ETV Bharat / state

Drinking Water Crisis: নল থাকলেও নেই পানীয় জল, তীব্র জলসংকট জামুড়িয়ায় - জলসংকট

নল থাকলেও পানীয় জল পাওয়া যায় না ৷ তার জন্য কলের সামনে মাটি খুড়ে নিচের পাইপ কেটে জল বের করতে হচ্ছে ৷ সেখানেও জলের গতি না থাকার সমান ৷ এমনই ছবি উঠে এল আসানসোল পৌরনিগমের জামুড়িয়া এলাকার 11টি ওয়ার্ডে ৷ দীর্ঘদিনের এই সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ ৷

Drinking Water Crisis ETV BHARAT
Drinking Water Crisis
author img

By

Published : May 6, 2023, 7:28 PM IST

তীব্র জলসংকট জামুড়িয়ায়

আসানসোল, 6 মে: টাইম কল আছে ৷ অথচ জল পড়ে না ৷ জলের গতি এতটাই কম যে রাস্তার থেকে ছয় ফুট নিচে টাইম কলের পাইপ থেকে জল সংগ্রহ করতে হয় ৷ বর্ষাকালে সেই পাইপ ডুবে যায় বৃষ্টির জলে ৷ ফলে নিকাশি আর পানীয় জল মিলেমিশে একাকার ৷ এমনই দুর্বিষহ দিন কাটছে আসানসোলের জামুড়িয়ার বোগড়া এলাকায় ৷ তবে শুধু বোগড়া নয়, আসানসোল পৌরনিগমের অন্তর্গত জামুড়িয়া এলাকার 11টি ওয়ার্ডেই পানীয় জলের তীব্র সমস্যা ৷ আর সেই সমস্যা নিয়েই এবার জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং নালিশ জানাতে হাজির হলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের কাছে ৷

বহু বছর ধরেই জামুড়িয়ায় পানীয় জলের সমস্যা রয়েছে ৷ ভোট এলে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয় নিয়ম মেনে ৷ কিন্তু, ভোট চলে যাওয়ার পর নতুন করে বোর্ড গঠন হয় ৷ কিন্তু, সমস্যার স্থায়ী সমাধানের জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা ৷ জামুড়িয়া পৌরসভা তুলে দিয়ে বৃহত্তর আসানসোল পৌরনিগমের আওতায় নিয়ে আসা হয়েছিল ৷ সেই সময় সাধারণ মানুষ ভেবেছিল এবার হয়তো পানীয় জলের সমস্যা মিটবে ৷

কিন্তু কোথায় কী ? টাইম কল থাকলেও সেই টাইম কল দিয়ে জল পড়ে না ৷ গতি কমে যাওয়ায় জলের পাইপ নিচের দিকে নামানো হয়েছে ৷ তাতেও সরু হয়ে জল পড়ে মাঝেমধ্যে ৷ আর তাই কে আগে জল নেবেন, এই নিয়ে প্রায়ই প্রতিবেশীদের মধ্যে অশান্তি ও ঝগড়া লেগেই রয়েছে ৷ অন্যদিকে, এলাকায় থাকা কুয়োর জলস্তর নিচে নেমে যাওয়ায় সেই জল তোলা যায় না ৷ ফলে দুর্বিষহ অবস্থা জামুড়িয়ায় ৷ ওই এলাকার 11টি ওয়ার্ডেই জলের এরকম সংকট দেখা দিয়েছে ৷

স্থানীয় বাসিন্দাদের কাছে পানীয় জলের এই তীব্র সংকটের কথা শুনে অবশেষে উদ্যোগী হলেন তৃণমূল বিধায়ক হরেরাম সিং ৷ এবার তিনি নিজেই এলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়কে নালিশ জানাতে ৷ মেয়র বিধান উপাধ্যায় তাঁর সব কথাই শুনেছেন বলে জানান বিধায়ক ৷ মেয়র আশ্বাস দিয়েছেন, যতদিন না পর্যন্ত স্থায়ী সমাধান হয় ৷ ততদিন জলের ট্যাংকার পাঠানো হবে জামুড়িয়া অঞ্চলে ৷ মেয়র বিধান উপাধ্যায় দাবি করেছেন, শতাধিক ট্যাঙ্কার রোজ পাঠানো হয় ৷ যদিও, বাসিন্দাদের অভিজ্ঞতা খুবই খারাপ ৷

আরও পড়ুন: মালদার গাঁয়ে তীব্র জল সংকট, শ্বশুরবাড়ি ছেড়ে পালাচ্ছেন গ্রামের বউরা

বিধায়ক হরেরাম সিং অভিযোগ করেছেন, ‘‘বেআইনি লাইনের সংযোগের কারণেই জলের গতি কমে গিয়েছে ৷ সেই সংযোগগুলি কাটতে হবে ৷ গঠনমূলক আলোচনা হয়েছে আশা করছি সমাধান হয়ে যাবে ৷’’ এতদিন পর্যন্ত দেখা যেত বিরোধী দলের বিধায়করা পৌরনিগম ঘেরাও করছেন ৷ কিন্তু, এবার খোদ শাসকদলের বিধায়ককে আসানসোল পৌরনিগমে আসতে দেখা গেল পানীয় জলের সমস্যার জন্য নালিশ জানাতে ৷ যদিও, জামুড়িয়ার বাসিন্দাদের একটাই প্রশ্ন, কবে মিটবে পানীয় জলের এই সমস্যা ? চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন তাঁরা ৷

