ETV Bharat / state

Sufal Bangla Outlets: পথে নামছে ভ্রাম্যমান সুফল বাংলা, আগামিকাল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী - এবার জেলার ব্লকে ব্লকে সুফল বাংলা

রাজ্যের নয়া উদ্যোগ ৷ সুফলবাংলার ভ্রাম্যমান গাড়ি এবার পৌঁছবে জেলার ব্লকে ব্লকেও ৷ 23 জানুয়ারি পরিষেবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM will launch Sufal Bangla Vans) ৷

ETV Bharat
সুফল বাংলার ভ্রাম্যমান গাড়ি
author img

By

Published : Jan 22, 2023, 8:14 PM IST

আগামিকাল ভ্রাম্যমান সুফল বাংলা'র উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুর, 22 জানুয়ারি: রাজ্যে উৎপাদিত চাষিদের ফসল যাতে অতি সহজে রাজ্যের মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য রাজ্য সরকার সুফল বাংলা উদ্যোগকে আরও বড় আকারে তুলে ধরতে চাইছে ৷ আর এই উদ্দেশ্যেই নয়া উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ৷ পরিকল্পনা অনুযায়ী, এবার থেকে জেলার বিভিন্ন প্রান্তে ভ্রাম্যমান সুফল বাংলা স্টলের পরিষেবা পাবেন সাধারণ মানুষও । সুফল বাংলা'র স্টল এতদিন দেখা যেত শুধুমাত্র শহরের কয়েকটি প্রান্তে (Sufal Bangla vans) ৷

সোমবার, 23 জানুয়ারি কলকাতা থেকে ভার্চুয়ালি রাজ্যের দুই প্রান্তে এই ভ্রাম্যমান সুফল বাংলা স্টলের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷‌ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও শুরু হবে এই পরিষেবা ৷ জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা কিষাণ মাণ্ডি থেকে এরকম 8টি সুফল বাংলা গাড়ির ওই দিন সূচনা করা হবে ৷ এই গাড়ি জেলার বিভিন্ন প্রান্তের চাষিদের কাছ থেকে ফসল সংগ্রহ করবে এবং সেই ফসল গাড়ি করে বিভিন্ন জায়গায় ঘুরে আজ জনতার কাছে পৌঁছবে ৷

আরও পড়ুন: রাজ্যের পৌরসভাগুলির পরিষেবা কেমন? খতিয়ে দেখবেন ফিরহাদ

রাজ্যের দাবি, এরফলে চাষিরা তাদের ফসল সরাসরি সরকারের হাতে তুলে দিতে পারবেন এবং সেই ফসলও সাধারণ মানুষ তার ঘরের সামনে থেকেই পেয়ে যাবেন অতি সহজে এবং ন্যায্য মূল্যে । রবিবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার কাঁকসার কিষাণ মাণ্ডিতে তৈরি হওয়া নতুন সুফল বাংলা এবং ভ্রাম্যমান সুফল বাংলার গাড়ি গুলি-সহ সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেন ৷ মন্ত্রী বলেন,"মুখ্যমন্ত্রী আজ থেকে আট বছর আগে এই সুফল বাংলা প্রকল্পের উদ্বোধন করেছিলেন । কোভিড পরিস্থিতিতে এই সুফল বাংলার সুফল লাভ করেছিলেন রাজ্যের মানুষ । মুখ্যমন্ত্রীর পরিকল্পনা কৃষকদের উৎপাদিত ফসল যা মালিকরা কিনে ব্যক্তিগতভাবে বাণিজ্য করছিলেন, এবার থেকে তা রাজ্য কিনে ন্যায্য মূল্যে সাধারণের হাতে তুলে দেবে ৷ উদ্দেশ্য একটাই যাতে কোনও ভাবেই কৃষকদের উৎপাদিত ফসল দাম না পেয়ে মাঠেই না মারা যায় ।"

প্রদীপ মজুমদার জানিয়েছেন, দক্ষিণবঙ্গের উৎপাদিত ফসল যাতে সরাসরি উত্তরবঙ্গের মানুষের কাছে পৌঁছয় সেই লক্ষ্যে এই পরিকল্পনা উপযোগী হতে পারে ৷ এছাড়াও এতদিন মূলত শহরের মানুষ সুফল বাংলার সুবিধা পাচ্ছিলেন এবার এই ভ্রাম্যমান গাড়ি সেই সুবিধা পৌঁছে দেবে বিভিন্ন ব্লকের মানুষের কাছেও ৷ তাঁরা ন্যায্য দামে চাহিদা মতো সবজি কিনে নিতে পারবেন ।

