ETV Bharat / state

Human Trafficking : মানব পাচারচক্রের জাল থেকে উদ্ধার 4 নাবালিকা সহ 6, গ্রেফতার 1 - মানব পাচারচক্র

আসানসোল স্টেশনে শিয়ালদা-দিল্লি সম্পর্কক্রান্তি এক্সপ্রেস থেকে 4 নাবালিকা সহ 6 জনকে উদ্ধার করল আরপিএফ ৷ তাঁদের দিল্লির পতিতালয়ে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ (Human Trafficking) ৷ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে আরপিএফ (RPF Arrest a Trafficker) ৷

Human Trafficking Gan
মানব পাচারচক্রের জাল থেকে উদ্ধার 4 নাবালিকা সহ 6 জন
author img

By

Published : Dec 8, 2021, 10:53 AM IST

Updated : Dec 8, 2021, 11:06 AM IST

আসানসোল, 8 ডিসেম্বর : মানব পাচারচক্রের জাল থেকে 4 নাবালিকা এবং 2 যুবতীকে উদ্ধার করল আসানসোল ডিভিশনের আরপিএফ ৷ তাঁদের শিয়ালদা-সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল পাচারের উদ্দেশ্যে (Human Trafficking) ৷ ট্রেনের ডি-থ্রি কামরা থেকে তাঁদের উদ্ধার করা হয় ৷ এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে ৷

আরপিএফ সূত্রে খবর, তাঁদের কাজ দেওয়ার নাম করে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল ৷ ট্রেনে ওই 4 নাবালিকা এবং দুই যুবতীর সঙ্গে থাকা ব্যক্তির ফোনে কথোপকথনে অন্যান্য যাত্রীদের সন্দেহ হয় ৷ এর পর রাতেই যাত্রীরা বিষয়টি আরপিএফ-কে জানান ৷ অভিযোগ পেয়ে আরপিএফ এর একটি দল ট্রেনে অভিযান চালায় ৷ চলন্ত ট্রেনের মধ্যে ওই 6 জনকে উদ্ধার করা হয় এবং অভিযুক্তকে আটক করে আরপিএফ ৷ এর পর আসানসোল (Asansol News) স্টেশনে তাঁদের নামিয়ে জিজ্ঞাসাবাদ করতেই বিষয়টি স্পষ্ট হয় ৷ এরপর পাচারচক্রের সঙ্গে যুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে আরপিএফ (RPF Arrest a Trafficker) ৷

আরও পড়ুন : Women Police officers : নির্যাতিতাকে উদ্ধার, নারীপাচার রোধ; পুজোর শহরে অসুর নিধন ‘দুর্গা’বাহিনীর

চক্রের বাকিদের খোঁজে, অভিযুক্ত পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ সেই সঙ্গে যে ব্যক্তির সঙ্গে ফোনে কথা হচ্ছিল গ্রেফতার হওয়া অভিযুক্তের, তাঁর খোঁজও শুরু করেছে পুলিশ ৷ সেই সঙ্গে উদ্ধার হওয়া নাবালিকা এবং যুবতীদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ প্রশাসন ৷ আসানসোল ডিভিশনের চিফ সিকিউরিটি কমিশনার চন্দ্রকান্ত মিশ্র জানিয়েছেন, ‘‘প্রাথমিকভাবে ঘটনাটি হিউম্যান ট্র্যাফিকিংয়ের ঘটনা বলেই মনে করা হচ্ছে । একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর নাম সইফ আলি নাইয়া ৷’’ আরপিএফ’র একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই নাবালিকা এবং যুবতীদের পতিতালয়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ৷

আসানসোল, 8 ডিসেম্বর : মানব পাচারচক্রের জাল থেকে 4 নাবালিকা এবং 2 যুবতীকে উদ্ধার করল আসানসোল ডিভিশনের আরপিএফ ৷ তাঁদের শিয়ালদা-সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল পাচারের উদ্দেশ্যে (Human Trafficking) ৷ ট্রেনের ডি-থ্রি কামরা থেকে তাঁদের উদ্ধার করা হয় ৷ এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে ৷

আরপিএফ সূত্রে খবর, তাঁদের কাজ দেওয়ার নাম করে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল ৷ ট্রেনে ওই 4 নাবালিকা এবং দুই যুবতীর সঙ্গে থাকা ব্যক্তির ফোনে কথোপকথনে অন্যান্য যাত্রীদের সন্দেহ হয় ৷ এর পর রাতেই যাত্রীরা বিষয়টি আরপিএফ-কে জানান ৷ অভিযোগ পেয়ে আরপিএফ এর একটি দল ট্রেনে অভিযান চালায় ৷ চলন্ত ট্রেনের মধ্যে ওই 6 জনকে উদ্ধার করা হয় এবং অভিযুক্তকে আটক করে আরপিএফ ৷ এর পর আসানসোল (Asansol News) স্টেশনে তাঁদের নামিয়ে জিজ্ঞাসাবাদ করতেই বিষয়টি স্পষ্ট হয় ৷ এরপর পাচারচক্রের সঙ্গে যুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে আরপিএফ (RPF Arrest a Trafficker) ৷

আরও পড়ুন : Women Police officers : নির্যাতিতাকে উদ্ধার, নারীপাচার রোধ; পুজোর শহরে অসুর নিধন ‘দুর্গা’বাহিনীর

চক্রের বাকিদের খোঁজে, অভিযুক্ত পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ সেই সঙ্গে যে ব্যক্তির সঙ্গে ফোনে কথা হচ্ছিল গ্রেফতার হওয়া অভিযুক্তের, তাঁর খোঁজও শুরু করেছে পুলিশ ৷ সেই সঙ্গে উদ্ধার হওয়া নাবালিকা এবং যুবতীদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ প্রশাসন ৷ আসানসোল ডিভিশনের চিফ সিকিউরিটি কমিশনার চন্দ্রকান্ত মিশ্র জানিয়েছেন, ‘‘প্রাথমিকভাবে ঘটনাটি হিউম্যান ট্র্যাফিকিংয়ের ঘটনা বলেই মনে করা হচ্ছে । একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর নাম সইফ আলি নাইয়া ৷’’ আরপিএফ’র একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই নাবালিকা এবং যুবতীদের পতিতালয়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ৷

Last Updated : Dec 8, 2021, 11:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.