দুর্গাপুর, 22 এপ্রিল: মিথ্যে বিয়ের অভিনয় করে বাংলাদেশের ছাত্রীর সঙ্গে সহবাসের অভিযোগ পশ্চিম বর্ধমান জেলার কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে । প্রতিবাদে নির্যাতিতা ওই ছাত্রী দুর্গাপুর মহিলা থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন । শনিবার দুর্গাপুরে ওই ছাত্রীর সঙ্গে দেখা করে কথা বলেন রাজ্য মহিলা কমিশনের দুই সদস্যের ড: দীপান্বিতা হাজারি এবং দেবযানী চক্রবর্তী ৷
তবে ঘটনায় পুলিশ অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতারের পর জামিনও পেয়েছেন । আর তা নিয়ে অসন্তোষের সুর শোনা গেল মহিলা কমিশনের দুই সদস্যের গলায় । দোষীদের যথোপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছেন মহিলা কমিশনের দুই সদস্য। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দুর্গাপুরের এসিপি তথাগত পান্ডে, ড: দীপান্বিতা হাজারী এবং দেবযানী চক্রবর্তী ৷ এই প্রসঙ্গেই একযোগে তাঁরা জানান, অভিযোগকারীনীর সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা হয়েছে । তাকে শারীরিকভাবে নির্যাতন করার কথা জানিয়েছন । ওই প্রফেসরকে পুলিশ গ্রেফতার করার পর তিনি জামিন পেয়েছেন সেকথাও উল্লেখ করেছে নির্যাতিতা । পুলিশের কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে ।
এই বিদেশি পড়ুয়ার নিরাপত্তার জন্য 24 ঘন্টা পুলিশ মোতায়ন থাকছে । আমরা পুলিশি তদন্তের দিকে তাকিয়ে আছি । দোষীকে যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে । এসিপি তথাগত পান্ডে বলেন, "ভেতরে যাইনি, তাই আমি এই বিষয়ে কিছু বলতে পারব না । তবে মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে তার ভিত্তিতে তদন্ত চলছে ।"
আরও পড়ুন: মিথ্যে বিয়ের অভিনয় করে বাংলাদেশের ছাত্রীর সঙ্গে সহবাস ! অভিযুক্ত আসানসোলের অধ্যাপক
বাংলাদেশ থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য এসেছিলেন ৷ সেখানেই বিভাগীয় এক অধ্যাপকের বিরুদ্ধে বিবাহের নামে প্রতারণা ক'রে সহবাসের অভিযোগ জানান নির্যাতিতা ওই ছাত্রী ৷ ওই ছাত্রীর অভিযোগ, কাজী নজরুল বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আজাজুল আলি খান তার সঙ্গে প্রণয়ের সম্পর্ক তৈরি করে ফুসলিয়ে মিথ্যে বিয়ের নাটক করে সহবাস করেছেন । পরবর্তী কালে ওই অধ্যাপক নাকি ওই ছাত্রীকে জানায়, তিনি অন্য সম্পর্কে লিপ্ত । তাই তিনি ওই ছাত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণভাবে অস্বীকার করেন । এরপরেই ওই ছাত্রী গোটা বিষয়টি জানিয়ে দুর্গাপুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । পাশাপাশি বিচারের আশায় ওই ছাত্রী বাংলাদেশ হাইকমিশনারেরও দ্বারস্থ হয়েছেন ওই ছাত্রী ।