ETV Bharat / state

38 দিন কোয়ারানটিন সেন্টারে থাকার পর পালিয়ে গেল যুবক, পুলিশের তৎপরতায় উদ্ধার - The youth who was in quarantine for 38 days escaped and was recovered by Durgapur police

দীর্ঘ 38 দিন ধরে দুর্গাপুরে ইঞ্জিনিয়ার্স হোস্টেলে কোয়ারানটিন সেন্টারে থাকা ঝাড়খণ্ডের যুবক পালিয়ে যায় ৷ গতকাল রাতে পালিয়ে যায় সে । এরপর দুর্গাপুর থানার পুলিশ রাতভর তল্লাশি চালায় ৷ আজ সকালে অন্ডাল থানা এলাকায় একটি ট্রাকের ভিতর থেকে ওই যুবককে উদ্ধার করে পুলিশ ৷

The youth who was in quarantine for 38 days escaped and was recovered by Durgapur police
38 দিন কোয়ারানটিন সেন্টারে থাকার পর পালিয়ে গেল যুবক, পুলিশের তৎপরতায় উদ্ধার
author img

By

Published : May 5, 2020, 6:35 PM IST

দুর্গাপুর, 5 মে: দীর্ঘ 38 দিন ধরে দুর্গাপুরে ইঞ্জিনিয়ার্স হোস্টেলে কোয়ারানটিন সেন্টারে থাকা ঝাড়খণ্ডের যুবক পালিয়ে যায় ৷ গতকাল রাতে পালিয়ে যায় সে । এরপর দুর্গাপুর থানার পুলিশ রাতভর তল্লাশি চালায় ৷ আজ সকালে অন্ডাল থানা এলাকায় একটি ট্রাকের ভিতর থেকে ওই যুবককে উদ্ধার করে পুলিশ ৷ এরপর তাকে ফের কোয়ারানটিন সেন্টারে নিয়ে আসা হয় । কিন্তু 38 দিন ধরে কোয়ারানটিন সেন্টারে থাকা ওই যুবকের একাধিকবার শারীরিক পরীক্ষার পরও দেখা যায় সে সুস্থ । তারপরও কেন তাকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে ৷ জেলা প্রশাসনের দিকে উঠেছে অভিযোগ ৷

আজ থেকে 38 দিন আগে আসানসোলের কুলটি থানার পক্ষ থেকে ঝাড়খণ্ডের বাসিন্দা যুবক কৃষ্ণাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইঞ্জিনিয়ার্স হোস্টেলে কোয়ারানটিন সেন্টারে রাখা হয় । ঝাড়খণ্ডের ওই যুবকের একাধিকবার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে । দুর্গাপুরের হোস্টেল এভিনিউয়ের এই ইঞ্জিনিয়ার্স হোস্টেলে কৃষ্ণা নামের ওই যুবক গতকাল রাতে পাইপ বেয়ে নিচে নেমে পালিয়ে যায় । এরপর শুরু হয় পুলিশি তল্লাশি । রাতভর দুর্গাপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ৷ আজ সকালে অন্ডাল থানা এলাকায় 2 নম্বর জাতীয় সড়কের ওপর একটি ট্রাকে শুয়ে থাকতে দেখা যায় কৃষ্ণাকে । এরপর পুলিশ কৃষ্ণাকে ফের নিয়ে আসে ইঞ্জিনিয়ার্স হোস্টেলে ৷

জানা গেছে, 38 দিনে একাধিকবার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে কৃষ্ণা সুস্থ । কোরোনা সংক্রমণ তার শরীরে নেই । তাহলেও কেন এত দীর্ঘ সময় ধরে ওই যুবককে কোয়ারানটিন সেন্টারে রাখা হচ্ছে? মহকুমা বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে না ? এমন প্রশ্ন উঠতে শুরু হয়েছে । দীর্ঘদিন এই কোয়ারানটিন সেন্টারে থাকতে থাকতে কৃষ্ণার মতো অনেকেই মানসিক অবসাদে ভুগছে । বাড়ি যাওয়ার জন্য মরিয়া হয়েই কৃষ্ণা পালিয়ে যাওয়ার চেষ্টা করে ৷

