ETV Bharat / state

দামোদরে জন্মদিনে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে তলিয়ে গেল ছাত্র - WEST BURDWAN

জন্মদিনে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নদীতে তলিয়ে গেল এক ছাত্র । তার নাম সায়ন কীর্তনীয়া । ঘটনাটি ঘটে রনডিহার নদীর পাড়ে । ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

burdwan
দামোদরে জন্মদিনে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে তলিয়ে গেল ছাত্র
author img

By

Published : Jul 6, 2021, 9:10 PM IST

দুর্গাপুর, 6 জুলাই: জন্মদিনের দিন বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নদীতে তলিয়ে গেল দশম শ্রেণির এক ছাত্র । পশ্চিম বর্ধমান জেলার বুদবুদ থানার অন্তর্গত রনডিহা দামোদরের নদীতে মঙ্গলবার ঘুরতে এসে তলিয়ে যায় দশম শ্রেণির এই ছাত্র । ছাত্র কাঁকসার ডাক বাংলো এলাকার বাসিন্দা । তার নাম সায়ন কীর্তনীয়া । দেহ উদ্ধারে হাত লাগায় স্থানীয় বাসিন্দারা । ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

দশম শ্রেণির এই ছাত্র নিজের জন্মদিনের দিন পাঁচ বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুরতে আসে দামোদরের রনডিহার নদীর পাড়ে । বন্ধুদের সঙ্গে মজা করতে করতে হঠাৎ করে তার মোবাইল ফোনটি পড়ে যায় । আর সেই ফোন তুলতে গিয়ে পা পিছলে যায় সায়ন কীর্তনীয়ার । বর্ষায় নদীতে প্রবল স্রোত থাকায় তলিয়ে যায় সে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বুদবুদ থানার পুলিশ ও সায়নের পরিবারের সদস্যরা । উদ্ধারকাজে স্থানীয় জেলেরা ও এলাকাবাসীরা হাত লাগায় ।

দামোদরে জন্মদিনে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে তলিয়ে গেল ছাত্র

আরও পড়ুন: পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুতে অগ্নিগর্ভ বরাকর, পুলিশের গাড়িতে আগুন

ঘটনার পর থেকে সায়ন কীর্তনীয়ার পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়ে । এখনও দেহ উদ্ধার করা যায়নি । আচমকাই এই ঘটনার কথা মেনে নিতে পারছে না সায়নের পরিবারও ।

দুর্গাপুর, 6 জুলাই: জন্মদিনের দিন বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নদীতে তলিয়ে গেল দশম শ্রেণির এক ছাত্র । পশ্চিম বর্ধমান জেলার বুদবুদ থানার অন্তর্গত রনডিহা দামোদরের নদীতে মঙ্গলবার ঘুরতে এসে তলিয়ে যায় দশম শ্রেণির এই ছাত্র । ছাত্র কাঁকসার ডাক বাংলো এলাকার বাসিন্দা । তার নাম সায়ন কীর্তনীয়া । দেহ উদ্ধারে হাত লাগায় স্থানীয় বাসিন্দারা । ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

দশম শ্রেণির এই ছাত্র নিজের জন্মদিনের দিন পাঁচ বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুরতে আসে দামোদরের রনডিহার নদীর পাড়ে । বন্ধুদের সঙ্গে মজা করতে করতে হঠাৎ করে তার মোবাইল ফোনটি পড়ে যায় । আর সেই ফোন তুলতে গিয়ে পা পিছলে যায় সায়ন কীর্তনীয়ার । বর্ষায় নদীতে প্রবল স্রোত থাকায় তলিয়ে যায় সে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বুদবুদ থানার পুলিশ ও সায়নের পরিবারের সদস্যরা । উদ্ধারকাজে স্থানীয় জেলেরা ও এলাকাবাসীরা হাত লাগায় ।

দামোদরে জন্মদিনে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে তলিয়ে গেল ছাত্র

আরও পড়ুন: পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুতে অগ্নিগর্ভ বরাকর, পুলিশের গাড়িতে আগুন

ঘটনার পর থেকে সায়ন কীর্তনীয়ার পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়ে । এখনও দেহ উদ্ধার করা যায়নি । আচমকাই এই ঘটনার কথা মেনে নিতে পারছে না সায়নের পরিবারও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.