ETV Bharat / state

কুলটিতে প্রাচীন মন্দিরে চুরি ঠাকুরের মূল্যবান সম্পত্তি - বিষ্ণুর শালগ্রাম শিলা

কুলটির লছমনপুর গ্রামে 200 বছরের পুরোনো মন্দির থেকে চুরি গিয়েছে ঠাকুরের নানাবিধ মূল্যবান সম্পত্তি ৷ এমন ঘটনা এই প্রথম ৷ তাই আতঙ্কিত গ্রামবাসীরা ৷

প্রাচীন মন্দিরের তালা ভেঙে চুরি পুজোর জিনিস
প্রাচীন মন্দিরের তালা ভেঙে চুরি পুজোর জিনিস
author img

By

Published : May 26, 2021, 1:40 PM IST

কুলটি (পশ্চিম বর্ধমান), 26 মে : প্রাচীন মন্দিরের তালা ভেঙে পুজোর জিনিসপত্র, ঠাকুরের গায়ের গয়না-সহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিল চোরের দল । ঘটনাটি ঘটেছে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত লছমনপুর গ্রামে ।

প্রাচীন মন্দিরের তালা ভেঙে চুরি পুজোর জিনিস
জানা গিয়েছে লছমনপুরে প্রায় ২০০ বছরের পুরোনো একটি দুর্গা মন্দির আছে । সেখানে প্রাচীন বিষ্ণু দেবতার শালগ্রাম শিলা রয়েছে, আছে শিবমন্দির । গতরাতে চোরের দল হানা দেয় ওই প্রাচীন মন্দিরে। বিষ্ণুর শালগ্রাম শিলা থেকে রুপোর পৈতে, গয়না, পুজোর সামগ্রী চুরি করে তারা । ছাড় পায়নি শিব মন্দিরও । মন্দিরের মূল্যবান ধাতব পুজোর সামগ্রী চুরি করে তারা । যদিও দুর্গা প্রতিমার গয়না মন্দিরে রাখা ছিল না বলে তা রক্ষা পেয়েছে ।

আরও পড়ুন : নদীবাঁধে ফাটল, খতিয়ে দেখলেন কান্তি

স্বভাবত, এই ঘটনায় আতঙ্কিত গ্রামের বাসিন্দারা । মন্দিরটি স্থানীয় মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায় পরিবারের ৷ সেই পরিবারের সদস্য অমর বন্দ্যোপাধ্যায় জানালেন, কোনও দিন গ্রামে এই ধরনের ঘটনা ঘটেনি, এই প্রথমবার । পুলিশের কাছে সঠিক তদন্তের দাবি করেছেন তাঁরা ৷ দোষীকে খুঁজে বার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক । তাঁদের অনুমান, পরিচিত কেউ এই কাজ করেছে ।

কুলটি (পশ্চিম বর্ধমান), 26 মে : প্রাচীন মন্দিরের তালা ভেঙে পুজোর জিনিসপত্র, ঠাকুরের গায়ের গয়না-সহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিল চোরের দল । ঘটনাটি ঘটেছে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত লছমনপুর গ্রামে ।

প্রাচীন মন্দিরের তালা ভেঙে চুরি পুজোর জিনিস
জানা গিয়েছে লছমনপুরে প্রায় ২০০ বছরের পুরোনো একটি দুর্গা মন্দির আছে । সেখানে প্রাচীন বিষ্ণু দেবতার শালগ্রাম শিলা রয়েছে, আছে শিবমন্দির । গতরাতে চোরের দল হানা দেয় ওই প্রাচীন মন্দিরে। বিষ্ণুর শালগ্রাম শিলা থেকে রুপোর পৈতে, গয়না, পুজোর সামগ্রী চুরি করে তারা । ছাড় পায়নি শিব মন্দিরও । মন্দিরের মূল্যবান ধাতব পুজোর সামগ্রী চুরি করে তারা । যদিও দুর্গা প্রতিমার গয়না মন্দিরে রাখা ছিল না বলে তা রক্ষা পেয়েছে ।

আরও পড়ুন : নদীবাঁধে ফাটল, খতিয়ে দেখলেন কান্তি

স্বভাবত, এই ঘটনায় আতঙ্কিত গ্রামের বাসিন্দারা । মন্দিরটি স্থানীয় মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায় পরিবারের ৷ সেই পরিবারের সদস্য অমর বন্দ্যোপাধ্যায় জানালেন, কোনও দিন গ্রামে এই ধরনের ঘটনা ঘটেনি, এই প্রথমবার । পুলিশের কাছে সঠিক তদন্তের দাবি করেছেন তাঁরা ৷ দোষীকে খুঁজে বার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক । তাঁদের অনুমান, পরিচিত কেউ এই কাজ করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.