ETV Bharat / state

Suvendu-Babul : পিসি-ভাইপোর সঙ্গে কীসের চুক্তি ? বাবুলকে আক্রমণ শুভেন্দু'র - বাবুল সুপ্রিয়

মঙ্গলবার সকালে সরকারিভাবে সাংসদ পদ থেকে ইস্তফা দেন বাবুল ৷ মাসখানেক আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আসানসোলের সাংসদ ৷ দলবদলের পর এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন গায়ক-নেতা বাবুল ৷

Shuvendu-Babul
পিসি-ভাইপোর সঙ্গে কীসের চুক্তি ? বাবুলকে পাল্টা কটাক্ষ শুভেন্দু'র
author img

By

Published : Oct 19, 2021, 10:01 PM IST

আসানসোল, 19 অক্টোবর : মঙ্গলবার বাবুল সুপ্রিয় সাংসদ পদ ছাড়ার পরেই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছিলেন ৷ বাবুলের বক্তব্য ছিল, শুভেন্দু অধিকারীর উচিত তাঁর বাবা ও ভাইয়ের কাছে জানতে চাওয়া, কেন তাঁরা এতদিন সাংসদ পদ ছাড়েননি। আসানসোলে মশাল মিছিল করতে এসে বাবুলকে জবাব দিলেন শুভেন্দু ৷

বিধানসভায় বিরোধী দলনেতা বলেন, "বাবুল সুপ্রিয় বিজেপি-র পদ্মফুল আর মোদিজীর বাইরে রাজনীতিতে কোনও অস্তিত্ব নেই ৷ এটা ভবিষ্যতে যে কোনও নির্বাচনে উনি বুঝতে পারবেন। আর আমি আমার বাবাকে কী বলব, ভাইকে কী বলব সেটা তো আমি বাবুল সুপ্রিয়'র কাছ থেকে শুনব না। উনি রাজনীতি শুরু করেছেন 2014 সালে ৷ আর আমি কলেজে ছাত্র সংসদের নেতা হয়েছি 1988 সালে ৷ আমি বিধায়ক হয়েছি 2006 সালে। কাউন্সিলর 1996 সালে। আমি ওনার থেকে রাজনৈতিক পরামর্শ নেব না।"

বাবুলের উদ্দেশে শুভেন্দু আরও বলেন, "আমার দুটি প্রশ্ন আছে বাবুলজী'র কাছে ৷ এক নম্বর, পিসি-ভাইপোর সঙ্গে ওনার কী চুক্তি হয়েছে ? আসানসোলের মানুষকে অন্ধকারে রেখে উনি কীসের ভিত্তিতে দলবদল করলেন সেটা প্রকাশ্যে আনতে হবে ৷ চুক্তিটা কী হয়েছিল, পর্দার পিছনে কী আছে ? আর দ্বিতীয় হচ্ছে, কালীঘাটে টালির চালা, চোরদের পাঠশালা, এটা উনি বলেছিলেন। আর সেই চোরদের পাঠশালাতে উনি নাম লেখালেন ৷ ওনার কী বাজারটা খারাপ হয়ে গিয়েছে বলে ?"

পিসি-ভাইপোর সঙ্গে কীসের চুক্তি ? বাবুলকে পাল্টা কটাক্ষ শুভেন্দু'র

মঙ্গলবার সকালে সরকারিভাবে সাংসদ পদ থেকে ইস্তফা দেন বাবুল ৷ মাসখানেক আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আসানসোলের সাংসদ ৷ দলবদলের পর এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন গায়ক-নেতা বাবুল ৷ সেখানে নিজের পদত্যাগপত্র তুলে দেন অধ্যক্ষের হাতে ৷ তারপর অধ্যক্ষকে দেওয়া ইস্তফাপত্র পোস্ট করে একটি টুইট করেন প্রাক্তন বিজেপি সাংসদ ৷

আরও পড়ুন : বিজেপি সাংসদ পদে ইস্তফা দিয়ে শুভেন্দুকে আক্রমণ তৃণমূল নেতা বাবুলের

পদত্যাগের পর বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া নিয়ে বাবুল লেখেন, "আমি ভারাক্রান্ত ৷ রাজনীতি শুরু করেছিলাম বিজেপির হাত ধরে ৷ প্রধানমন্ত্রী, দলের প্রধান এবং অমিত শাহকে ধন্যবাদ ৷ তাঁরা আমার প্রতি আস্থা রেখেছেন ৷" তিনি আরও লেখেন, "আমি পুরোপুরি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম ৷ আমি ভেবেছিলাম যদি দলের কোনও অংশ হিসেবে থাকতে না পারি, তাহলে আর কোনও জায়গায় থাকব না ৷"

