ETV Bharat / state

দুর্গাপুরে সোনার দোকানে লক্ষাধিক টাকার চুরি - theft of goods worth rs more than 1 in gold shop durgapur

দুর্গাপুরে এক সোনার দোকানে লক্ষাধিক টাকার সামগ্রী খোয়া গিয়েছে । তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ ।

দুর্গাপুরে সোনার দোকানে লক্ষাধিক টাকার চুরি
দুর্গাপুরে সোনার দোকানে লক্ষাধিক টাকার চুরি
author img

By

Published : Feb 26, 2021, 4:13 PM IST

দুর্গাপুর, 26 ফেব্রুয়ারি : ছাদের টিন কেটে দোকানের সামগ্রী চুরি যাওয়ার ঘটনার অভিযোগ উঠল দুর্গাপুরে । গতরাতে দুর্গাপুর স্টিল টাউনশিপের সেকেন্ডারি রোডের একটি সোনার দোকানের ঘটনা । দুষ্কৃতীরা দোকানে ঢুকে কিছু সোনা সহ রুপোর সমস্ত গহনা নিয়ে চম্পট দেয় ।

আরও পড়ুন : সোনার দোকানে 15-20 লাখ টাকার সামগ্রী চুরি

আজ সকালে দোকান খুলতে এসে মালিক টিনের ছাদ কাটা অবস্থায় গয়না শূন্য দোকান দেখতে পান । মালিক জানান, 12 গ্রাম সোনা ও রুপোর সমস্ত সামগ্রী খোয়া গিয়েছে । যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা ।

খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ আসে । ঘটনার তদন্ত শুরু করেছে । এর আগেও এই এলাকার কয়েকটি ছোটো দোকানে চুরির ঘটনা ঘটেছে ।

দুর্গাপুর, 26 ফেব্রুয়ারি : ছাদের টিন কেটে দোকানের সামগ্রী চুরি যাওয়ার ঘটনার অভিযোগ উঠল দুর্গাপুরে । গতরাতে দুর্গাপুর স্টিল টাউনশিপের সেকেন্ডারি রোডের একটি সোনার দোকানের ঘটনা । দুষ্কৃতীরা দোকানে ঢুকে কিছু সোনা সহ রুপোর সমস্ত গহনা নিয়ে চম্পট দেয় ।

আরও পড়ুন : সোনার দোকানে 15-20 লাখ টাকার সামগ্রী চুরি

আজ সকালে দোকান খুলতে এসে মালিক টিনের ছাদ কাটা অবস্থায় গয়না শূন্য দোকান দেখতে পান । মালিক জানান, 12 গ্রাম সোনা ও রুপোর সমস্ত সামগ্রী খোয়া গিয়েছে । যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা ।

খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ আসে । ঘটনার তদন্ত শুরু করেছে । এর আগেও এই এলাকার কয়েকটি ছোটো দোকানে চুরির ঘটনা ঘটেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.