অন্ডাল,6 এপ্রিল : লকডাউনের সময় বন্ধ মদের দোকান। আর বন্ধ মদের দোকানে চুরির ঘটনা ঘটল খনি অঞ্চল অন্ডালের সিঁদুলি এলাকায় ৷ অন্ডাল থানার সিঁদুলি গ্রামের বেদ পাড়ার ঘটনা। আজ ভোরে চুরির ঘটনাটি জানাজানি হয় ৷
লকডাউনের জেরে বন্ধ মদের দোকান। অভিযোগ, এই সময় জেলায় জেলায় কালোবাজারি চলছে দেশি ও বিদেশি মদ বিক্রিতে। এবার অন্ডালের সিঁদুলিতে মদের দোকান থেকে চুরি হল দেশি ও বিদেশি মদের বোতল। দোকানটির মালিক অন্ডাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কৌশিক মণ্ডলের বাবা জিতেন্দ্রনাথ মণ্ডল । জিতেন্দ্রনাথবাবু জানান, " আজ ভোরবেলায় দোকানের এক কর্মীর কাছ থেকেই প্রথমে খবরটি পাই আমি । দোকানের দরজা ও ছাদ ভেঙে সেই জায়গা দিয়ে দোকানের ভেতরে দুষ্কৃতীরা ঢোকে। তারপর ভেতরের দরজার তালা ভেঙে মদের পেটিগুলি বের করে। "
দোকানের বাইরে রাস্তায় চারচাকা গাড়ির টায়ারের দাগ দেখতে পেয়ে অনুমান, গাড়ি নিয়ে আসে দুষ্কৃতীরা। মোট 62 পেটি বিলিতি অর্থাৎ 744 বোতল ও 9 পেটি দেশি 180 বোতল মদ নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। খবর পেয়ে অন্ডালের আবগারি বিভাগের অফিসার-ইন-চার্জ অভিষেক ঘোষ ঘটনাস্থানে যান । দোকানের সমস্ত কিছু দেখার পর তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি ।