আসানসোল, 9 জুন : ইস্পাত শিল্পের রাষ্ট্রায়ত্তকরণের আগে বার্নপুর শিল্পাঞ্চল প্রায়ই শুনত বিমান ওঠা-নামার শব্দ । ইস্কো কারখানার তৎকালীন কর্ণধার স্যর বীরেন মুখোপাধ্যায় ব্যক্তিগত বিমানে বার্নপুর শিল্পাঞ্চলে আসতেন নিজের ইস্পাত শিল্পের তদারকি করতে। তাঁর নিজস্ব দু‘টি বিমান ছিল । বার্নপুরে আজও যা রাখা রয়েছে ৷ কার্যত অবহেলায় পড়ে রয়েছে বিমানগুলি ৷ তবে স্যর বীরেন মুখোপাধ্যায়ের সৃষ্টি বার্নপুরের সেই এয়ারপোর্ট আবার শুরু হতে চলেছে । সম্প্রতি রাজ্য সরকার ও ইস্কো কর্তৃপক্ষ যৌথভাবে এই এয়ারপোর্ট চালু করতে উদ্যোগ নিয়েছে (Burnpur Airport will reopen soon) ।
স্বাধীনতার আগে থেকেই শিল্পতালুক হিসেবে পরিচিত হওয়ায় আসানসোলের কুলটি এবং বার্নপুর আধুনিক শহর হয়ে উঠেছিল । উনবিংশ শতাব্দীর শুরুতেই স্যর বীরেন মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে বার্নপুর ও কুলটিতে দু’টি ইস্পাত কারখানার উৎপাদন সারা বিশ্বের নজর কেড়েছিল । তখন থেকেই উন্নয়ন শুরু। বীরেন মুখোপাধ্যায় নিজের আসাযাওয়ার জন্য একটি এয়ারপোর্ট তৈরি করেছিলেন বার্নপুরে । তার ব্যক্তিগত দু’টি বিমান ছিল । পরবর্তীকালে ইস্পাত শিল্পের রাষ্ট্রায়ত্তকরণ হওয়ায় 1974 সালের পর এই বিমানবন্দরে নিয়মিত বিমান ওঠা-নামা বন্ধ হয়ে যায় । কয়েক বছর আগেও শেষবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ছোট বিমানে এই বিমানবন্দরে নেমেছিলেন । রানওয়ে, কন্ট্রোল রুম-সহ সব ব্যবস্থা আছে এই বিমানবন্দরে । সামান্য কিছু সৌন্দর্যায়ন, পরিকাঠামোগত উন্নয়ন ও আধুনিকীকরণ করলেই বিমান বন্দরটি কমার্শিয়াল বিমান ওঠা-নামার জন্য প্রস্তুত হয়ে যাবে । আর তা নিয়েই রাজ্য সরকার এবং ইস্কো কর্তৃপক্ষ একাধিকবার বৈঠক করছে । বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং দু'পক্ষই রাজি হয়েছে এই বিমানবন্দরটি আবার চালু করার জন্য।
আরও পড়ুন : বার্নপুর উৎসবের হোডিংয়ে সরকারি লোগো, বিতর্কে উৎসব কমিটি
জানা গিয়েছে, নিরাপত্তার কারণে বিমানবন্দর চত্বর সংলগ্ন কিছু গাছ কাটার নির্দেশ দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া । এলাকাবাসী প্রথমে গাছ কাটতে বাধা দিলেও পরবর্তীকালে রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটকের তত্ত্বাবধানে সেই কাজ শুরু হয়েছে । খুব দ্রুত এই বিমানবন্দর চালু হয়ে যাবে । আপাতত রাজ্যে এবং অনান্য রাজ্যে যাতায়াত করতে ছোট বিমান চলাচলের জন্য এই বিমানবন্দর চালু করা হবে বলে জানিয়েছেন রাজ্যের পূর্ত মন্ত্রী মলয় ঘটক । এই প্রসঙ্গে ইস্কো কারখানার এজিএম ভাস্কর কুমার বলেন, ‘‘অল্প কাজ বাকি আছে । সেই কাজ শেষ হলে এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ছাড়পত্র এলে দ্রুত এই বিমানবন্দর চালু করে দেওয়া হবে ।’’