ETV Bharat / state

বিবাদের জের ! বন্ধুর বাড়ির শৌচাগার থেকে মিলল মেয়ের নিথর দেহ - murder

পেশায় ঠিকা শ্রমিক রাজেশের সঙ্গে শেখ কামরুলের দশ বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক ৷ দিন কয়েক আগে এই দুই বন্ধুর মধ্যে ঝামেলা হয় ৷ স্থানীয়দের দাবি, মদ খাওয়া নিয়েই তাদের মধ্যে বাক-বিতণ্ডা চরমে ওঠে ৷সেই অশান্তির পর থেকেই দুই বন্ধুর মধ্যে মুখ দেখাদেখি প্রায়ই বন্ধ ৷ সোমবার  সকাল থেকে যখন ন'বছরের ছোটকিকে পাওয়া যাচ্ছিল না তখনও কিন্তু এই আশঙ্কা তীব্র হয়নি ৷ অবশেষে পুলিশের জেরাতে নাবালিকাকে খুনের কথা স্বীকার করে কামরুল ৷

বিক্ষোভ স্থানীয়দের
author img

By

Published : Jul 30, 2019, 5:47 PM IST

Updated : Jul 31, 2019, 8:04 AM IST

দুর্গাপুর, 30 জুলাই : ছোটোবেলা থেকেই বাবার এই বন্ধুকে বাড়িতে আসতে দেখেছে ৷ যাকে দেখে প্রথম থেকেই কোলে উঠতে চাইত ছোটকি ৷ সেই বন্ধুর বাড়ির শৌচাগার থেকে মেয়ের নিথর দেহ উদ্ধার হবে তা বোধহয় কোনও দিন কল্পনাতেও আসেনি মধ্য তিরিশের রাজেশ শুক্লার ৷

পেশায় ঠিকা শ্রমিক রাজেশের সঙ্গে শেখ কামরুলের দশ বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক ৷ এই দুই বন্ধুর বন্ধুত্ব ফরিদপুরের ছোট্টো মামাকুটি গ্রামের সকলেরই চোখে পড়েছে ৷ অনেকে তো তাদের অভিন্ন হৃদয়ের বন্ধু বলে টিপ্পনি কাটতেও ছাড়ত না ৷ দিন কয়েক আগে এই দুই বন্ধুর মধ্যে ঝামেলা হয় ৷ স্থানীয়দের দাবি, মদ খাওয়া নিয়েই তাদের মধ্যে বাক-বিতণ্ডা চরমে ওঠে ৷ সেই অশান্তির পর থেকেই দুই বন্ধুর মধ্যে মুখ দেখাদেখি প্রায়ই বন্ধ ৷ সোমবার সকাল থেকে যখন ন'বছরের ছোটকিকে পাওয়া যাচ্ছিল না তখনও কিন্তু এই আশঙ্কা তীব্র হয়নি ৷ অবশেষে পুলিশের জেরাতে নাবালিকাকে খুনের কথা স্বীকার করে কামরুল ৷

কেন কামরুল ছোটকিকে খুন করল ?

জেরায় সে জানিয়েছে বন্ধুকে শাস্তি দিতেই এই ছক কষে সে ৷ প্রথমে ছোট্টো ছোটকীকে তুলে আনে ৷ তারপর নিজের ঘরের মধ্যেই গলা টিপে খুন করে 35 বছরের কামরুল ৷ এরপর শৌচাগারে দেহটি লুকিয়ে রাখে ৷ পুলিশের অনুমান, সুযোগ বুঝে দেহটা কবর দেওয়ার ছক ছিল অভিযুক্তের ৷ কিন্তু, তার আগেই কামরুলকে গ্রেপ্তার করে ফেলে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেপ্তার করে ফরিদপুর থানার পুলিশ । আগামীকাল তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে ৷

প্রতিবেশীরা জানাচ্ছেন , গতকাল দুপুর থেকে হঠাৎই খোঁজ মিলছিল না ছোটকির ৷ তন্ন তন্ন হয়ে চারপাশে চলছিল খোঁজ ৷ খবর দেওয়া হয়েছিল পুলিশেও ৷ ফরিদপুর থানায় মেয়ে হারিয়ে যাওয়ার বিষয় অভিযোগ করেন রাজেশ ৷ তখনই কথা প্রসঙ্গে উঠে আসে কামরুলের সঙ্গে বিবাদের কথা ৷ সেই সন্দেহেই পুলিশ আটক করে কামরুলকে ৷ দফায় দফায় জেরায় নিজের দোষ কবুল করে কামরুল ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ কীভাবে খুন করা হল বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা ৷ অন্যদিকে, অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান স্থানীয়রা ৷ অবরুদ্ধ হয় রাস্তাও ৷

দুর্গাপুর, 30 জুলাই : ছোটোবেলা থেকেই বাবার এই বন্ধুকে বাড়িতে আসতে দেখেছে ৷ যাকে দেখে প্রথম থেকেই কোলে উঠতে চাইত ছোটকি ৷ সেই বন্ধুর বাড়ির শৌচাগার থেকে মেয়ের নিথর দেহ উদ্ধার হবে তা বোধহয় কোনও দিন কল্পনাতেও আসেনি মধ্য তিরিশের রাজেশ শুক্লার ৷

