"ক্লাস যখন অনলাইনে হল, তাহলে পরীক্ষা কেন অফলাইনে হবে ?", প্রশ্ন তুলেছে একটি বেসরকারি কলেজের পড়ুয়ারা ৷ দুর্গাপুরের বিধাননগরে অবস্থিত কলেজটির পলিটেকনিক পাঠরত ছাত্ররা ক্লাসে বসে সেমেস্টার পরীক্ষা বাতিলের দাবিতে কলেজের বাইরে বিক্ষোভ দেখান ৷ বৃহস্পতিবার সকাল থেকেই বেসরকারি কলেজের সামনে ছাত্ররা জমায়েত হন (Students protest over offline exam in Durgapur Paschim Bardhaman) ৷ তাদের দাবি, গত দু'বছর অনলাইনে পঠন-পাঠন হয়েছে ৷ তাই পরীক্ষাও অনলাইনেই নিতে হবে l যদিও কলেজ কর্তৃপক্ষ এই দাবির স্বপক্ষে কোনও উত্তর দেয়নি l বিক্ষোভ চলছে l
Offline Exam Protest : দুর্গাপুরে অফলাইন পরীক্ষার প্রতিবাদে কলেজের সামনে বিক্ষোভ পড়ুয়াদের - অফলাইন পরীক্ষা নিয়ে ছাত্রবিক্ষোভ
"ক্লাস যখন অনলাইনে হল, তাহলে পরীক্ষা কেন অফলাইনে হবে ?", প্রশ্ন তুলেছে একটি বেসরকারি কলেজের পড়ুয়ারা ৷ দুর্গাপুরের বিধাননগরে অবস্থিত কলেজটির পলিটেকনিক পাঠরত ছাত্ররা ক্লাসে বসে সেমেস্টার পরীক্ষা বাতিলের দাবিতে কলেজের বাইরে বিক্ষোভ দেখান ৷ বৃহস্পতিবার সকাল থেকেই বেসরকারি কলেজের সামনে ছাত্ররা জমায়েত হন (Students protest over offline exam in Durgapur Paschim Bardhaman) ৷ তাদের দাবি, গত দু'বছর অনলাইনে পঠন-পাঠন হয়েছে ৷ তাই পরীক্ষাও অনলাইনেই নিতে হবে l যদিও কলেজ কর্তৃপক্ষ এই দাবির স্বপক্ষে কোনও উত্তর দেয়নি l বিক্ষোভ চলছে l
"ক্লাস যখন অনলাইনে হল, তাহলে পরীক্ষা কেন অফলাইনে হবে ?", প্রশ্ন তুলেছে একটি বেসরকারি কলেজের পড়ুয়ারা ৷ দুর্গাপুরের বিধাননগরে অবস্থিত কলেজটির পলিটেকনিক পাঠরত ছাত্ররা ক্লাসে বসে সেমেস্টার পরীক্ষা বাতিলের দাবিতে কলেজের বাইরে বিক্ষোভ দেখান ৷ বৃহস্পতিবার সকাল থেকেই বেসরকারি কলেজের সামনে ছাত্ররা জমায়েত হন (Students protest over offline exam in Durgapur Paschim Bardhaman) ৷ তাদের দাবি, গত দু'বছর অনলাইনে পঠন-পাঠন হয়েছে ৷ তাই পরীক্ষাও অনলাইনেই নিতে হবে l যদিও কলেজ কর্তৃপক্ষ এই দাবির স্বপক্ষে কোনও উত্তর দেয়নি l বিক্ষোভ চলছে l