আগামিকাল ভ্রাম্যমান সুফল বাংলা'র উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুর, 22 জানুয়ারি: রাজ্যে উৎপাদিত চাষিদের ফসল যাতে অতি সহজে রাজ্যের মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য রাজ্য সরকার সুফল বাংলা উদ্যোগকে আরও বড় আকারে তুলে ধরতে চাইছে ৷ আর এই উদ্দেশ্যেই নয়া উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ৷ পরিকল্পনা অনুযায়ী, এবার থেকে জেলার বিভিন্ন প্রান্তে ভ্রাম্যমান সুফল বাংলা স্টলের পরিষেবা পাবেন সাধারণ মানুষও । সুফল বাংলা'র স্টল এতদিন দেখা যেত শুধুমাত্র শহরের কয়েকটি প্রান্তে (Sufal Bangla vans) ৷

সোমবার, 23 জানুয়ারি কলকাতা থেকে ভার্চুয়ালি রাজ্যের দুই প্রান্তে এই ভ্রাম্যমান সুফল বাংলা স্টলের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷‌ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও শুরু হবে এই পরিষেবা ৷ জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা কিষাণ মাণ্ডি থেকে এরকম 8টি সুফল বাংলা গাড়ির ওই দিন সূচনা করা হবে ৷ এই গাড়ি জেলার বিভিন্ন প্রান্তের চাষিদের কাছ থেকে ফসল সংগ্রহ করবে এবং সেই ফসল গাড়ি করে বিভিন্ন জায়গায় ঘুরে আজ জনতার কাছে পৌঁছবে ৷

আরও পড়ুন: রাজ্যের পৌরসভাগুলির পরিষেবা কেমন? খতিয়ে দেখবেন ফিরহাদ

রাজ্যের দাবি, এরফলে চাষিরা তাদের ফসল সরাসরি সরকারের হাতে তুলে দিতে পারবেন এবং সেই ফসলও সাধারণ মানুষ তার ঘরের সামনে থেকেই পেয়ে যাবেন অতি সহজে এবং ন্যায্য মূল্যে । রবিবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার কাঁকসার কিষাণ মাণ্ডিতে তৈরি হওয়া নতুন সুফল বাংলা এবং ভ্রাম্যমান সুফল বাংলার গাড়ি গুলি-সহ সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেন ৷ মন্ত্রী বলেন,"মুখ্যমন্ত্রী আজ থেকে আট বছর আগে এই সুফল বাংলা প্রকল্পের উদ্বোধন করেছিলেন । কোভিড পরিস্থিতিতে এই সুফল বাংলার সুফল লাভ করেছিলেন রাজ্যের মানুষ । মুখ্যমন্ত্রীর পরিকল্পনা কৃষকদের উৎপাদিত ফসল যা মালিকরা কিনে ব্যক্তিগতভাবে বাণিজ্য করছিলেন, এবার থেকে তা রাজ্য কিনে ন্যায্য মূল্যে সাধারণের হাতে তুলে দেবে ৷ উদ্দেশ্য একটাই যাতে কোনও ভাবেই কৃষকদের উৎপাদিত ফসল দাম না পেয়ে মাঠেই না মারা যায় ।"

প্রদীপ মজুমদার জানিয়েছেন, দক্ষিণবঙ্গের উৎপাদিত ফসল যাতে সরাসরি উত্তরবঙ্গের মানুষের কাছে পৌঁছয় সেই লক্ষ্যে এই পরিকল্পনা উপযোগী হতে পারে ৷ এছাড়াও এতদিন মূলত শহরের মানুষ সুফল বাংলার সুবিধা পাচ্ছিলেন এবার এই ভ্রাম্যমান গাড়ি সেই সুবিধা পৌঁছে দেবে বিভিন্ন ব্লকের মানুষের কাছেও ৷ তাঁরা ন্যায্য দামে চাহিদা মতো সবজি কিনে নিতে পারবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.