ETV Bharat / state

"সবুজ সাথি"-র সাইকেল নিয়ে বিড়ম্বনায় জামুড়িয়ার স্কুল - জামুড়িয়া হিন্দি হাইস্কুল

জামুড়িয়া হিন্দি হাইস্কুলের টিচার ইনচার্জ রোহন রাম রজক জানান , রাজ্য সরকারের দেওয়া সবুজ সাথি-র সাইকেল অধিকাংশই দেওয়া হয়ে গেছে । তবে বেশ কিছু সাইকেল বেঁচে গেছে । অনেক ছাত্র সাইকেল নেওয়ার জন্য আসেনি । স্কুল থেকে ছাত্রদেরকে জানানো হয়েছে সাইকেলগুলি নিয়ে যাওয়ার জন্য । ছাত্ররা সবুজ সাথি সাইকেল না নিয়ে যাওয়ায় তা রাখার জন্য শ্রেণিকক্ষকে ব্যবহার করা হয়েছে ।

Cycle
বেঁচে যাওয়া সাইকেল
author img

By

Published : Feb 9, 2020, 1:26 PM IST

Updated : Feb 9, 2020, 2:33 PM IST

জামুড়িয়া , 9 ফেব্রুয়ারি : "সবুজ সাথি" প্রকল্পের বেঁচে যাওয়া সাইকেল নিয়ে বিড়ম্বনায় পড়েছে জামুড়িয়া হিন্দি হাইস্কুল । সময়ে প্রশাসন সেইসব সাইকেল নিয়ে যায়নি। তাই কার্যত গ্যারেজে পরিণত হয়েছে শ্রেণিকক্ষ। এদিকে শ্রেণিকক্ষে সার দিয়ে সাইকেল পড়ে থাকায় পঠন-পাঠনও লাটে উঠেছে ক্লাস এইটের ছাত্রদের।

"সবুজ সাথি" প্রকল্পে রাজ্য সরকারের তরফে সাইকেল বিতরণ করা হয় । গত অক্টোবর মাসে জামুড়িয়া হিন্দি হাইস্কুলে সবুজ সাথি প্রকল্পে মোট 200টি সাইকেল আসে । অনেকেই তা নিয়ে গেছে। কিন্তু, বারবার বলা সত্ত্বে কয়েকজন ছাত্র সাইকেল নেয়নি। কেউ কেউ আবার ওই স্কুল ছেড়েই চলে গেছে । তাই পড়ে রয়েছে 19টি সাইকেল।

সরকারের দেওয়া সাইকেল । তাই সেগুলি যত্ন করে রাখা হয়েছে একটি শ্রেণিকক্ষে । কারণ, বাইরে খোলা আকাশের নিচে রাখলে সাইকেলগুলি নষ্ট হয়ে যেতে পারে । এদিকে সার দিয়ে তাদের শ্রেণিকক্ষে সাইকেলগুলি পড়ে থাকায় পঠন-পাঠনে সমস্যা হচ্ছে ক্লাস এইটের ছাত্রদের।

শুনে নিন বিদ্যালয়ের টিচার ইনচার্জের বক্তব্য

এপ্রসঙ্গে স্কুলের টিচার ইনচার্জ রোহন রাম রজক জানান, সবুজ সাথি-র অধিকাংশ সাইকেলই দেওয়া হয়ে গেছে । কয়েকটি বেঁচে গেছে । অনেক ছাত্র সাইকেল নেওয়ার জন্য আসেনি । জেলা স্কুল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে । কিন্তু কোনও লাভ হয়নি । আবার যখন সবুজ সাথি প্রকল্পে সাইকেল আসবে স্কুলে, তখন এগুলি ছাত্রদের হাতে তুলে দেওয়া হবে । গতবছর সাইকেল নিয়ে যখন এই ধরনের সমস্যা হচ্ছিল, তখন এভাবেই ছাত্রদের সাইকেল দেওয়া হয়েছিল ।

জামুড়িয়া , 9 ফেব্রুয়ারি : "সবুজ সাথি" প্রকল্পের বেঁচে যাওয়া সাইকেল নিয়ে বিড়ম্বনায় পড়েছে জামুড়িয়া হিন্দি হাইস্কুল । সময়ে প্রশাসন সেইসব সাইকেল নিয়ে যায়নি। তাই কার্যত গ্যারেজে পরিণত হয়েছে শ্রেণিকক্ষ। এদিকে শ্রেণিকক্ষে সার দিয়ে সাইকেল পড়ে থাকায় পঠন-পাঠনও লাটে উঠেছে ক্লাস এইটের ছাত্রদের।

"সবুজ সাথি" প্রকল্পে রাজ্য সরকারের তরফে সাইকেল বিতরণ করা হয় । গত অক্টোবর মাসে জামুড়িয়া হিন্দি হাইস্কুলে সবুজ সাথি প্রকল্পে মোট 200টি সাইকেল আসে । অনেকেই তা নিয়ে গেছে। কিন্তু, বারবার বলা সত্ত্বে কয়েকজন ছাত্র সাইকেল নেয়নি। কেউ কেউ আবার ওই স্কুল ছেড়েই চলে গেছে । তাই পড়ে রয়েছে 19টি সাইকেল।