অনেকেরই মত, বিষয়টিকে দ্রুত গুরুত্ব দিয়ে দেখা উচিত মহকুমা ও জেলা প্রশাসনের । এই মুহূর্তে দুর্গাপুরের হোস্টেল অ্যাভিনিউয়ে যে কোয়ারানটিন সেন্টারগুলি রয়েছে তাতে মোট 19 জন রয়েছেন । প্রাথমিকভাবে জানা গেছে, এরা সবাই সুস্থ ।

দুর্গাপুর, 5 মে: দীর্ঘ 38 দিন ধরে দুর্গাপুরে ইঞ্জিনিয়ার্স হোস্টেলে কোয়ারানটিন সেন্টারে থাকা ঝাড়খণ্ডের যুবক পালিয়ে যায় ৷ গতকাল রাতে পালিয়ে যায় সে । এরপর দুর্গাপুর থানার পুলিশ রাতভর তল্লাশি চালায় ৷ আজ সকালে অন্ডাল থানা এলাকায় একটি ট্রাকের ভিতর থেকে ওই যুবককে উদ্ধার করে পুলিশ ৷ এরপর তাকে ফের কোয়ারানটিন সেন্টারে নিয়ে আসা হয় । কিন্তু 38 দিন ধরে কোয়ারানটিন সেন্টারে থাকা ওই যুবকের একাধিকবার শারীরিক পরীক্ষার পরও দেখা যায় সে সুস্থ । তারপরও কেন তাকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে ৷ জেলা প্রশাসনের দিকে উঠেছে অভিযোগ ৷

আজ থেকে 38 দিন আগে আসানসোলের কুলটি থানার পক্ষ থেকে ঝাড়খণ্ডের বাসিন্দা যুবক কৃষ্ণাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইঞ্জিনিয়ার্স হোস্টেলে কোয়ারানটিন সেন্টারে রাখা হয় । ঝাড়খণ্ডের ওই যুবকের একাধিকবার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে । দুর্গাপুরের হোস্টেল এভিনিউয়ের এই ইঞ্জিনিয়ার্স হোস্টেলে কৃষ্ণা নামের ওই যুবক গতকাল রাতে পাইপ বেয়ে নিচে নেমে পালিয়ে যায় । এরপর শুরু হয় পুলিশি তল্লাশি । রাতভর দুর্গাপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ৷ আজ সকালে অন্ডাল থানা এলাকায় 2 নম্বর জাতীয় সড়কের ওপর একটি ট্রাকে শুয়ে থাকতে দেখা যায় কৃষ্ণাকে । এরপর পুলিশ কৃষ্ণাকে ফের নিয়ে আসে ইঞ্জিনিয়ার্স হোস্টেলে ৷

জানা গেছে, 38 দিনে একাধিকবার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে কৃষ্ণা সুস্থ । কোরোনা সংক্রমণ তার শরীরে নেই । তাহলেও কেন এত দীর্ঘ সময় ধরে ওই যুবককে কোয়ারানটিন সেন্টারে রাখা হচ্ছে? মহকুমা বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে না ? এমন প্রশ্ন উঠতে শুরু হয়েছে । দীর্ঘদিন এই কোয়ারানটিন সেন্টারে থাকতে থাকতে কৃষ্ণার মতো অনেকেই মানসিক অবসাদে ভুগছে । বাড়ি যাওয়ার জন্য মরিয়া হয়েই কৃষ্ণা পালিয়ে যাওয়ার চেষ্টা করে ৷

অনেকেরই মত, বিষয়টিকে দ্রুত গুরুত্ব দিয়ে দেখা উচিত মহকুমা ও জেলা প্রশাসনের । এই মুহূর্তে দুর্গাপুরের হোস্টেল অ্যাভিনিউয়ে যে কোয়ারানটিন সেন্টারগুলি রয়েছে তাতে মোট 19 জন রয়েছেন । প্রাথমিকভাবে জানা গেছে, এরা সবাই সুস্থ ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.