধ্যম ৷ কিন্তু, এই ক্যারাম যে শুধু টাইম পাস নয়, তা প্রমাণ করেছেন বিহারের পাটনার মেয়ে তথা বর্তমানে দিল্লির বাসিন্দা রেশমা কুমারী ৷ তিনি পেশাদার ক্যামার খেলোয়াড় ৷ যিনি 3 বার ক্যারামে মহিলাদের সিঙ্গলসে বিশ্ব চ্যাম্পিয়ন ৷ একাধিক আন্তর্জাতিক খেতাব জয়ী, এমনকি বহুবার এশিয়া সেরাও হয়েছেন ৷ যিনি 11 বার জাতীয় ক্যারাম প্রতিযোগিতার খেতাব জিতেছেন ৷ সেই রেশমা কুমারী 2022 জাতীয় ক্যারাম প্রতিযোগিতায় অংশ নিতে সম্প্রতি দুর্গাপুরে এসেছেন ৷ সেখানেই রেশমা জানিয়েছেন, মাত্র 9 বছর বয়সে ক্যারাম খেলা শুরু তাঁর ৷ আর 1998 সালে জুনিয়র স্তরে প্রতিযোগিতামূলক ক্যারামে অংশ নেন ৷

Three Time Carrom World Champion Reshma Kumari is With ETV Bharat
দুর্গাপুরে জাতীয় ক্যারাম প্রতিযোগিতার ম্যাচ

সেই থেকে শুরু ৷ দেশকে একের পর এক পদক জিতিয়ে চলেছেন রেশমা ৷ তবে, অন্যান্য খেলার মতো প্রচারের আলো পায় না পেশাদার ক্যারাম এবং এর প্রতিযোগীরা ৷ তবে এনিয়ে কোনও আক্ষেপ নেই রেশমা কুমারীর ৷ জানালেন, মেরি কমকে বক্সিংয়ে নাম করতে এবং বক্সিংকে ভারতে জনপ্রিয় করতে অনেক কষ্ট করতে হয়েছে ৷ আর সেই পরিশ্রমটা তিনিও করে চলেছেন ৷ আশা করছেন, খুব শীঘ্রই তার ফল তিনি পাবেন ৷ অতীতে ক্যারাম প্লেয়াররা অর্জুন পুরস্কার পেয়েছিলেন ৷ তিনি আশা করেন ভবিষ্যতে আরও অনেকে সেই সম্মানে সম্মানিত হবেন ৷

আরও পড়ুন: নিলামে আইপিএল’র রেকর্ড দাম পেলেন স্যাম কারেন, 18.5 কোটিতে কিনল পঞ্জাব

রেশমা কুমারী বিবাহিতা ৷ তাঁঁর দুই সন্তানও রয়েছে ৷ মেয়ে পঞ্চম শ্রেণিতে এবং ছেলে প্রথম শ্রেণির পড়ুয়া ৷ স্বামী একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের কর্মী ৷ তিনিও ক্যারাম খেলার সুবাদে ওএনজিসি-তে চাকরি করছেন ৷ সংস্থার তরফে তাঁকে অনেক সহযোগিতাই করা হয় ৷ তবে, শুধু তাঁকে নয়, সংস্থার কর্মীদের ছেলেমেয়েদের পড়াশোনা এবং খেলাধূলার জন্য স্কলারশিপ দেওয়া হয় ৷ যাতে ক্যারামের মতো অন্যান্য খেলাগুলিতে আগামী প্রজন্ম উৎসাহ পায় ৷ রেশমা কুমারীর স্বপ্ন দেখেন, খুব দ্রুত ক্যারাম অলিম্পিক্স, কমনওয়েলথ গেমসের অন্তর্ভুক্ত হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.