ETV Bharat / state

Theft Allegation Against BJP MLA Nephew : নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে পাকড়াও বিজেপি বিধায়কের ভাইপো

author img

By

Published : Dec 9, 2021, 9:28 PM IST

নির্মাণ সামগ্রী চুরি করার সময় ‘চোর’কে হাতেনাতে ধরলেন এলাকার বাসিন্দারা ৷ তিনি বিজেপি বিধায়কের ভাইপো (theft allegation against bjp mla nephew) ! বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের কাঁকসার বাবনাবেড়া এলাকায় ৷ ঘটনা ঘিরে চড়ছে রাজনীতির পারদ ৷

theft allegation against bjp mla nephew in west bardhaman
Theft Allegation Against BJP MLA Nephew : নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে পাকড়াও বিজেপি বিধায়কের ভাইপো

দুর্গাপুর, 9 ডিসেম্বর : রাস্তার তৈরির সামগ্রী চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন বিজেপি বিধায়কের ভাইপো (theft allegation against bjp mla nephew) ! বৃহস্পতিবার সকালের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের কাঁকসার বাবনাবেড়া এলাকায় ৷ অভিযুক্ত যুবকের নাম হৃদয় ঘোড়ুই ৷ তিনি দুর্গাপুর পশ্চিমের বিধায়াক তথা স্থানীয় বিজেপি নেতা লক্ষ্মণ ঘোড়ুইয়ের ভাইপো ৷ ঘটনা ঘিরে চড়ছে রাজনীতির পারদ ৷

আরও পড়ুন : Sayantika Banerjee injured in road accident : পানাগড়ে সায়ন্তিকার গাড়িতে লরির ধাক্কা, আহত অভিনেত্রী

বৃহস্পতিবারই দুর্গাপুর সফরে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই সফরের কয়েক ঘণ্টা আগে তাঁর দলেরই বিধায়কের ভাইপোর বিরুদ্ধে রাস্তা তৈরির সামগ্রী চুরির অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁকসা ব্লকের আমলাজোড়া পঞ্চায়েতের বাবনাবেড়া এলাকায় রাস্তা তৈরির কাজ চলছে ৷ কিন্তু, মাঝেমধ্যেই প্রকল্প এলাকা থেকে নির্মাণ সামগ্রী চুরি হয়ে যাচ্ছে ৷ এর ফলে বিপাকে পড়েন সংশ্লিষ্ট ঠিকাদার ৷ বৃহস্পতিবার ‘চোর’কে হাতেনাতে পাকড়াও করেন স্থানীয় বাসিন্দারা ৷ তিনি আর কেউ নন ৷ বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের ভাইপো হৃদয় ঘোড়ুই ! ধরা পড়ার পর নিজের ‘দোষ’ স্বীকারও করে নেন তিনি ৷

এই ঘটনার পরই মাঠে নেমেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ প্রসঙ্গত, বছর খানেক আগে এক বিজেপি কর্মীর মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে ৷ তাতে নাম জড়ায় লক্ষ্মণ এবং তাঁর আর এক ভাইপো সহদেব ঘোড়ুইয়ের ৷ সেই ঘটনার পর থেকেই এলাকাছাড়া সহদেব ৷ লক্ষ্মণও এখন আর গ্রামে থাকেন না ৷ এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা দেবদাস বক্সি বলেন, এটাই বিজেপি নেতাদের বৈশিষ্ট্য ৷ তাঁরা মানুষের জন্য কাজ করেন না ৷ বরং চুরি, ধর্ষণের মতো অসামাজিক কাজ করে বেড়ান ৷

ধরা পড়ে চুরির কথা স্বীকার করে নেন বিজেপি বিধায়কের ভাইপো ৷

আরও পড়ুন : Asansol Railway Station : রেল পর্ষদের নির্দেশে বিশ্বমানের রূপ পেতে চলেছে আসানসোল স্টেশন

অন্যদিকে, লক্ষ্মণ ঘোড়ুইয়ের বক্তব্য হল, তাঁর সঙ্গে নির্মাণ সামগ্রী চুরির কোনও সম্পর্কই নেই ৷ কারণ, অভিযুক্ত যুবক তাঁর ভাইপো হলেও দীর্ঘদিন তাঁদের দেখা-সাক্ষাৎ হয় না ৷ কাজেই হৃদয় ঘোড়ুই যদি দোষ করে তা স্বীকার করেন, তাহলে তিনি তার দায় নেবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন লক্ষ্মণ ৷ তাঁর পাল্টা দাবি, এই ঘটনাকে কেন্দ্র করে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে তৃণমূল ৷ তবে চুরির ঘটনা সত্যি হলে দোষীর আইন মাফিক শাস্তি হওয়া উচিত বলেই মনে করেন লক্ষ্মণ ঘোড়ুই ৷