আসানসোল, 19 অক্টোবর : মঙ্গলবার বাবুল সুপ্রিয় সাংসদ পদ ছাড়ার পরেই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছিলেন ৷ বাবুলের বক্তব্য ছিল, শুভেন্দু অধিকারীর উচিত তাঁর বাবা ও ভাইয়ের কাছে জানতে চাওয়া, কেন তাঁরা এতদিন সাংসদ পদ ছাড়েননি। আসানসোলে মশাল মিছিল করতে এসে বাবুলকে জবাব দিলেন শুভেন্দু ৷

বিধানসভায় বিরোধী দলনেতা বলেন, "বাবুল সুপ্রিয় বিজেপি-র পদ্মফুল আর মোদিজীর বাইরে রাজনীতিতে কোনও অস্তিত্ব নেই ৷ এটা ভবিষ্যতে যে কোনও নির্বাচনে উনি বুঝতে পারবেন। আর আমি আমার বাবাকে কী বলব, ভাইকে কী বলব সেটা তো আমি বাবুল সুপ্রিয়'র কাছ থেকে শুনব না। উনি রাজনীতি শুরু করেছেন 2014 সালে ৷ আর আমি কলেজে ছাত্র সংসদের নেতা হয়েছি 1988 সালে ৷ আমি বিধায়ক হয়েছি 2006 সালে। কাউন্সিলর 1996 সালে। আমি ওনার থেকে রাজনৈতিক পরামর্শ নেব না।"

বাবুলের উদ্দেশে শুভেন্দু আরও বলেন, "আমার দুটি প্রশ্ন আছে বাবুলজী'র কাছে ৷ এক নম্বর, পিসি-ভাইপোর সঙ্গে ওনার কী চুক্তি হয়েছে ? আসানসোলের মানুষকে অন্ধকারে রেখে উনি কীসের ভিত্তিতে দলবদল করলেন সেটা প্রকাশ্যে আনতে হবে ৷ চুক্তিটা কী হয়েছিল, পর্দার পিছনে কী আছে ? আর দ্বিতীয় হচ্ছে, কালীঘাটে টালির চালা, চোরদের পাঠশালা, এটা উনি বলেছিলেন। আর সেই চোরদের পাঠশালাতে উনি নাম লেখালেন ৷ ওনার কী বাজারটা খারাপ হয়ে গিয়েছে বলে ?"

পিসি-ভাইপোর সঙ্গে কীসের চুক্তি ? বাবুলকে পাল্টা কটাক্ষ শুভেন্দু'র

মঙ্গলবার সকালে সরকারিভাবে সাংসদ পদ থেকে ইস্তফা দেন বাবুল ৷ মাসখানেক আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আসানসোলের সাংসদ ৷ দলবদলের পর এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন গায়ক-নেতা বাবুল ৷ সেখানে নিজের পদত্যাগপত্র তুলে দেন অধ্যক্ষের হাতে ৷ তারপর অধ্যক্ষকে দেওয়া ইস্তফাপত্র পোস্ট করে একটি টুইট করেন প্রাক্তন বিজেপি সাংসদ ৷

আরও পড়ুন : বিজেপি সাংসদ পদে ইস্তফা দিয়ে শুভেন্দুকে আক্রমণ তৃণমূল নেতা বাবুলের

পদত্যাগের পর বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া নিয়ে বাবুল লেখেন, "আমি ভারাক্রান্ত ৷ রাজনীতি শুরু করেছিলাম বিজেপির হাত ধরে ৷ প্রধানমন্ত্রী, দলের প্রধান এবং অমিত শাহকে ধন্যবাদ ৷ তাঁরা আমার প্রতি আস্থা রেখেছেন ৷" তিনি আরও লেখেন, "আমি পুরোপুরি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম ৷ আমি ভেবেছিলাম যদি দলের কোনও অংশ হিসেবে থাকতে না পারি, তাহলে আর কোনও জায়গায় থাকব না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.