ETV Bharat / state

তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ, গ্রেপ্তার 6 BJP কর্মী

তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে । গ্রেপ্তার 6 BJP কর্মী ।

ধৃত BJP কর্মীরা
author img

By

Published : Jun 17, 2019, 3:51 PM IST

কাঁকসা, 17 জুন : তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার হল 6 BJP কর্মী । ঘটনায় জখম হয়েছে 7 তৃণমূল কর্মী । কাঁকসার বনকাটি পঞ্চায়েতের নিমটিকুড়ি এলাকার ঘটনা ।

রবিবার কাঁকসায় তৃণমূলের তরফে একটি সভার আয়োজন করা হয় । সেই সভায় যোগ দেওয়ার জন্য বনকাটি পঞ্চায়েতের নিমাটকুড়ি এলাকা থেকে তৃণমূল কর্মীরা আসছিল । অভিযোগ, সেইসময় হঠাৎ কয়েকজন BJP কর্মীরা এসে তাদের উপর হামলা চালায় । ঘটনায় জখম হয় 7 তৃণমূল কর্মী । যাদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর হওয়ায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

গতরাতেই কাঁকসা থানায় BJP কর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় । তদন্তে নেমে 6 জন BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । আজ তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।

এবিষয়ে তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, "এতদিন ওষুধটা জানা ছিল না । এখন ওষুধটা জেনে গেছি । এবার থেকে তৃণমূল কর্মীদের উপর হামলা হলে সেই ওষুধ প্রয়োগ করা হবে ।"

পূর্ব বর্ধমান জেলা BJP-র সাধারণ সম্পাদক রমেন শর্মা বলেন, "এই ঘটনা সম্পর্কে আমার কিছু জানা নেই । তবে, CPI(M), BJP, তৃণমূল যেই হোক না কেন, যারা গণতন্ত্র হত্যা করার চেষ্টা করছে তাদের গণতান্ত্রিক দেশে কোনও জায়গা নেই ।"

কাঁকসা, 17 জুন : তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার হল 6 BJP কর্মী । ঘটনায় জখম হয়েছে 7 তৃণমূল কর্মী । কাঁকসার বনকাটি পঞ্চায়েতের নিমটিকুড়ি এলাকার ঘটনা ।

রবিবার কাঁকসায় তৃণমূলের তরফে একটি সভার আয়োজন করা হয় । সেই সভায় যোগ দেওয়ার জন্য বনকাটি পঞ্চায়েতের নিমাটকুড়ি এলাকা থেকে তৃণমূল কর্মীরা আসছিল । অভিযোগ, সেইসময় হঠাৎ কয়েকজন BJP কর্মীরা এসে তাদের উপর হামলা চালায় । ঘটনায় জখম হয় 7 তৃণমূল কর্মী । যাদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর হওয়ায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

গতরাতেই কাঁকসা থানায় BJP কর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় । তদন্তে নেমে 6 জন BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । আজ তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।

এবিষয়ে তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, "এতদিন ওষুধটা জানা ছিল না । এখন ওষুধটা জেনে গেছি । এবার থেকে তৃণমূল কর্মীদের উপর হামলা হলে সেই ওষুধ প্রয়োগ করা হবে ।"

পূর্ব বর্ধমান জেলা BJP-র সাধারণ সম্পাদক রমেন শর্মা বলেন, "এই ঘটনা সম্পর্কে আমার কিছু জানা নেই । তবে, CPI(M), BJP, তৃণমূল যেই হোক না কেন, যারা গণতন্ত্র হত্যা করার চেষ্টা করছে তাদের গণতান্ত্রিক দেশে কোনও জায়গা নেই ।"

Intro:কাঁকসার বনকাটি পঞ্চায়েতের নিমটিকুড়ি এলাকায় রবিবার তৃণমূলের মিছিলে আসার সময় তৃণমূল কর্মী সমর্থক দের উপর হামলা চালায় বিজেপি কর্মীরা বলে অভিযোগ।হামলায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক আহত হলে তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। বিজেপি কর্মীদের নামে কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানানো হয় । অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ ছয় জন বিজেপি সমর্থক কে গ্রেফতার করে। সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয় ।Body:BConclusion:B
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.