ETV Bharat / state

350 পরিবারকে খাদ্যসামগ্রী দিল দুর্গাপুরের বেসরকারি স্কুল - covid-19

দরিদ্র মানুষদের সাহায্যে এগিয়ে এল দুর্গাপুরের সুরেনচন্দ্র মডেল স্কুল । দরিদ্র পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল তাদের তরফে ।

corona
corona
author img

By

Published : Apr 6, 2020, 7:05 PM IST

দুর্গাপুর, 6 এপ্রিল: দরিদ্রদের পাশে দাঁড়াল দুর্গাপুরের একটি বেসরকারি বাংলা মাধ্যম স্কুল । 350 টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল সুরেনচন্দ্র মর্ডান হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা । সামাজিক দূরত্ব বজায় রেখেই খাদ্যসামগ্রী বিলি করা হল ।

দুর্গাপুরের বি-জ়োন সুরেনচন্দ্র মর্ডান হাইস্কুলের উদ্যোগে সোমবার 350টি দরিদ্র পরিবারের হাতে চাল, ডালের মতো খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় । তার আগে স্কুলের সামনে চক দিয়ে সুরক্ষা বলয় এঁকে দেওয়া হয় । সেইমতো দূরত্ব বজায় রেখেই স্কুলের সামনের রাস্তায় লাইন দিয়ে খাদ্য সামগ্রী সংগ্রহ করে ওই পরিবারগুলি ।

corona
corona

এই বিষয়ে স্কুলের সম্পাদক সুশান্ত পোদ্দার বলেন, "আমাদের স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা মিলে এই সামাজিক কাজে ব্রতী হয়েছি । লকডাউনে চরম বিপাকে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য একটা সামান্য প্রয়াস । স্কুলের চারপাশে যে কয়েকটি ওয়ার্ড রয়েছে সেই এলাকার কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করে দরিদ্র পরিবারগুলির হাতে কুপন পৌঁছে দিয়েছিলাম । সামাজিক দূরত্বের বিষয়টিকে খেয়াল রেখেই খাদ্যসামগ্রী বিতরণ করা হয় । আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষের কাছে কীভাবে সাহায্য পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টা চালাচ্ছি ।"

দুর্গাপুর, 6 এপ্রিল: দরিদ্রদের পাশে দাঁড়াল দুর্গাপুরের একটি বেসরকারি বাংলা মাধ্যম স্কুল । 350 টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল সুরেনচন্দ্র মর্ডান হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা । সামাজিক দূরত্ব বজায় রেখেই খাদ্যসামগ্রী বিলি করা হল ।

দুর্গাপুরের বি-জ়োন সুরেনচন্দ্র মর্ডান হাইস্কুলের উদ্যোগে সোমবার 350টি দরিদ্র পরিবারের হাতে চাল, ডালের মতো খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় । তার আগে স্কুলের সামনে চক দিয়ে সুরক্ষা বলয় এঁকে দেওয়া হয় । সেইমতো দূরত্ব বজায় রেখেই স্কুলের সামনের রাস্তায় লাইন দিয়ে খাদ্য সামগ্রী সংগ্রহ করে ওই পরিবারগুলি ।

corona
corona

এই বিষয়ে স্কুলের সম্পাদক সুশান্ত পোদ্দার বলেন, "আমাদের স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা মিলে এই সামাজিক কাজে ব্রতী হয়েছি । লকডাউনে চরম বিপাকে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য একটা সামান্য প্রয়াস । স্কুলের চারপাশে যে কয়েকটি ওয়ার্ড রয়েছে সেই এলাকার কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করে দরিদ্র পরিবারগুলির হাতে কুপন পৌঁছে দিয়েছিলাম । সামাজিক দূরত্বের বিষয়টিকে খেয়াল রেখেই খাদ্যসামগ্রী বিতরণ করা হয় । আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষের কাছে কীভাবে সাহায্য পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টা চালাচ্ছি ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.