ETV Bharat / state

অন্ডালে পরপর 7টি বাড়িতে চুরি - অন্ডালে সাতটি বাড়িতে চুরি

গতরাতে অন্ডালের বনবহাল ফাঁড়ির কেঁন্দা এরিয়া কমপ্লেক্সে পরপর সাতটি ECL-এর আবাসনে চুরির ঘটনা ঘটে । জানা গেছে, এই সাতটি বাড়িই তালা বন্ধ ছিল । কোনও না কোনও কারণে সকলেই বাইরে ছিলেন । আর সেই সুযোগেই এই চুরির ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে ।

image
অন্ডালের সাতটি বাড়িতে চুরি
author img

By

Published : Dec 9, 2019, 3:18 PM IST

অন্ডাল,9 ডিসেম্বর : অন্ডালের বনবহাল ফাঁড়ির অন্তর্গত কেঁন্দা এরিয়া কমপ্লেক্সে পর পর সাতটি ECL-এর আবাসনে চুরির ঘটনা ঘটে । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।

জানা গেছে, এই সাতটি বাড়িই তালা বন্ধ ছিল । কোনও না কোনও কারণে সকলেই বাইরে ছিলেন । সেই সুযোগেই এই চুরির ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে । এমনকি ECl-এর সিনিয়র অফিসার রঙ্গন চন্দ্রের বাড়িতেও চুরি হয় । বাইরে থাকার কারণে তাঁর বাড়ি তালা বন্ধ ছিল । সেই সুযোগে বাড়ির তালা ভেঙে চুরি যায় প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী ও নগদ প্রায় 38 হাজার টাকা । তাঁকে ফোনে যোগাযোগ করে এই খবর জানা যায় । এছাড়া আর কত কী চুরি হয়েছে, পরিবারগুলি ফিরলে তা জানা যাবে ।

দেখুন ভিডিয়ো
এলাকার বাসিন্দা গৌরচন্দ্র পাল বলেন ,"এরকম ঘটনা এই এলাকায় প্রথম । এই কমপ্লেক্স এলাকায় রয়েছে সিকিউরিটি ইনচার্জের বাড়ি ৷ রয়েছে জেনেরাল ম্যানেজারের আবাসনও । এরকম বিশেষ ব্যক্তিদের আবাসন থাকা সত্ত্বেও পরপর এতগুলি বাড়িতে চুরির ঘটনায় সত্যি আতঙ্কে রয়েছি আমরা।" এনিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে স্থানীয়দের । তাঁরা CCTV ক্যামেরা লাগানোরও দাবি জানান । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

অন্ডাল,9 ডিসেম্বর : অন্ডালের বনবহাল ফাঁড়ির অন্তর্গত কেঁন্দা এরিয়া কমপ্লেক্সে পর পর সাতটি ECL-এর আবাসনে চুরির ঘটনা ঘটে । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।

জানা গেছে, এই সাতটি বাড়িই তালা বন্ধ ছিল । কোনও না কোনও কারণে সকলেই বাইরে ছিলেন । সেই সুযোগেই এই চুরির ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে । এমনকি ECl-এর সিনিয়র অফিসার রঙ্গন চন্দ্রের বাড়িতেও চুরি হয় । বাইরে থাকার কারণে তাঁর বাড়ি তালা বন্ধ ছিল । সেই সুযোগে বাড়ির তালা ভেঙে চুরি যায় প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী ও নগদ প্রায় 38 হাজার টাকা । তাঁকে ফোনে যোগাযোগ করে এই খবর জানা যায় । এছাড়া আর কত কী চুরি হয়েছে, পরিবারগুলি ফিরলে তা জানা যাবে ।

দেখুন ভিডিয়ো
এলাকার বাসিন্দা গৌরচন্দ্র পাল বলেন ,"এরকম ঘটনা এই এলাকায় প্রথম । এই কমপ্লেক্স এলাকায় রয়েছে সিকিউরিটি ইনচার্জের বাড়ি ৷ রয়েছে জেনেরাল ম্যানেজারের আবাসনও । এরকম বিশেষ ব্যক্তিদের আবাসন থাকা সত্ত্বেও পরপর এতগুলি বাড়িতে চুরির ঘটনায় সত্যি আতঙ্কে রয়েছি আমরা।" এনিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে স্থানীয়দের । তাঁরা CCTV ক্যামেরা লাগানোরও দাবি জানান । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
Intro:অন্ডালে পর পর সাতটি বাড়িতে চুরি।

অন্ডাল - গতরাতে অন্ডালের বন বহাল ফাঁড়ির অন্তর্গত কেঁন্দা এরিয়া কমপ্লেক্স এ পর পর সাতটি ইসিএলের আবাসনে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । এলাকার বাসিন্দা গৌর চন্দ্র পাল জানান ,এরকম ঘটনা এই এলাকায় প্রথম । এই কমপ্লেক্স এলাকায় রয়েছে সিকিউরিটি ইনচার্জের বাড়ী,রয়েছে জেনারাল ম্যানেজার এর আবাসন । এরকম বিশেষ ব্যক্তিদের আবাসন থাকা সত্বেও এই এলাকায় পর পর এতগুলো বাড়িতে চুরির ঘটনা ঘটল ? স্থানীয়দের বনবহাল ফাঁড়ির পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ রয়েছে।
অন্ডালে র কেঁন্দা এরিয়া কমপ্লেক্সের পর পর সাতটি বন্ধ আবাসনে চুরি হয় । ইসিএলের সিনিয়ার অফিসার রঙ্গন চন্দ্র বাইরে থাকার কারণে তার বাড়ী তলা বন্ধ ছিল । সেই সুযোগে তার বাড়ির তলা ভেঙে চুরি যায় প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী ও নগদ প্রায় 38 হাজার টাকা । তার সাথে ফোনে যোগাযোগ করে এই খবর জানা যায়।
স্থানীয়দের দাবি এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো হোক ।
এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । ঘটনায়স্থলে পৌঁছায় বন বহাল ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।সাতটি বাড়িতেই তালাবন্ধ ছিল।এরা সবাই কোনও না কোনও কারনে বাইরে গিয়েছেন।মোট কত টাকা ও কি কি সামগ্রী চুরি হয়েছে তা জানা যাবে সব পরিবারগুলি ফিরলে।Body:গConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.