ETV Bharat / state

কাঁকসায় গাড়ি আটকে ছিনতাই, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কাঁকসায় ভোর রাতে গাড়ি আটকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা, দুটি মোবাইল এবং গাড়িতে থাকা কাগজপত্র ছিনতাই করল দুষ্কৃতীরা ৷ চালক সহ গাড়িতে থাকা এক ব্যক্তিকে বেধড়ক মারধরও করে দুষ্কৃতীরা ৷ গাড়িটিকে উদ্ধার করে কাঁকসার মলানদিঘি ক্যাম্পের পুলিশ ৷

কাঁকসায় গাড়ি আটকে ছিনতাই , উঠছে নিরাপত্তার প্রশ্ন
কাঁকসায় গাড়ি আটকে ছিনতাই , উঠছে নিরাপত্তার প্রশ্ন
author img

By

Published : Apr 30, 2021, 1:11 PM IST

দুর্গাপুর, 30 এপ্রিল : ভোর রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটল কাঁকসায় ৷ কাঁকসার মলানদিঘির চুয়া এলাকার জঙ্গল থেকে চারচাকার একটি মালবাহী ফাঁকা গাড়ি থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা, দুটি মোবাইল এবং গাড়িতে থাকা কাগজপত্র ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ । শুক্রবার ভোর প্রায় চারটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে খবর ৷ দুষ্কৃতীরা গাড়ির চালক এবং অপর এক ব্যক্তিকে গাছে বেঁধে বেধড়ক মারধর করে বলে জানা গিয়েছে ৷

এলাকাবাসী এবং পুলিশের তৎপরতায় কোনওক্রমে বেঁচে যায় ওই দুই ব্যক্তি ৷ উদ্ধার করা হয় গাড়িটিও । দুর্গাপুরের বেনাচিতিতে ছাগলের ব্যবসা করেন গৌরাঙ্গ বাগদি এবং সঞ্জয় বাগদি । সেখানে তাঁদের দোকানও রয়েছে বলে জানা গিয়েছে । গৌরাঙ্গ বাগদি অভিযোগ করেন, তাঁর ভাই সঞ্জয় বাগদি এবং গাড়ির চালক ইরফান শা বেনাচিতি থেকে মুর্শিদাবাদ যাচ্ছিলেন ছাগল কিনতে ৷

মলানদিঘি থেকে 11 মাইল যাওয়ার পথে চুয়া এলাকায় তাঁদের গাড়ি আটকে ছিনতাই করে দুষ্কৃতীরা বলে অভিযোগ । প্রায় সাতজন দুষ্কৃতী ছিল বলে জানা গিয়েছে । ইরফান শা এবং সঞ্জয় বাগদিকে গাছে বেঁধে বেধড়ক মারধর করে ৷ এরপর ওয়ান শাটার বন্দুক দেখিয়ে লুঠপাট চালানো হয় বলে অভিযোগ ।

জানা গিয়েছে, ছিনতাই হওয়ার এক কিলোমিটার দূর থেকে গাড়িটিকে উদ্ধার করে কাঁকসার মলানদিঘি ক্যাম্পের পুলিশ । ছাগল ব্যবসায়ী গৌরাঙ্গ বাগদি জানান, মলানদিঘি পুলিশ ক্যাম্পে এ বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে ৷ এছাড়াও কাঁকসা থানাতেও লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তিনি ।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন : ভোটের হিংসায় গ্রাম বাংলার কাছে কি হেরে গেল কলকাতা ?

দুর্গাপুর, 30 এপ্রিল : ভোর রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটল কাঁকসায় ৷ কাঁকসার মলানদিঘির চুয়া এলাকার জঙ্গল থেকে চারচাকার একটি মালবাহী ফাঁকা গাড়ি থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা, দুটি মোবাইল এবং গাড়িতে থাকা কাগজপত্র ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ । শুক্রবার ভোর প্রায় চারটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে খবর ৷ দুষ্কৃতীরা গাড়ির চালক এবং অপর এক ব্যক্তিকে গাছে বেঁধে বেধড়ক মারধর করে বলে জানা গিয়েছে ৷

এলাকাবাসী এবং পুলিশের তৎপরতায় কোনওক্রমে বেঁচে যায় ওই দুই ব্যক্তি ৷ উদ্ধার করা হয় গাড়িটিও । দুর্গাপুরের বেনাচিতিতে ছাগলের ব্যবসা করেন গৌরাঙ্গ বাগদি এবং সঞ্জয় বাগদি । সেখানে তাঁদের দোকানও রয়েছে বলে জানা গিয়েছে । গৌরাঙ্গ বাগদি অভিযোগ করেন, তাঁর ভাই সঞ্জয় বাগদি এবং গাড়ির চালক ইরফান শা বেনাচিতি থেকে মুর্শিদাবাদ যাচ্ছিলেন ছাগল কিনতে ৷

মলানদিঘি থেকে 11 মাইল যাওয়ার পথে চুয়া এলাকায় তাঁদের গাড়ি আটকে ছিনতাই করে দুষ্কৃতীরা বলে অভিযোগ । প্রায় সাতজন দুষ্কৃতী ছিল বলে জানা গিয়েছে । ইরফান শা এবং সঞ্জয় বাগদিকে গাছে বেঁধে বেধড়ক মারধর করে ৷ এরপর ওয়ান শাটার বন্দুক দেখিয়ে লুঠপাট চালানো হয় বলে অভিযোগ ।

জানা গিয়েছে, ছিনতাই হওয়ার এক কিলোমিটার দূর থেকে গাড়িটিকে উদ্ধার করে কাঁকসার মলানদিঘি ক্যাম্পের পুলিশ । ছাগল ব্যবসায়ী গৌরাঙ্গ বাগদি জানান, মলানদিঘি পুলিশ ক্যাম্পে এ বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে ৷ এছাড়াও কাঁকসা থানাতেও লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তিনি ।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন : ভোটের হিংসায় গ্রাম বাংলার কাছে কি হেরে গেল কলকাতা ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.