ETV Bharat / state

মলয়ের সম্পত্তি আমি জানি, আর তদন্তকারীরা জানেন না ? প্রশ্ন শুভেন্দুর - শুভেন্দু

Suvendu Adhikari on Moloy Ghatak's Assets: কয়লপাচার মামলায় মলয় ঘটকের সম্পত্তির পরিমাণ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা শুভেন্দু অধিকারীর ৷ তিনি মলয়ের সম্পত্তির পরিমাণ জানলেও, তদন্তকারীরা কেন জানেন না ? সেই প্রশ্ন তুললেন শুভেন্দু ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 10:14 PM IST

কয়লাপাচার-কাণ্ডে শুভেন্দুর নিশানায় মলয় ঘটক

রানীগঞ্জ, 19 নভেম্বর: কয়লাপাচার-কাণ্ডে মলয় ঘটককে একাধিকবার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ কিন্তু, মন্ত্রী সেই তলবে সাড়া দেননি ৷ যা নিয়ে এবার মন্ত্রী এবং তদন্তকারী সংস্থাকে একসঙ্গে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মলয় ঘটক এবং তাঁর পরিবারের নামে থাকা একাধিক সম্পত্তি কথা উল্লেখ করলেন তিনি ৷ সঙ্গে ইডি ও সিবিআই-কে নিশানা করে বলেন, ‘‘আমার কাছে মলয় ঘটকের সম্পত্তির তথ্য আছে ৷ আর তদন্তকারী অফিসারদের কাছে নেই ৷’’

রবিবার রানীগঞ্জের নারায়ণকুড়িতে জনসভা ছিল শুভেন্দু অধিকারীর ৷ সেখান মলয় ঘটকের সম্পত্তি নিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘‘মলয় ঘটকের পিএ শংকর, যাঁর স্ত্রী কাউন্সিলর ৷ তাঁর নামে তিনটি গাড়ি জিএসটি-তে খাটছে ৷ কলকাতার নিউটাউনে বার আছে ৷ আসানসোলে কতগুলি ফ্ল্যাট ? সব তথ্য আমার কাছে আছে ৷’’ এই প্রসঙ্গে তিনি অভিযোগ করেছেন, ইডি ও সিবিআই তদন্ত করলেও কয়লার বেআইনি কারবার বন্ধ হয়নি ৷ শুভেন্দুর অভিযোগ, পুরনো যাঁরা এই বেআইনি পাচারের সঙ্গে জড়িত ছিল, তাঁরা বর্তমানে না থাকলেও, নতুনরা এসে সেই একই কাজ করছে ৷

তিনি বলেন, ‘‘এ যেন নতুন বোতলে পুরনো মদ ৷ মানুষের মুখ পালটেছে ৷ ম্যানেজার বদলেছে, কিন্তু বেআইনি কারবার একইভাবে চলছে ৷’’ বর্তমানে কয়লার বেআইনি কারবার চালানোর জন্য পুলিশকেই শুভেন্দু দায়ী করেছেন ৷ শুভেন্দু অধিকারির দাবি, ‘‘রানীগঞ্জ থানার আইসি-র বিরুদ্ধে মুম্বইতে সিবিআই মামলা হয়েছে ৷ আসানসোলে কয়লা-কাণ্ডে প্রায় 100 জন পুলিশের ইন্সপেক্টর এবং বেশ কয়েকজন আইপিএসের নাম জড়িয়ে আছে ৷’’

মন্ত্রী মলয় ঘটকের প্রসঙ্গে শুভেন্দু সরাসরি বলেন, ‘‘লালার ডাইরিতে যে এমজি লেখা পাওয়া গিয়েছিল, সেই এমজি'টা কে ? ওনাকে ইডি ডাকলেই উডবার্নে গিয়ে ঢুকে পড়ছেন ৷ ওনার কত সম্পত্তি তার হিসেব আমার কাছে আছে, আর তদন্তকারী অফিসারদের কাছে নেই ?’’ উল্লেখ্য়, নারায়ণকুড়ির পরিত্যক্ত খোলা মুখ খনিতে বেআইনিভাবে কয়লা কাটতে গিয়ে ধস নামে ৷ সেই ধসে চাপা পড়ে তিনজনের মৃত্যুর খবর সরকারিভাবে স্বীকার করা হয়েছিল ৷ কিন্তু, বিজেপি প্রথম থেকেই দাবি করছিল, 7 জনের মৃত্যু হয়েছে ৷ সরকারিভাবে তিনজনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হলেও, বাকি 4 জনের পরিবারকে কিছু দেওয়া হয়নি বলে বিজেপি অভিযোগ করে ৷ আজ শুভেন্দু অধিকারী সেই চার পরিবারকে সাহায্য তুলে দেন ৷

