রানিগঞ্জ, 13 মে : কোরোনা সংক্রমণে জেরবার গোটা দেশ । প্রতিটি জায়গায় সাধারণ মানুষকে বাঁচাতে প্রতি মুহূর্তে প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই করে চলেছে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীরা । সাধারণ মানুষকে বাঁচাতে ভয়ংকর পরিস্থিতিতেও লড়াই করে যাচ্ছেন তাঁরা । তাই তাঁদের শ্রদ্ধা ও ধন্যবাদ জানাতে এগিয়ে এল আসানসোলের রানিগঞ্জের মানুষ । শহরবাসীর পক্ষ থেকে পুষ্পবৃষ্টির মাধ্যমে সম্মান জানানো হল তাঁদের ।
রানিগঞ্জ বাজার, NSB রোড-সহ একাধিক জায়গায় পুষ্পবৃষ্টিতে তাঁদের সম্মান জানানো হয় । করতালির সঙ্গে শঙ্খ বাজিয়ে সম্মান জানায় রায়গঞ্জবাসী । অনেকে আবার তাঁদের হাতে পুষ্পস্তবকও তুলে দেয় । এক উৎসবের ছবি উঠে এল আজ ।
![রানিগঞ্জে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশের উপর পুষ্পবৃষ্টি স্থানীয়দের](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-asn-02-flowershowerofdoctorshealthworkersandpolicepersonalofraniganj-wb10017_13052020155459_1305f_01803_43.jpg)
আজ সকালে রানগঞ্জ বাজার এলাকায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীদের সম্মান জানানো হল । রাস্তার দুই পাশে সাধারণ মানুষ দাঁড়িয়ে পুষ্পবৃষ্টি করল । শুধু রাস্তায় নয়, বাড়ির ছাদ, বারান্দা থেকেও তাঁদের উপর পুষ্পবৃষ্টি করা হয় ।