ETV Bharat / state

Burnpur Airport : আবারও বার্নপুর থেকে উড়বে বিমান, স্বপ্নে মশগুল আসানসোলবাসী

বরাবারই শিল্পতালুক হিসাবে পরিচিত আসানসোলের কুলটি ও বার্নপুর ৷ উনবিংশ শতাব্দীর শুরুতে স্যর বীরন মুখোপাধ্যায়ের তত্বাবধানে এই দুই ইস্পাত কারখানর উৎপাদন সারা বিশ্বে নজর কেড়েছিল ৷ সেই সময়েই ব্যক্তিগত বিমানে বার্নপুরে আসতেন স্যর বীরেন মুখোপাধ্যায় ৷ ইস্পাত শিল্পের রাষ্ট্রায়ত্বকরণের পর এই বিমানবন্দর বন্ধ হয়ে যায় ৷ কিন্তু আর কয়েক মাসের অপেক্ষা । বার্নপুরে রাজ্যের চতুর্থ বিমানবন্দর শুরু হতে চলেছে। আবার উড়বে বিমান এই শিল্পনগরী থেকে (Plane Will Fly From Burnpur)।

Very Soon Plane Will Fly From Burnpur
আবারও বার্নপুর থেকে উড়বে বিমান
author img

By

Published : Jun 9, 2022, 9:45 PM IST

Updated : Jun 9, 2022, 9:52 PM IST

আসানসোল, 9 জুন : ইস্পাত শিল্পের রাষ্ট্রায়ত্তকরণের আগে বার্নপুর শিল্পাঞ্চল প্রায়ই শুনত বিমান ওঠা-নামার শব্দ । ইস্কো কারখানার তৎকালীন কর্ণধার স্যর বীরেন মুখোপাধ্যায় ব্যক্তিগত বিমানে বার্নপুর শিল্পাঞ্চলে আসতেন নিজের ইস্পাত শিল্পের তদারকি করতে। তাঁর নিজস্ব দু‘টি বিমান ছিল । বার্নপুরে আজও যা রাখা রয়েছে ৷ কার্যত অবহেলায় পড়ে রয়েছে বিমানগুলি ৷ তবে স্যর বীরেন মুখোপাধ্যায়ের সৃষ্টি বার্নপুরের সেই এয়ারপোর্ট আবার শুরু হতে চলেছে । সম্প্রতি রাজ্য সরকার ও ইস্কো কর্তৃপক্ষ যৌথভাবে এই এয়ারপোর্ট চালু করতে উদ্যোগ নিয়েছে (Burnpur Airport will reopen soon) ।

স্বাধীনতার আগে থেকেই শিল্পতালুক হিসেবে পরিচিত হওয়ায় আসানসোলের কুলটি এবং বার্নপুর আধুনিক শহর হয়ে উঠেছিল । উনবিংশ শতাব্দীর শুরুতেই স্যর বীরেন মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে বার্নপুর ও কুলটিতে দু’টি ইস্পাত কারখানার উৎপাদন সারা বিশ্বের নজর কেড়েছিল । তখন থেকেই উন্নয়ন শুরু। বীরেন মুখোপাধ্যায় নিজের আসাযাওয়ার জন্য একটি এয়ারপোর্ট তৈরি করেছিলেন বার্নপুরে । তার ব্যক্তিগত দু’টি বিমান ছিল । পরবর্তীকালে ইস্পাত শিল্পের রাষ্ট্রায়ত্তকরণ হওয়ায় 1974 সালের পর এই বিমানবন্দরে নিয়মিত বিমান ওঠা-নামা বন্ধ হয়ে যায় । কয়েক বছর আগেও শেষবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ছোট বিমানে এই বিমানবন্দরে নেমেছিলেন । রানওয়ে, কন্ট্রোল রুম-সহ সব ব্যবস্থা আছে এই বিমানবন্দরে । সামান্য কিছু সৌন্দর্যায়ন, পরিকাঠামোগত উন্নয়ন ও আধুনিকীকরণ করলেই বিমান বন্দরটি কমার্শিয়াল বিমান ওঠা-নামার জন্য প্রস্তুত হয়ে যাবে । আর তা নিয়েই রাজ্য সরকার এবং ইস্কো কর্তৃপক্ষ একাধিকবার বৈঠক করছে । বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং দু'পক্ষই রাজি হয়েছে এই বিমানবন্দরটি আবার চালু করার জন্য।

ইস্পাত শিল্পের রাষ্ট্রায়ত্বকরণের পর এই বিমানবন্দর বন্ধ হয়ে যায়

আরও পড়ুন : বার্নপুর উৎসবের হোডিংয়ে সরকারি লোগো, বিতর্কে উৎসব কমিটি

জানা গিয়েছে, নিরাপত্তার কারণে বিমানবন্দর চত্বর সংলগ্ন কিছু গাছ কাটার নির্দেশ দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া । এলাকাবাসী প্রথমে গাছ কাটতে বাধা দিলেও পরবর্তীকালে রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটকের তত্ত্বাবধানে সেই কাজ শুরু হয়েছে । খুব দ্রুত এই বিমানবন্দর চালু হয়ে যাবে । আপাতত রাজ্যে এবং অনান্য রাজ্যে যাতায়াত করতে ছোট বিমান চলাচলের জন্য এই বিমানবন্দর চালু করা হবে বলে জানিয়েছেন রাজ্যের পূর্ত মন্ত্রী মলয় ঘটক । এই প্রসঙ্গে ইস্কো কারখানার এজিএম ভাস্কর কুমার বলেন, ‘‘অল্প কাজ বাকি আছে । সেই কাজ শেষ হলে এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ছাড়পত্র এলে দ্রুত এই বিমানবন্দর চালু করে দেওয়া হবে ।’’