আরও পড়ুন:

  1. সিবিআই আধিকারিকদের দরজা পর্যন্ত এগিয়ে দিলেন মলয়পত্নী সুদেষ্ণা
  2. কয়লাপাচার কাণ্ডে মেনকাকে সাড়ে 7 ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির

কয়লাপাচার-কাণ্ডে শুভেন্দুর নিশানায় মলয় ঘটক

রানীগঞ্জ, 19 নভেম্বর: কয়লাপাচার-কাণ্ডে মলয় ঘটককে একাধিকবার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ কিন্তু, মন্ত্রী সেই তলবে সাড়া দেননি ৷ যা নিয়ে এবার মন্ত্রী এবং তদন্তকারী সংস্থাকে একসঙ্গে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মলয় ঘটক এবং তাঁর পরিবারের নামে থাকা একাধিক সম্পত্তি কথা উল্লেখ করলেন তিনি ৷ সঙ্গে ইডি ও সিবিআই-কে নিশানা করে বলেন, ‘‘আমার কাছে মলয় ঘটকের সম্পত্তির তথ্য আছে ৷ আর তদন্তকারী অফিসারদের কাছে নেই ৷’’

রবিবার রানীগঞ্জের নারায়ণকুড়িতে জনসভা ছিল শুভেন্দু অধিকারীর ৷ সেখান মলয় ঘটকের সম্পত্তি নিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘‘মলয় ঘটকের পিএ শংকর, যাঁর স্ত্রী কাউন্সিলর ৷ তাঁর নামে তিনটি গাড়ি জিএসটি-তে খাটছে ৷ কলকাতার নিউটাউনে বার আছে ৷ আসানসোলে কতগুলি ফ্ল্যাট ? সব তথ্য আমার কাছে আছে ৷’’ এই প্রসঙ্গে তিনি অভিযোগ করেছেন, ইডি ও সিবিআই তদন্ত করলেও কয়লার বেআইনি কারবার বন্ধ হয়নি ৷ শুভেন্দুর অভিযোগ, পুরনো যাঁরা এই বেআইনি পাচারের সঙ্গে জড়িত ছিল, তাঁরা বর্তমানে না থাকলেও, নতুনরা এসে সেই একই কাজ করছে ৷

তিনি বলেন, ‘‘এ যেন নতুন বোতলে পুরনো মদ ৷ মানুষের মুখ পালটেছে ৷ ম্যানেজার বদলেছে, কিন্তু বেআইনি কারবার একইভাবে চলছে ৷’’ বর্তমানে কয়লার বেআইনি কারবার চালানোর জন্য পুলিশকেই শুভেন্দু দায়ী করেছেন ৷ শুভেন্দু অধিকারির দাবি, ‘‘রানীগঞ্জ থানার আইসি-র বিরুদ্ধে মুম্বইতে সিবিআই মামলা হয়েছে ৷ আসানসোলে কয়লা-কাণ্ডে প্রায় 100 জন পুলিশের ইন্সপেক্টর এবং বেশ কয়েকজন আইপিএসের নাম জড়িয়ে আছে ৷’’

মন্ত্রী মলয় ঘটকের প্রসঙ্গে শুভেন্দু সরাসরি বলেন, ‘‘লালার ডাইরিতে যে এমজি লেখা পাওয়া গিয়েছিল, সেই এমজি'টা কে ? ওনাকে ইডি ডাকলেই উডবার্নে গিয়ে ঢুকে পড়ছেন ৷ ওনার কত সম্পত্তি তার হিসেব আমার কাছে আছে, আর তদন্তকারী অফিসারদের কাছে নেই ?’’ উল্লেখ্য়, নারায়ণকুড়ির পরিত্যক্ত খোলা মুখ খনিতে বেআইনিভাবে কয়লা কাটতে গিয়ে ধস নামে ৷ সেই ধসে চাপা পড়ে তিনজনের মৃত্যুর খবর সরকারিভাবে স্বীকার করা হয়েছিল ৷ কিন্তু, বিজেপি প্রথম থেকেই দাবি করছিল, 7 জনের মৃত্যু হয়েছে ৷ সরকারিভাবে তিনজনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হলেও, বাকি 4 জনের পরিবারকে কিছু দেওয়া হয়নি বলে বিজেপি অভিযোগ করে ৷ আজ শুভেন্দু অধিকারী সেই চার পরিবারকে সাহায্য তুলে দেন ৷

আরও পড়ুন:

  1. সিবিআই আধিকারিকদের দরজা পর্যন্ত এগিয়ে দিলেন মলয়পত্নী সুদেষ্ণা
  2. কয়লাপাচার কাণ্ডে মেনকাকে সাড়ে 7 ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.