ETV Bharat / state

মনোনয়ন জমা দিলেন BJP প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়া - tmc

মনোনয়ন জমা করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়া।

সুরিন্দর সিং আলুয়ালিয়া
author img

By

Published : Apr 9, 2019, 10:01 PM IST

Updated : Apr 10, 2019, 2:17 AM IST

বর্ধমান, 9 এপ্রিল: আজ মনোনয়নপত্র জমা করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়া।

"দেরিতে নামা আর আগে নামার তফাৎটা কী? বিচার তো জনগণ করবেন।" সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ এই মন্তব্য করেন তিনি। তিনি জানান, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কিছু অঞ্চল কৃষিভিত্তিক আর কিছু এলাকা শিল্পাঞ্চল। ফলে কৃষি ও শিল্প উভয় ক্ষেত্রেই উন্নয়ন তাঁর লক্ষ্য। তিনি আরও বলেন, "আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও BJP-র বিচারধারা হল নতুন টেকনোলজি এনে কীভাবে উদ্যোগকে আরও উন্নত করা যায়। কীভাবে বেশীরভাগ মানুষের কর্মসংস্থান করা যায়। আজ দুর্গাপুর সহ গোটা রাজ্যের অধিকাংশ কলকারখানাই বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্যের নীতি অনুসারে 154 একর জমি প্রয়োজন। তাকে হস্তান্তর করতে হবে। সেই ফাইলটাই এখনো পর্যন্ত আটকে আছে। সেটা না হওয়া পর্যন্ত মডার্নাইজেশন করা যাচ্ছে না। একমাত্র দুর্গাপুরে হিন্দুস্থান ফার্টিলাইজার কারখানায় কোনও কাজ করা যাচ্ছে না। বাকি সব জায়গায় কাজ শুরু হয়ে গেছে।"

বর্ধমান, 9 এপ্রিল: আজ মনোনয়নপত্র জমা করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়া।

"দেরিতে নামা আর আগে নামার তফাৎটা কী? বিচার তো জনগণ করবেন।" সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ এই মন্তব্য করেন তিনি। তিনি জানান, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কিছু অঞ্চল কৃষিভিত্তিক আর কিছু এলাকা শিল্পাঞ্চল। ফলে কৃষি ও শিল্প উভয় ক্ষেত্রেই উন্নয়ন তাঁর লক্ষ্য। তিনি আরও বলেন, "আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও BJP-র বিচারধারা হল নতুন টেকনোলজি এনে কীভাবে উদ্যোগকে আরও উন্নত করা যায়। কীভাবে বেশীরভাগ মানুষের কর্মসংস্থান করা যায়। আজ দুর্গাপুর সহ গোটা রাজ্যের অধিকাংশ কলকারখানাই বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্যের নীতি অনুসারে 154 একর জমি প্রয়োজন। তাকে হস্তান্তর করতে হবে। সেই ফাইলটাই এখনো পর্যন্ত আটকে আছে। সেটা না হওয়া পর্যন্ত মডার্নাইজেশন করা যাচ্ছে না। একমাত্র দুর্গাপুরে হিন্দুস্থান ফার্টিলাইজার কারখানায় কোনও কাজ করা যাচ্ছে না। বাকি সব জায়গায় কাজ শুরু হয়ে গেছে।"

Intro:মেয়ের বাড়ি যেতে গিয়ে ছিনতাইকারীদের হাতে পড়ে সোনার গহনা খোয়ালেন বৃদ্ধা
পুলক যশ, মন্তেশ্বর
মেয়ের বাড়ি যাওয়ার জন্য বাস ধতে বাসস্ট্যান্ডে গিয়েছিলেন বৃদ্ধা। সেই সময় বাস না থাকায় বাসের জন্য তিনি অপেক্ষা করছিলেন বাসস্ট্যান্ডেই। হঠাত দুই যুবক তাকে সাহায্য করার নাম করে এগিয়ে আসে। তার কাছে জানতে চান তিনি কোন বাস ধরবেন। বৃদ্ধা সব কথা বলায় তাকে নির্দিষ্ট বাসে তুলে দেওয়ার নাম করে ফাঁকা জায়গায় নিয়ে যায় তারা। এরপর বৃদ্ধার গলায় থাকা থাকা হার ও হাতে থাকা দুটি সোনার বালা ছিনতাই করে নিয়ে চম্পট দেয়। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রাম বাসস্ট্যান্ডে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধা।
Body:স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দিনে বেলার দিকে মেয়ের বাড়ি যাওয়ার জন্য মন্তেশ্বরের কষা গ্রামের বাসিন্দা বৃদ্ধা মোমেনা বিবি রওয়ানা দেন। তার মেয়ের বাড়ি কাটোয়ার শ্রীবাটি গ্রামে। এদিন ইংরাজি নববর্ষ থাকায় কুসুমগ্রাম বাসস্ট্যান্ডে তেমন ভিড় ছিল না। যখন মোমেনা বিবি বাসস্ট্যান্ডে যান তখন কাটোয়ার যাওয়ার বাস না থাকায় তিনি বাসস্ট্যান্ডের একধারে বসে বাসের জন্য অপেক্ষা করতে থাকেন। হঠাত সেখানে দুই যুবক এসে তার সঙ্গে আলাপ জমান। পরে তাকে ওই যুবকেরা জানান , তাকে বাসে চাপিয়ে দেবে তারা। ওই বাসে করে তারাও যাবে। এই কথা বলে তাকে বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে হাতের বালা ও কানের দুল ছিনতাই করে নিয়ে পালায়। বিষয়টি নিয়ে মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করে বৃদ্ধা মোমেনা বিবি।Conclusion:এদিন মোমেনা বিবি বলেন, আমি মেয়ের বাড়ি যাওয়ার জন্য বাস ধরব বলে অপেক্ষা করছিলাম। হঠাত দুই যুবক আমায় ভুল বুঝিয়ে কিছুটা দূরে নিয়ে গিয়ে কানের দুল ও হাতের দুটি বালা ছিনতাই করে নিয়ে চম্পট দেয়।

Last Updated : Apr 10, 2019, 2:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.