কুলটি (পশ্চিম বর্ধমান), 26 মে : প্রাচীন মন্দিরের তালা ভেঙে পুজোর জিনিসপত্র, ঠাকুরের গায়ের গয়না-সহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিল চোরের দল । ঘটনাটি ঘটেছে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত লছমনপুর গ্রামে ।
আরও পড়ুন : নদীবাঁধে ফাটল, খতিয়ে দেখলেন কান্তি
স্বভাবত, এই ঘটনায় আতঙ্কিত গ্রামের বাসিন্দারা । মন্দিরটি স্থানীয় মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায় পরিবারের ৷ সেই পরিবারের সদস্য অমর বন্দ্যোপাধ্যায় জানালেন, কোনও দিন গ্রামে এই ধরনের ঘটনা ঘটেনি, এই প্রথমবার । পুলিশের কাছে সঠিক তদন্তের দাবি করেছেন তাঁরা ৷ দোষীকে খুঁজে বার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক । তাঁদের অনুমান, পরিচিত কেউ এই কাজ করেছে ।