ETV Bharat / state

রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখাকে কেন্দ্র করে ঝামেলা, পিটিয়ে খুন - death

নির্মাণ সামগ্রী ফেলে রাখাকে কেন্দ্র করে ঝামেলা। লাঠি, বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে।

প্রতীকী ছবি
author img

By

Published : Mar 22, 2019, 6:01 PM IST

কাঁকসা, ২২ মার্চ : গোপালপুরে রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখাকে কেন্দ্র করে ঝামেলা। আর তার জেরে লাঠি, বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। তার নাম ভৈরব ধীবর(৫২ বছর)। ঘটনায় আহত তিনজন। আজ তপন পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাঁকসা থানার পুলিশ। বাকি অভিযুক্তরা পলাতক। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

গতকাল গোপালপুর গ্রামের রাস্তায় নির্মাণ সামগ্রী রাখাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। ধীবরপাড়ার বাসিন্দাদের সঙ্গে বচসা বাধে ওই এলাকার বাসিন্দা তপন পাল ও তার দুই ছেলের। দুপুরে বচসা থেমে যায়। তপনের দুই ছেলের নাম আপ্পা পাল ও স্বাধীন পাল। রাতে ধীবরপাড়ার বাসিন্দা ভৈরব ও আরও তিনজন তপন, আপ্পা ও স্বাধীনের আচরণের প্রতিবাদ জানাতে যায়। তখনই তপন, আপ্পা লাঠি, রড নিয়ে এলোপাথাড়ি আক্রমণ চালায় ভৈরব ও তার সঙ্গীদের ওপর। ভৈরবের মাথায়, বুকে, লাঠি, রড দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থানেই মৃত্যু হয় তার। বাকি তিনজন আহত হয়।

মৃতের পরিবারের অভিযোগ, "ওরা বাবা-ছেলে ক্ষমতাশালী। এলাকায় সন্ত্রাস চালায়। এর প্রতিবাদ করতে গিয়ে ভৈরব খুন হয়। তিনজন গুরুতর অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি।" রাতেই ঘটনাস্থানে আসে কাঁকসা থানার পুলিশ। এসে ভৈরবের দেহ থানায় নিয়ে যাওয়া হয়।" আজ দুপুরে তপনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP(পূর্ব) অভিষেক মোদি বলেন, "একটা খুনের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। এলাকা এখন শান্ত আছে।"

কাঁকসা, ২২ মার্চ : গোপালপুরে রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখাকে কেন্দ্র করে ঝামেলা। আর তার জেরে লাঠি, বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। তার নাম ভৈরব ধীবর(৫২ বছর)। ঘটনায় আহত তিনজন। আজ তপন পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাঁকসা থানার পুলিশ। বাকি অভিযুক্তরা পলাতক। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

গতকাল গোপালপুর গ্রামের রাস্তায় নির্মাণ সামগ্রী রাখাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। ধীবরপাড়ার বাসিন্দাদের সঙ্গে বচসা বাধে ওই এলাকার বাসিন্দা তপন পাল ও তার দুই ছেলের। দুপুরে বচসা থেমে যায়। তপনের দুই ছেলের নাম আপ্পা পাল ও স্বাধীন পাল। রাতে ধীবরপাড়ার বাসিন্দা ভৈরব ও আরও তিনজন তপন, আপ্পা ও স্বাধীনের আচরণের প্রতিবাদ জানাতে যায়। তখনই তপন, আপ্পা লাঠি, রড নিয়ে এলোপাথাড়ি আক্রমণ চালায় ভৈরব ও তার সঙ্গীদের ওপর। ভৈরবের মাথায়, বুকে, লাঠি, রড দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থানেই মৃত্যু হয় তার। বাকি তিনজন আহত হয়।

মৃতের পরিবারের অভিযোগ, "ওরা বাবা-ছেলে ক্ষমতাশালী। এলাকায় সন্ত্রাস চালায়। এর প্রতিবাদ করতে গিয়ে ভৈরব খুন হয়। তিনজন গুরুতর অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি।" রাতেই ঘটনাস্থানে আসে কাঁকসা থানার পুলিশ। এসে ভৈরবের দেহ থানায় নিয়ে যাওয়া হয়।" আজ দুপুরে তপনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP(পূর্ব) অভিষেক মোদি বলেন, "একটা খুনের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। এলাকা এখন শান্ত আছে।"

Intro:কাঁকসা থানা এলাকার গোপালপুরে রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখাকে কেন্দ্র করে ঝামেলার জেরে লাঠি,বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হোল এক ব্যাক্তিকে।আহত আরো তিনজন।এই ঘটনার সাথে যুক্ত সন্দেহে একজনকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ।বাকী অভিযুক্তরা পলাতক।কাঁকসার গোপালপুর গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে।।


বৃহস্পতিবার কাঁকসা থানা এলাকার গোপালপুর গ্রামে রাস্তায় নির্মানসামগ্রী রাখা কে কেন্দ্র করে ধীবরপাড়ার বাসিন্দাদের সাথে বচসা বাঁধে ওই এলাকার বাসিন্দা তপন পাল ও তার দুই ছেলের বলে অভিযোগ। হোলির দুপুরে এই বচসা থেমে যায়।অভিযোগ এরপরে রাতে ধীবর পাড়ার বাসিন্দা ভৈরব ধীবর(৫২ বছর) ও আরো তিনজন তপন পাল ও তার দুই ছেলে আপ্পা পাল ও স্বাধীন পালের আচরনের প্রতিবাদ জানাতে গেলে তপন পাল ও তার দুই ছেলে লাঠি,রড নিয়ে এলোপাথাড়ি আক্রমন চালায় ভৈরব ধীবর ও তার সঙ্গীদের ওপর।ভৈরব ধীবরের মাথায়,বুকে লাঠি,রড দিয়ে মারার কারনে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।বাকী তিনজন আহত হয়। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতের পরিবার এর অভিযোগ "" এলাকার ক্ষমতাশালী ব্যাক্তি তপন পাল ও তার দুই ছেলে স্বাধীন পাল , আপ্পা পাল এলাকায় সন্ত্রাস চালিয়ে বেড়ায়। তারই প্রতিবাদ করতে গিয়ে ভৈরব ধীবর খুন হন, তিনজন গুরুতর অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি।" রাতেই কাঁকসা থানার পুলিশ এসে ভৈরব ধীবরের দেহ থানায় নিয়ে যায়।একজনকে ঘটনাস্থল থেকে আটক করলেও মূল অভিযুক্ত তপন পাল ও তার দুই ছেলে এখনও অধরা।শুক্রবার সকাল থেকেই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পুর্ব) অভিষেক মোদী জানান "" একটা খুনের ঘটনার অভিযোগ পেয়েছি।তদন্ত চলছে।এলাকা এখন শান্ত আছে।পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।""সামান্য বচসা কে কেন্দ্র করে এই খুনের ঘটনায় চাঞ্চল্য কাঁকসার গোপালপুরে।।Body:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.