ETV Bharat / state

AMC Election 2022 : স্ট্রং রুমের সিসিটিভি বন্ধ, ভোটগণনার আগে উত্তপ্ত আসানসোল

author img

By

Published : Feb 14, 2022, 6:42 AM IST

Updated : Feb 14, 2022, 7:53 AM IST

স্ট্রং রুমের সিসিটিভি বন্ধ, স্ট্রং রুম থেকে বেরোতে দেখা যায় কিছু সন্দেহজনকদের ৷ শুধু তাই নয়, সেখানকার দরজার তালা খোলা । ভোটগণনার আগেই উত্তপ্ত হয়ে উঠল আসানসোল পলিটেকনিক কলেজ (Political tension raise in Asansol before Election Result) ।

AMC Election
ভোটগণনার আগে উত্তপ্ত আসানসোল

আসানসোল, 14 ফেব্রুয়ারি : খানিক পরেই চার পৌরনিগমে শুরু হবে ভোটগণনা ৷ তার আগে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল (Political tension raise in Asansol before Election Result) ৷ স্ট্রংরুমের সিসিটিভি বন্ধ, সেখান থেকে বেরোতে দেখা যায় কিছু সন্দেহজনকদের ৷ শুধু তাই নয়, স্ট্রংরুমের দরজার তালা খোলা ছিল । এই অভিযোগে রবিবার মাঝরাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় আসানসোল পলিটেকনিক কলেজে । এখানেই আসানসোল পৌরনিগমের ভোটের সমস্ত ইভিএম এখানে রাখা হয়েছে ।

বিরোধী দলের প্রার্থীদের অভিযোগ, রবিবার রাতে প্রায় দেড় ঘণ্টা ধরে স্ট্রংরুমের সিসিটিভি বন্ধ ছিল । শুধু তাই নয়, একটি দরজাও খোলা রয়েছে । স্ট্রংরুম থেকে বেশ কিছু সন্দেহভাজনদের বেরোতেও দেখা গিয়েছে বলে দাবি তাঁদের । ঘটনার খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে সিপিআইএম, বিজেপি, কংগ্রেসের প্রার্থীরা স্ট্রংরুমের সামনে জড়ো হয় । সঙ্গে কর্মী-সমর্থকদের জমায়েত হতেও শুরু করে । চলতে থাকে স্লোগান, বিক্ষোভ ।

ভোটগণনার আগেই উত্তপ্ত হয়ে উঠল আসানসোল পলিটেকনিক কলেজ

আরও পড়ুন : তৃণমূল ভয়ের পরিবেশ তৈরি করলেও আমরাই জিতব, বললেন দিলীপ

প্রার্থীদের দাবি, ভোট লুটের পাশাপাশি ইভিএমেও কারসাজি করার চেষ্টা চলছিল । সেই কারণেই সিসিটিভি বন্ধ ছিল । অন্যদিকে, স্ট্রংরুমের সামনে ভিড় জমতে শুরু করলেই নামানো হয় পুলিশ, র‍্যাফ ।

আসানসোল, 14 ফেব্রুয়ারি : খানিক পরেই চার পৌরনিগমে শুরু হবে ভোটগণনা ৷ তার আগে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল (Political tension raise in Asansol before Election Result) ৷ স্ট্রংরুমের সিসিটিভি বন্ধ, সেখান থেকে বেরোতে দেখা যায় কিছু সন্দেহজনকদের ৷ শুধু তাই নয়, স্ট্রংরুমের দরজার তালা খোলা ছিল । এই অভিযোগে রবিবার মাঝরাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় আসানসোল পলিটেকনিক কলেজে । এখানেই আসানসোল পৌরনিগমের ভোটের সমস্ত ইভিএম এখানে রাখা হয়েছে ।

বিরোধী দলের প্রার্থীদের অভিযোগ, রবিবার রাতে প্রায় দেড় ঘণ্টা ধরে স্ট্রংরুমের সিসিটিভি বন্ধ ছিল । শুধু তাই নয়, একটি দরজাও খোলা রয়েছে । স্ট্রংরুম থেকে বেশ কিছু সন্দেহভাজনদের বেরোতেও দেখা গিয়েছে বলে দাবি তাঁদের । ঘটনার খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে সিপিআইএম, বিজেপি, কংগ্রেসের প্রার্থীরা স্ট্রংরুমের সামনে জড়ো হয় । সঙ্গে কর্মী-সমর্থকদের জমায়েত হতেও শুরু করে । চলতে থাকে স্লোগান, বিক্ষোভ ।

ভোটগণনার আগেই উত্তপ্ত হয়ে উঠল আসানসোল পলিটেকনিক কলেজ

আরও পড়ুন : তৃণমূল ভয়ের পরিবেশ তৈরি করলেও আমরাই জিতব, বললেন দিলীপ

প্রার্থীদের দাবি, ভোট লুটের পাশাপাশি ইভিএমেও কারসাজি করার চেষ্টা চলছিল । সেই কারণেই সিসিটিভি বন্ধ ছিল । অন্যদিকে, স্ট্রংরুমের সামনে ভিড় জমতে শুরু করলেই নামানো হয় পুলিশ, র‍্যাফ ।

Last Updated : Feb 14, 2022, 7:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.