আসানসোল, 9 জুন : ইস্পাত শিল্পের রাষ্ট্রায়ত্তকরণের আগে বার্নপুর শিল্পাঞ্চল প্রায়ই শুনত বিমান ওঠা-নামার শব্দ । ইস্কো কারখানার তৎকালীন কর্ণধার স্যর বীরেন মুখোপাধ্যায় ব্যক্তিগত বিমানে বার্নপুর শিল্পাঞ্চলে আসতেন নিজের ইস্পাত শিল্পের তদারকি করতে। তাঁর নিজস্ব দু‘টি বিমান ছিল । বার্নপুরে আজও যা রাখা রয়েছে ৷ কার্যত অবহেলায় পড়ে রয়েছে বিমানগুলি ৷ তবে স্যর বীরেন মুখোপাধ্যায়ের সৃষ্টি বার্নপুরের সেই এয়ারপোর্ট আবার শুরু হতে চলেছে । সম্প্রতি রাজ্য সরকার ও ইস্কো কর্তৃপক্ষ যৌথভাবে এই এয়ারপোর্ট চালু করতে উদ্যোগ নিয়েছে (Burnpur Airport will reopen soon) ।

স্বাধীনতার আগে থেকেই শিল্পতালুক হিসেবে পরিচিত হওয়ায় আসানসোলের কুলটি এবং বার্নপুর আধুনিক শহর হয়ে উঠেছিল । উনবিংশ শতাব্দীর শুরুতেই স্যর বীরেন মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে বার্নপুর ও কুলটিতে দু’টি ইস্পাত কারখানার উৎপাদন সারা বিশ্বের নজর কেড়েছিল । তখন থেকেই উন্নয়ন শুরু। বীরেন মুখোপাধ্যায় নিজের আসাযাওয়ার জন্য একটি এয়ারপোর্ট তৈরি করেছিলেন বার্নপুরে । তার ব্যক্তিগত দু’টি বিমান ছিল । পরবর্তীকালে ইস্পাত শিল্পের রাষ্ট্রায়ত্তকরণ হওয়ায় 1974 সালের পর এই বিমানবন্দরে নিয়মিত বিমান ওঠা-নামা বন্ধ হয়ে যায় । কয়েক বছর আগেও শেষবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ছোট বিমানে এই বিমানবন্দরে নেমেছিলেন । রানওয়ে, কন্ট্রোল রুম-সহ সব ব্যবস্থা আছে এই বিমানবন্দরে । সামান্য কিছু সৌন্দর্যায়ন, পরিকাঠামোগত উন্নয়ন ও আধুনিকীকরণ করলেই বিমান বন্দরটি কমার্শিয়াল বিমান ওঠা-নামার জন্য প্রস্তুত হয়ে যাবে । আর তা নিয়েই রাজ্য সরকার এবং ইস্কো কর্তৃপক্ষ একাধিকবার বৈঠক করছে । বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং দু'পক্ষই রাজি হয়েছে এই বিমানবন্দরটি আবার চালু করার জন্য।

ইস্পাত শিল্পের রাষ্ট্রায়ত্বকরণের পর এই বিমানবন্দর বন্ধ হয়ে যায়

আরও পড়ুন : বার্নপুর উৎসবের হোডিংয়ে সরকারি লোগো, বিতর্কে উৎসব কমিটি

জানা গিয়েছে, নিরাপত্তার কারণে বিমানবন্দর চত্বর সংলগ্ন কিছু গাছ কাটার নির্দেশ দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া । এলাকাবাসী প্রথমে গাছ কাটতে বাধা দিলেও পরবর্তীকালে রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটকের তত্ত্বাবধানে সেই কাজ শুরু হয়েছে । খুব দ্রুত এই বিমানবন্দর চালু হয়ে যাবে । আপাতত রাজ্যে এবং অনান্য রাজ্যে যাতায়াত করতে ছোট বিমান চলাচলের জন্য এই বিমানবন্দর চালু করা হবে বলে জানিয়েছেন রাজ্যের পূর্ত মন্ত্রী মলয় ঘটক । এই প্রসঙ্গে ইস্কো কারখানার এজিএম ভাস্কর কুমার বলেন, ‘‘অল্প কাজ বাকি আছে । সেই কাজ শেষ হলে এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ছাড়পত্র এলে দ্রুত এই বিমানবন্দর চালু করে দেওয়া হবে ।’’

Last Updated : Jun 9, 2022, 9:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.