ETV Bharat / state

রাজধানীতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে শরিক হচ্ছেন রানিগঞ্জের সোনিয়া - Republic Day

The Republic Day Parade in Delhi: সমাজসেবা করতে ভালোবাসেন রানিগঞ্জের টিডিবি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সোনিয়া বাউরি ৷ সেই ভালোলাগা থেকেই কলেজের ন্যাশানাল সোশ্যাল সার্ভিসে নাম লিখিয়েছিলেন ৷ এবার সেখান থেকে সুযোগ এসে গেল 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে অংশ নেওয়ার ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 10:53 PM IST

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে রানিগঞ্জের সোনিয়া

রানিগঞ্জ, 1 জানুয়ারি: এতদিন টিভিতে দেখে এসেছেন দিল্লির রাজপথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ ৷ সেই কুচকাওয়াজে অংশ নিতে পারবেন এমন ভাবনা স্বপ্নেও আসেনি ৷ কিন্তু, অপ্রত্যাশিতভাবে সেই সুযোগ এসেছে রানীগঞ্জের কলেজ ছাত্রী সোনিয়া বাউরির কাছে ৷ রানিগঞ্জের টিডিবি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সোনিয়া ৷ কলেজের এনএসএস বা ন্যাশানাল সোশাল সার্ভিসের সঙ্গে যুক্ত তিনি ৷ এনএসএসের তরফে ভুবনেশ্বরে প্রাক সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে গিয়েছিলেন সোনিয়া ৷ সেখানে মনোনীত হয়েছেন তিনি ৷ পরে ই-মেল মারফত তাঁকে নিশ্চিত করা হয়েছে ৷

পশ্চিমবঙ্গ থেকে যে 8 জন সুযোগ পেয়েছেন সাধারণতন্ত্র দিবসে দিল্লির প্যারাডে অংশ নেওয়ার জন্য, রানিগঞ্জের সোনিয়া তাঁদের মধ্যে অন্যতম ৷ নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে সোনিয়া বাউরির বাবা দিনমজুর ৷ মেয়ে ছোট থেকে পড়াশুনোয় ভালো ৷ তাই সোনিয়ার পড়াশোনোর কারণে তাঁকে মামাবাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ৷ অপেক্ষাকৃত সচ্ছল মামাবাড়িতে থেকেই সোনিয়া পড়াশোনো করছেন ৷ বর্তমানে রানিগঞ্জের ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি ৷ কিন্তু, পঠনপাঠনের বাইরেও সামাজিক কাজকর্মের নেশা ছিল তাঁর ৷ তাই কলেজে এনএসএস বা ন্যাশানাল সোশাল সার্ভিস বিভাগে যোগ দিয়েছিলেন সোনিয়া ৷

সোনিয়া বাউরি জানিয়েছেন, কলেজ থেকেই প্রাক সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য মনোনীত হন ৷ চলতি মাসেই প্রাক সাধারণতন্ত্র দিবসের প্যারেডের জন্য ভুবনেশ্বরে গিয়েছিলেন তিনি ৷ মোট 44 জন সেখানে সুযোগ পেয়েছিলেন ৷ সেখান থেকে রাজ্যের 8 জনকে বেছে নেওয়া হয়েছে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য ৷ আগামী 26 জানুয়ারি 75তম সাধারণতন্ত্র দিবসে দেশবাসীর সামনে দিল্লির প্যারেডে অংশগ্রহণ করবেন তিনি ৷ সোনিয়ার এই সাফল্যে অত্যন্ত খুশি তাঁর পরিবারের সদস্যরা ৷ পাশাপাশি 26 জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে দিল্লিতে কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ পেয়ে ভীষণ খুশি সোনিয়া বাউরি নিজেও ৷

সোনিয়া বলেন,"আমার এমনিতেই মানুষের হয়ে কাজ করতে খুব ভালো লাগে ৷ কলেজে প্রথম বর্ষের ঢুকে দেখতে পেলাম সেখানে সোশ্যাল সার্ভিস ইউনিট রয়েছে ৷ পড়ার ফাঁকে আমি সমাজের জন্য কাজ করব, জানতে পেরে আমার খুব ভালো লাগে এবং তৎক্ষণাৎ আমি যোগ দিই ৷ এ বছর প্রথমে আমি কলেজে মনোনীত হই, পরবর্তীকালে ইউনিভার্সিটি এবং তারপর পিআরডি প্যারাডের জন্য ভুবনেশ্বর গিয়েছিলাম ৷ আমাদের রাজ্য থেকে মোট 44 জন গিয়েছিল ৷ তাদের মধ্যে 8 জনকে নেওয়া হয়েছে দিল্লিতে প্যারেডের জন্য ৷ আমি সেই প্যারেড করতে পারব জেনে স্বপ্নের মতো লাগছে ৷ আগামিদিনে আমি সেনাবাহিনীতে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি ৷"