দুর্গাপুর, 9 ডিসেম্বর : রাস্তার তৈরির সামগ্রী চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন বিজেপি বিধায়কের ভাইপো (theft allegation against bjp mla nephew) ! বৃহস্পতিবার সকালের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের কাঁকসার বাবনাবেড়া এলাকায় ৷ অভিযুক্ত যুবকের নাম হৃদয় ঘোড়ুই ৷ তিনি দুর্গাপুর পশ্চিমের বিধায়াক তথা স্থানীয় বিজেপি নেতা লক্ষ্মণ ঘোড়ুইয়ের ভাইপো ৷ ঘটনা ঘিরে চড়ছে রাজনীতির পারদ ৷

আরও পড়ুন : Sayantika Banerjee injured in road accident : পানাগড়ে সায়ন্তিকার গাড়িতে লরির ধাক্কা, আহত অভিনেত্রী

বৃহস্পতিবারই দুর্গাপুর সফরে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই সফরের কয়েক ঘণ্টা আগে তাঁর দলেরই বিধায়কের ভাইপোর বিরুদ্ধে রাস্তা তৈরির সামগ্রী চুরির অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁকসা ব্লকের আমলাজোড়া পঞ্চায়েতের বাবনাবেড়া এলাকায় রাস্তা তৈরির কাজ চলছে ৷ কিন্তু, মাঝেমধ্যেই প্রকল্প এলাকা থেকে নির্মাণ সামগ্রী চুরি হয়ে যাচ্ছে ৷ এর ফলে বিপাকে পড়েন সংশ্লিষ্ট ঠিকাদার ৷ বৃহস্পতিবার ‘চোর’কে হাতেনাতে পাকড়াও করেন স্থানীয় বাসিন্দারা ৷ তিনি আর কেউ নন ৷ বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের ভাইপো হৃদয় ঘোড়ুই ! ধরা পড়ার পর নিজের ‘দোষ’ স্বীকারও করে নেন তিনি ৷

এই ঘটনার পরই মাঠে নেমেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ প্রসঙ্গত, বছর খানেক আগে এক বিজেপি কর্মীর মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে ৷ তাতে নাম জড়ায় লক্ষ্মণ এবং তাঁর আর এক ভাইপো সহদেব ঘোড়ুইয়ের ৷ সেই ঘটনার পর থেকেই এলাকাছাড়া সহদেব ৷ লক্ষ্মণও এখন আর গ্রামে থাকেন না ৷ এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা দেবদাস বক্সি বলেন, এটাই বিজেপি নেতাদের বৈশিষ্ট্য ৷ তাঁরা মানুষের জন্য কাজ করেন না ৷ বরং চুরি, ধর্ষণের মতো অসামাজিক কাজ করে বেড়ান ৷

ধরা পড়ে চুরির কথা স্বীকার করে নেন বিজেপি বিধায়কের ভাইপো ৷

আরও পড়ুন : Asansol Railway Station : রেল পর্ষদের নির্দেশে বিশ্বমানের রূপ পেতে চলেছে আসানসোল স্টেশন

অন্যদিকে, লক্ষ্মণ ঘোড়ুইয়ের বক্তব্য হল, তাঁর সঙ্গে নির্মাণ সামগ্রী চুরির কোনও সম্পর্কই নেই ৷ কারণ, অভিযুক্ত যুবক তাঁর ভাইপো হলেও দীর্ঘদিন তাঁদের দেখা-সাক্ষাৎ হয় না ৷ কাজেই হৃদয় ঘোড়ুই যদি দোষ করে তা স্বীকার করেন, তাহলে তিনি তার দায় নেবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন লক্ষ্মণ ৷ তাঁর পাল্টা দাবি, এই ঘটনাকে কেন্দ্র করে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে তৃণমূল ৷ তবে চুরির ঘটনা সত্যি হলে দোষীর আইন মাফিক শাস্তি হওয়া উচিত বলেই মনে করেন লক্ষ্মণ ঘোড়ুই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.