কুলটি, 19 নভেম্বর: স্কুলে ঢুকে এক শিক্ষিকাকে মারধরের অভিযোগ ৷ বহিরাগত মহিলা ও তার সাঙ্গপাঙ্গরা মারধর করে বলে অভিযোগ করেন ওই শিক্ষিকা ৷ এর জেরে ওই শিক্ষিকার অনুগামী ছাত্ররা স্কুলে এসে বিক্ষোভ দেখায় (Students protest against teacher beating) ৷ স্কুলের গেট বন্ধ করে দেয় তারা । ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত শীতলপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ।
জানা গিয়েছে, শীতলপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অঞ্জনাকুমারী পণ্ডিতকে গত শনিবার এক মহিলা স্কুলে ঢুকে মারধর করে বলে অভিযোগ । ওই মহিলার সঙ্গে কিছু পুরুষও এসেছিলেন, যারা অঞ্জনাকে মারধর করে হেনস্তা করে এবং শারীরিকভাবে নিগ্রহ করে বলে অভিযোগ করেছেন তিনি ।
এই ঘটনার পর সোমবার ওই শিক্ষিকার অনুগামী কিছু অন্য স্কুলের ছাত্রছাত্রী এসে ওই প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় । তারা বিচার চায় কেন অঞ্জনাকে মারধর করা হয়েছে । ছাত্রদের বিক্ষোভের জেরে স্কুল বন্ধ হয়ে যায় । শুধু শিক্ষিকাকেই নয়, বাঁচাতে এলে তাঁর স্বামীরও পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ ।
আরও পড়ুন: টাকার ভাগ বাটোয়ারা নিয়ে খুন দুষ্কৃতী, গ্রেফতার 3 সঙ্গী
সূত্রের খবর, মহিলাকে যিনি মারধর করতে এসেছিলেন তিনি ওই স্কুলেরই এক শিক্ষকের স্ত্রী । কোনও সন্দেহের বশে এমন ঘটনা তিনি ঘটিয়েছেন । যদিও ঘটনার পর থেকে স্কুলের শিক্ষক এবং তাঁর স্ত্রী উধাও । তাদের বাড়িতে তালা ঝুলছে । অঞ্জনাকুমারী পণ্ডিত বলেন, "আমিও জানি না কী কারণে এই ঘটনা । পুলিশকে জানিয়েছি।" সোমবার ওই স্কুলে পুলিশ যায় এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে পুলিশ জানিয়েছে ।