পেশায় ঠিকা শ্রমিক রাজেশের সঙ্গে শেখ কামরুলের দশ বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক ৷ এই দুই বন্ধুর বন্ধুত্ব ফরিদপুরের ছোট্টো মামাকুটি গ্রামের সকলেরই চোখে পড়েছে ৷ অনেকে তো তাদের অভিন্ন হৃদয়ের বন্ধু বলে টিপ্পনি কাটতেও ছাড়ত না ৷ দিন কয়েক আগে এই দুই বন্ধুর মধ্যে ঝামেলা হয় ৷ স্থানীয়দের দাবি, মদ খাওয়া নিয়েই তাদের মধ্যে বাক-বিতণ্ডা চরমে ওঠে ৷ সেই অশান্তির পর থেকেই দুই বন্ধুর মধ্যে মুখ দেখাদেখি প্রায়ই বন্ধ ৷ সোমবার সকাল থেকে যখন ন'বছরের ছোটকিকে পাওয়া যাচ্ছিল না তখনও কিন্তু এই আশঙ্কা তীব্র হয়নি ৷ অবশেষে পুলিশের জেরাতে নাবালিকাকে খুনের কথা স্বীকার করে কামরুল ৷

কেন কামরুল ছোটকিকে খুন করল ?

জেরায় সে জানিয়েছে বন্ধুকে শাস্তি দিতেই এই ছক কষে সে ৷ প্রথমে ছোট্টো ছোটকীকে তুলে আনে ৷ তারপর নিজের ঘরের মধ্যেই গলা টিপে খুন করে 35 বছরের কামরুল ৷ এরপর শৌচাগারে দেহটি লুকিয়ে রাখে ৷ পুলিশের অনুমান, সুযোগ বুঝে দেহটা কবর দেওয়ার ছক ছিল অভিযুক্তের ৷ কিন্তু, তার আগেই কামরুলকে গ্রেপ্তার করে ফেলে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেপ্তার করে ফরিদপুর থানার পুলিশ । আগামীকাল তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে ৷

প্রতিবেশীরা জানাচ্ছেন , গতকাল দুপুর থেকে হঠাৎই খোঁজ মিলছিল না ছোটকির ৷ তন্ন তন্ন হয়ে চারপাশে চলছিল খোঁজ ৷ খবর দেওয়া হয়েছিল পুলিশেও ৷ ফরিদপুর থানায় মেয়ে হারিয়ে যাওয়ার বিষয় অভিযোগ করেন রাজেশ ৷ তখনই কথা প্রসঙ্গে উঠে আসে কামরুলের সঙ্গে বিবাদের কথা ৷ সেই সন্দেহেই পুলিশ আটক করে কামরুলকে ৷ দফায় দফায় জেরায় নিজের দোষ কবুল করে কামরুল ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ কীভাবে খুন করা হল বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা ৷ অন্যদিকে, অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান স্থানীয়রা ৷ অবরুদ্ধ হয় রাস্তাও ৷

Intro:বাবার বন্ধুর সাথে বিবাদের জেরে আজ দুপুরে বন্ধুর বাথরুম থেকে কাল দুপুর থেকে নিঁখোজ ৯ বছরের নাবালিকার মৃতদেহ।বাবার বন্ধু গলা টিপে খুন করেছে ওই নাবালিকাকে বলেই পুলিশি জেরায় জানিয়েছে।এলাকার মানুষ দোষীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদে সোচ্চার।

দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার মামাকুটি গ্রামের বাসিন্দা রাজেশ শুক্লার সাথে ঘনিষ্ট বন্ধুত্ব ছিল ওই গ্রামের বাসিন্দা সেখ কামরুলের।কিন্তু কয়েকদিন আগে মদ্যপান এর সময় দুই বন্ধুর মধ্যে ঝামেলা হয়।এই ঝামেলার পরেই বন্ধুত্ব ভাঙে দুই বন্ধুর।সোমবার দুপুর থেকে রাজেশ শুক্লার ৯ বছর বয়সী নাবালিকা কন্যা ছোটকী শুক্লার খোঁজ না পেয়ে তার পরিবার ও প্রতিবেশীরা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে।কিন্তু রাত পর্যন্ত খোঁজ না পেয়ে তারা ফরিদপুর থানায় যায়।রাজেশ শুক্লার কোথাও সন্দেহ হওয়ায় সে সেখ কামরুলের সাথে তার বিবাদের কথা জানালে পুলিশ রাতে কামরুল কে তার ঘর থেকে তুলে আনে।তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশের জেরায় আজ দুপুরে কামরুল জানায় যে ছোটকি কে সে গলা টিপে খুন করেছে এবং তার বাড়ির বাথরুমে রয়েছে ওই নাবালিকার দেহ।তার আগে থেকেই মামাকুটি গ্রামের বাসিন্দারা রাস্তা অবরোধ করেছিল ওই নাবালিকার সন্ধানের দাবীতে।পুলিশ কামরুলের বাড়িতে গিয়ে বাথরুম থেকে ছোটকীর নিথর দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এরপরেই উত্তেজিত জনতা কামরুলের দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবীতে রাস্তায় আগুন জ্বালিয়ে গৌরবাজার থেকে পান্ডবেশ্বরে যাওয়ার মূল রাস্তা অবরোধ করে।পুলিশ সুত্রে জানা গেছে কামরুল স্বীকার করেছে যে রাজেশের সাথে তার বিবাদের জেরেই সে রাজেশের মেয়েকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করেছে।কিন্তু এলাকার মানুষের অভিযোগ যে কামরুল খুন করার আগে ওই নাবালিকাকে ধর্ষন ও করেছে।ফরিদপুর থানার পুলিশ নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলেই পরিষ্কার হবে কিভাবে ওই নাবালিকাকে খুন করা হয়েছে।এলাকাবাসী সোচ্চার কামরুলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে।Body:হConclusion:ফ
Last Updated : Jul 31, 2019, 8:04 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.