আরও পড়ুন:

  1. সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ফের বাতিল বাংলার 'কন্যাশ্রী'!
  2. সাধারণতন্ত্র দিবস উদযাপনে সম্ভবত ভারতে আসছেন না বাইডেন, এখনই হচ্ছে না কোয়াড সামিটও

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে রানিগঞ্জের সোনিয়া

রানিগঞ্জ, 1 জানুয়ারি: এতদিন টিভিতে দেখে এসেছেন দিল্লির রাজপথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ ৷ সেই কুচকাওয়াজে অংশ নিতে পারবেন এমন ভাবনা স্বপ্নেও আসেনি ৷ কিন্তু, অপ্রত্যাশিতভাবে সেই সুযোগ এসেছে রানীগঞ্জের কলেজ ছাত্রী সোনিয়া বাউরির কাছে ৷ রানিগঞ্জের টিডিবি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সোনিয়া ৷ কলেজের এনএসএস বা ন্যাশানাল সোশাল সার্ভিসের সঙ্গে যুক্ত তিনি ৷ এনএসএসের তরফে ভুবনেশ্বরে প্রাক সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে গিয়েছিলেন সোনিয়া ৷ সেখানে মনোনীত হয়েছেন তিনি ৷ পরে ই-মেল মারফত তাঁকে নিশ্চিত করা হয়েছে ৷

পশ্চিমবঙ্গ থেকে যে 8 জন সুযোগ পেয়েছেন সাধারণতন্ত্র দিবসে দিল্লির প্যারাডে অংশ নেওয়ার জন্য, রানিগঞ্জের সোনিয়া তাঁদের মধ্যে অন্যতম ৷ নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে সোনিয়া বাউরির বাবা দিনমজুর ৷ মেয়ে ছোট থেকে পড়াশুনোয় ভালো ৷ তাই সোনিয়ার পড়াশোনোর কারণে তাঁকে মামাবাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ৷ অপেক্ষাকৃত সচ্ছল মামাবাড়িতে থেকেই সোনিয়া পড়াশোনো করছেন ৷ বর্তমানে রানিগঞ্জের ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি ৷ কিন্তু, পঠনপাঠনের বাইরেও সামাজিক কাজকর্মের নেশা ছিল তাঁর ৷ তাই কলেজে এনএসএস বা ন্যাশানাল সোশাল সার্ভিস বিভাগে যোগ দিয়েছিলেন সোনিয়া ৷

সোনিয়া বাউরি জানিয়েছেন, কলেজ থেকেই প্রাক সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য মনোনীত হন ৷ চলতি মাসেই প্রাক সাধারণতন্ত্র দিবসের প্যারেডের জন্য ভুবনেশ্বরে গিয়েছিলেন তিনি ৷ মোট 44 জন সেখানে সুযোগ পেয়েছিলেন ৷ সেখান থেকে রাজ্যের 8 জনকে বেছে নেওয়া হয়েছে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য ৷ আগামী 26 জানুয়ারি 75তম সাধারণতন্ত্র দিবসে দেশবাসীর সামনে দিল্লির প্যারেডে অংশগ্রহণ করবেন তিনি ৷ সোনিয়ার এই সাফল্যে অত্যন্ত খুশি তাঁর পরিবারের সদস্যরা ৷ পাশাপাশি 26 জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে দিল্লিতে কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ পেয়ে ভীষণ খুশি সোনিয়া বাউরি নিজেও ৷

সোনিয়া বলেন,"আমার এমনিতেই মানুষের হয়ে কাজ করতে খুব ভালো লাগে ৷ কলেজে প্রথম বর্ষের ঢুকে দেখতে পেলাম সেখানে সোশ্যাল সার্ভিস ইউনিট রয়েছে ৷ পড়ার ফাঁকে আমি সমাজের জন্য কাজ করব, জানতে পেরে আমার খুব ভালো লাগে এবং তৎক্ষণাৎ আমি যোগ দিই ৷ এ বছর প্রথমে আমি কলেজে মনোনীত হই, পরবর্তীকালে ইউনিভার্সিটি এবং তারপর পিআরডি প্যারাডের জন্য ভুবনেশ্বর গিয়েছিলাম ৷ আমাদের রাজ্য থেকে মোট 44 জন গিয়েছিল ৷ তাদের মধ্যে 8 জনকে নেওয়া হয়েছে দিল্লিতে প্যারেডের জন্য ৷ আমি সেই প্যারেড করতে পারব জেনে স্বপ্নের মতো লাগছে ৷ আগামিদিনে আমি সেনাবাহিনীতে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি ৷"

আরও পড়ুন:

  1. সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ফের বাতিল বাংলার 'কন্যাশ্রী'!
  2. সাধারণতন্ত্র দিবস উদযাপনে সম্ভবত ভারতে আসছেন না বাইডেন, এখনই হচ্ছে না কোয়াড সামিটও
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.