ETV Bharat / state

Gas in School Tubewell: স্কুলের টিউবয়েল থেকে ঝাঁঝালো গ্যাস, আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে চাঞ্চল্য - দুর্গাপুরে স্কুলের টিউবওয়েল

স্কুলের টিউবওয়েল থেকে হঠাৎ বিষাক্ত গ্যাস বেরতে শুরু করে ৷ তড়িঘড়ি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের স্কুল থেকে বের করে আনা হয় ৷ আতঙ্ক ছড়িয়েছে এলাকায় (Durgapur School Tubewell Gas Leak) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 16, 2022, 2:01 PM IST

দুর্গাপুর, 16 সেপ্টেম্বর: চাপাকল থেকে জল নয়, শব্দ ও ঝাঁঝালো গ্যাস বেরনো নিয়ে এলাকায় ছড়াল চাঞ্চল্য । শুক্রবার সকালে স্কুলের একটি টিউবওয়েলে বিকট শব্দ হয় এবং গ্যাস বেরতে থাকে ৷ ঘটনা জেরে এদিন পড়ুয়াদের ছুটি দিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ (Suspected poisonous gas emits from a school tubewell in Durgapur) ।

খান্দরা পঞ্চায়েতের সিদুলী দীঘিরবাধ এলাকায় একটি আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আছে । সরকারি এই বিদ্যালয়টিতে বেশ কিছুদিন ধরে সংস্কারের কাজ চলছে । শুক্রবার সকালেও কাজ করার সময় কর্মরত এক মিস্ত্রি লক্ষ করেন বিদ্যালয়ের একটি চাপাকল থেকে বিকট শব্দের পাশাপাশি বের হচ্ছে ঝাঁঝালো গ্যাস । কিছুক্ষণের মধ্যে গোটা এলাকায় সেই গ্যাস ছড়িয়ে পড়ে ।

দুর্গাপুরে প্রাথমিক আদিবাসী স্কুলের টিউবওয়েল থেকে ঝাঁঝাল গ্যাস বেরনো ঘিরে আতঙ্ক

খবর পেয়ে স্কুল চত্বরে ভিড় জমান স্থানীয়রা । আতঙ্ক ছড়ায় অভিভাবকদের মধ্যে । মোহাম্মদ রিজওয়ান নামে এক অভিভাবক বলেন, "ঝাঁঝালো গ্যাসের কারণে শ্বাস নেওয়া যাচ্ছিল না । এই অবস্থায় পড়ুয়াদের স্কুলে পাঠানোটাও বিপজ্জনক ।" স্কুলে পৌঁছন অন্ডাল থানা, বনবহাল থানার পুলিশ ও সিদুলী কোলিয়ারির সুরক্ষা বিভাগের কয়েকজন আধিকারিক ।

আরও পড়ুন: ভাড়াবাড়িতে ভগ্নপ্রায় সরকারি প্রাথমিক স্কুল, নেই পানীয় জল ও বাথরুম

এক আধিকারিক বলেন, "প্রাথমিকভাবে মনে হচ্ছে কল থেকে বেরনো গ্যাস কার্বন-ডাই-অক্সাইড । খনির নীচে থেকে কয়লা কাটার পর অনেক সময় মাটি ফুঁড়ে এই ধরনের গ্যাস বের হয় । তবে স্কুলে চাপাকল থেকে কী কারণে গ্যাস বের হচ্ছে, তা কিছু পরীক্ষা-নিরীক্ষার পরেই জানা যাবে ৷"

স্কুলের প্রধান শিক্ষক অমরনাথ ঘাটা বলেন, "স্কুলে দুটি চাপাকল ও একটি কুঁয়ো রয়েছে । চাপাকল দু'টি দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে । বিষয়টি পঞ্চায়েত, খনি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে । বিকল্প কল দু'টি সিল করে দেওয়ার আবেদন জানানো হয়েছে । তবে সেই কাজ এখনও হয়নি ।" গ্যাস বেরনো প্রসঙ্গে প্রধান শিক্ষক জানান, বিষয়টি নিয়ে বিডিও ও স্কুল পরিদর্শককে অবগত করা হয়েছে । পড়ুয়াদের নিরাপত্তার কারণে আজ স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: কাশীপুর গার্লস স্কুলের আদিবাসী হস্টেলে ভূতের উপদ্রব!