সরকারের দেওয়া সাইকেল । তাই সেগুলি যত্ন করে রাখা হয়েছে একটি শ্রেণিকক্ষে । কারণ, বাইরে খোলা আকাশের নিচে রাখলে সাইকেলগুলি নষ্ট হয়ে যেতে পারে । এদিকে সার দিয়ে তাদের শ্রেণিকক্ষে সাইকেলগুলি পড়ে থাকায় পঠন-পাঠনে সমস্যা হচ্ছে ক্লাস এইটের ছাত্রদের।

শুনে নিন বিদ্যালয়ের টিচার ইনচার্জের বক্তব্য

এপ্রসঙ্গে স্কুলের টিচার ইনচার্জ রোহন রাম রজক জানান, সবুজ সাথি-র অধিকাংশ সাইকেলই দেওয়া হয়ে গেছে । কয়েকটি বেঁচে গেছে । অনেক ছাত্র সাইকেল নেওয়ার জন্য আসেনি । জেলা স্কুল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে । কিন্তু কোনও লাভ হয়নি । আবার যখন সবুজ সাথি প্রকল্পে সাইকেল আসবে স্কুলে, তখন এগুলি ছাত্রদের হাতে তুলে দেওয়া হবে । গতবছর সাইকেল নিয়ে যখন এই ধরনের সমস্যা হচ্ছিল, তখন এভাবেই ছাত্রদের সাইকেল দেওয়া হয়েছিল ।

Intro:জামুরিয়া : "সবুজ সাথী' সাইকেল নিয়ে বিড়ম্বনায় জামুরিয়া হিন্দি হাই স্কুল ! বেঁচে যাওয়া সাইকেল সময়মতো জেলা স্কুল কর্তৃপক্ষ নিয়ে না যাওয়ায় ক্লাস রুম পরিণত হয়েছে গ্যারেজে! শ্রেণিকক্ষ জুড়ে রয়েছে সাইকেল তাই পঠন-পাঠন লাটে উঠেছে জামুরিয়া হিন্দি হাই স্কুলে ।

জামুড়িয়ার হিন্দি হাই স্কুলে রাজ্য সরকারের দেওয়া ' সবুজ সাথী 'প্রকল্পের সাইকেল স্কুলের বেশ কিছু বাচ্চারা না নিয়ে যাওয়ায় বড় সমস্যায় পড়ছে স্কুল কর্তৃপক্ষ ! একদিকে যেমন সাইকেল নিরাপদ ভাবে রাখা ঠিক তেমনই সাইকেল যাতে নষ্ট না হয়ে যায় । তাই রাজ্য সরকারের দেওয়া ' সবুজ সাথী' প্রকল্পের সাইকেল নিরাপদ ও ভালো ভাবে রাখার জন্য স্কুলের একটি শ্রেণিকক্ষকে ব্যবহার করা হয়েছে । ওই শ্রেণিকক্ষ এখন সাইকেলের গ্যারেজ হয়ে দাঁড়িয়েছে ।ফলে পঠন পাঠনের বড় সমস্যা হয়েছে । এই বিষয় নিয়ে জেলা স্কুল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও কার্যকরী কিছুই হয়নি । 'সবুজ সাথী' প্রকল্পে সাইকেল নিয়ে বিড়ম্বনায় এখন জামুরিয়া হিন্দি হাই স্কুল ।

জামুরিয়া হিন্দি হাই স্কুলের টিচার ইনচার্জ রোহন রাম রজক জানান " রাজ্য সরকারের দেওয়া সবুজ সাথী সাইকেল অধিকাংশই দেওয়া হয়ে গেছে ছাত্রদের মধ্যে । তবে বেশ কিছু সাইকেল বেঁচে গিয়েছে । অনেক ছাত্র আসেইনি সাইকেলের নেওয়ার জন্য । স্কুল থেকে ছাত্রদেরকে জানানো হয়েছে সাইকেল গুলি নিয়ে যাওয়ার জন্য । ছাত্ররা সবুজ সাথী সাইকেল না নিয়ে যাওয়ায় শ্রেণিকক্ষে ব্যবহার করা হয়েছে সাইকেল রাখার জন্য । একদিকে সবুজ সাথী সাইকেল নিরাপদ ভাবে রাখা ঠিক তেমনি সাইকেল যাতে খোলা আকাশের নিচে নষ্ট না হয়ে যায় সেই কারণেই শ্রেণিকক্ষকে রাখা হয়েছে । আবার যখন রাজ্য সরকার সবুজ সাথী সাইকেল আসবে স্কুলে তখন এই সাইকেল গুলি ছাত্রদের হাতে তুলে দেওয়া হবে। গত বছর সাইকেল নিয়ে এই ধরনের সমস্যা হয়েছিল তখন এই ভাবে স্কুলের ছাত্রদের সাইকেল দেওয়া হয়েছিল । জেলা স্কুল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে তাতেও কিছু লাভ হয়নি ।



Body:।


Conclusion:।
Last Updated : Feb 9, 2020, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.