অন্ডাল, 23 নভেম্বর : অন্ডালে পর পর তিনটি বাড়িতে চুরি । তাদের ধরতে গিয়ে আহত হন একজন । তদন্তে নেমেছে পুলিশ ।
স্থানীয়রা বলেন, ভোর চারটে নাগাদ পাশের বাড়িতে আওয়াজ শুনে সন্দেহ বাড়ে । প্রতিবেশীদের ডাকাডাকি করতেই কয়েকজন সন্দেহভাজন পালাতে থাকে । প্রত্যেকেরই মুখ ঢাকা ছিল ।
স্থানীয়রা ফিরে এসে তিনটি বাড়ির তালা ভাঙা রয়েছে বলে দেখেন । পুলিশকে খবর দেওয়া হয় ।
ছটপুজো উপলক্ষ্যে ওই তিনটি বাড়ির সবাই বাইরে গিয়েছিলেন । সেই সুযোগে সেখানে হানা দেয় দুষ্কৃতীরা ।