দুর্গাপুর, 16 সেপ্টেম্বর: চাপাকল থেকে জল নয়, শব্দ ও ঝাঁঝালো গ্যাস বেরনো নিয়ে এলাকায় ছড়াল চাঞ্চল্য । শুক্রবার সকালে স্কুলের একটি টিউবওয়েলে বিকট শব্দ হয় এবং গ্যাস বেরতে থাকে ৷ ঘটনা জেরে এদিন পড়ুয়াদের ছুটি দিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ (Suspected poisonous gas emits from a school tubewell in Durgapur) ।

খান্দরা পঞ্চায়েতের সিদুলী দীঘিরবাধ এলাকায় একটি আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আছে । সরকারি এই বিদ্যালয়টিতে বেশ কিছুদিন ধরে সংস্কারের কাজ চলছে । শুক্রবার সকালেও কাজ করার সময় কর্মরত এক মিস্ত্রি লক্ষ করেন বিদ্যালয়ের একটি চাপাকল থেকে বিকট শব্দের পাশাপাশি বের হচ্ছে ঝাঁঝালো গ্যাস । কিছুক্ষণের মধ্যে গোটা এলাকায় সেই গ্যাস ছড়িয়ে পড়ে ।

দুর্গাপুরে প্রাথমিক আদিবাসী স্কুলের টিউবওয়েল থেকে ঝাঁঝাল গ্যাস বেরনো ঘিরে আতঙ্ক

খবর পেয়ে স্কুল চত্বরে ভিড় জমান স্থানীয়রা । আতঙ্ক ছড়ায় অভিভাবকদের মধ্যে । মোহাম্মদ রিজওয়ান নামে এক অভিভাবক বলেন, "ঝাঁঝালো গ্যাসের কারণে শ্বাস নেওয়া যাচ্ছিল না । এই অবস্থায় পড়ুয়াদের স্কুলে পাঠানোটাও বিপজ্জনক ।" স্কুলে পৌঁছন অন্ডাল থানা, বনবহাল থানার পুলিশ ও সিদুলী কোলিয়ারির সুরক্ষা বিভাগের কয়েকজন আধিকারিক ।

আরও পড়ুন: ভাড়াবাড়িতে ভগ্নপ্রায় সরকারি প্রাথমিক স্কুল, নেই পানীয় জল ও বাথরুম

এক আধিকারিক বলেন, "প্রাথমিকভাবে মনে হচ্ছে কল থেকে বেরনো গ্যাস কার্বন-ডাই-অক্সাইড । খনির নীচে থেকে কয়লা কাটার পর অনেক সময় মাটি ফুঁড়ে এই ধরনের গ্যাস বের হয় । তবে স্কুলে চাপাকল থেকে কী কারণে গ্যাস বের হচ্ছে, তা কিছু পরীক্ষা-নিরীক্ষার পরেই জানা যাবে ৷"

স্কুলের প্রধান শিক্ষক অমরনাথ ঘাটা বলেন, "স্কুলে দুটি চাপাকল ও একটি কুঁয়ো রয়েছে । চাপাকল দু'টি দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে । বিষয়টি পঞ্চায়েত, খনি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে । বিকল্প কল দু'টি সিল করে দেওয়ার আবেদন জানানো হয়েছে । তবে সেই কাজ এখনও হয়নি ।" গ্যাস বেরনো প্রসঙ্গে প্রধান শিক্ষক জানান, বিষয়টি নিয়ে বিডিও ও স্কুল পরিদর্শককে অবগত করা হয়েছে । পড়ুয়াদের নিরাপত্তার কারণে আজ স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: কাশীপুর গার্লস স্কুলের আদিবাসী হস্টেলে ভূতের উপদ্রব!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.