তীব্র জলসংকট জামুড়িয়ায়

আসানসোল, 6 মে: টাইম কল আছে ৷ অথচ জল পড়ে না ৷ জলের গতি এতটাই কম যে রাস্তার থেকে ছয় ফুট নিচে টাইম কলের পাইপ থেকে জল সংগ্রহ করতে হয় ৷ বর্ষাকালে সেই পাইপ ডুবে যায় বৃষ্টির জলে ৷ ফলে নিকাশি আর পানীয় জল মিলেমিশে একাকার ৷ এমনই দুর্বিষহ দিন কাটছে আসানসোলের জামুড়িয়ার বোগড়া এলাকায় ৷ তবে শুধু বোগড়া নয়, আসানসোল পৌরনিগমের অন্তর্গত জামুড়িয়া এলাকার 11টি ওয়ার্ডেই পানীয় জলের তীব্র সমস্যা ৷ আর সেই সমস্যা নিয়েই এবার জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং নালিশ জানাতে হাজির হলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের কাছে ৷

বহু বছর ধরেই জামুড়িয়ায় পানীয় জলের সমস্যা রয়েছে ৷ ভোট এলে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয় নিয়ম মেনে ৷ কিন্তু, ভোট চলে যাওয়ার পর নতুন করে বোর্ড গঠন হয় ৷ কিন্তু, সমস্যার স্থায়ী সমাধানের জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা ৷ জামুড়িয়া পৌরসভা তুলে দিয়ে বৃহত্তর আসানসোল পৌরনিগমের আওতায় নিয়ে আসা হয়েছিল ৷ সেই সময় সাধারণ মানুষ ভেবেছিল এবার হয়তো পানীয় জলের সমস্যা মিটবে ৷

কিন্তু কোথায় কী ? টাইম কল থাকলেও সেই টাইম কল দিয়ে জল পড়ে না ৷ গতি কমে যাওয়ায় জলের পাইপ নিচের দিকে নামানো হয়েছে ৷ তাতেও সরু হয়ে জল পড়ে মাঝেমধ্যে ৷ আর তাই কে আগে জল নেবেন, এই নিয়ে প্রায়ই প্রতিবেশীদের মধ্যে অশান্তি ও ঝগড়া লেগেই রয়েছে ৷ অন্যদিকে, এলাকায় থাকা কুয়োর জলস্তর নিচে নেমে যাওয়ায় সেই জল তোলা যায় না ৷ ফলে দুর্বিষহ অবস্থা জামুড়িয়ায় ৷ ওই এলাকার 11টি ওয়ার্ডেই জলের এরকম সংকট দেখা দিয়েছে ৷

স্থানীয় বাসিন্দাদের কাছে পানীয় জলের এই তীব্র সংকটের কথা শুনে অবশেষে উদ্যোগী হলেন তৃণমূল বিধায়ক হরেরাম সিং ৷ এবার তিনি নিজেই এলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়কে নালিশ জানাতে ৷ মেয়র বিধান উপাধ্যায় তাঁর সব কথাই শুনেছেন বলে জানান বিধায়ক ৷ মেয়র আশ্বাস দিয়েছেন, যতদিন না পর্যন্ত স্থায়ী সমাধান হয় ৷ ততদিন জলের ট্যাংকার পাঠানো হবে জামুড়িয়া অঞ্চলে ৷ মেয়র বিধান উপাধ্যায় দাবি করেছেন, শতাধিক ট্যাঙ্কার রোজ পাঠানো হয় ৷ যদিও, বাসিন্দাদের অভিজ্ঞতা খুবই খারাপ ৷

আরও পড়ুন: মালদার গাঁয়ে তীব্র জল সংকট, শ্বশুরবাড়ি ছেড়ে পালাচ্ছেন গ্রামের বউরা

বিধায়ক হরেরাম সিং অভিযোগ করেছেন, ‘‘বেআইনি লাইনের সংযোগের কারণেই জলের গতি কমে গিয়েছে ৷ সেই সংযোগগুলি কাটতে হবে ৷ গঠনমূলক আলোচনা হয়েছে আশা করছি সমাধান হয়ে যাবে ৷’’ এতদিন পর্যন্ত দেখা যেত বিরোধী দলের বিধায়করা পৌরনিগম ঘেরাও করছেন ৷ কিন্তু, এবার খোদ শাসকদলের বিধায়ককে আসানসোল পৌরনিগমে আসতে দেখা গেল পানীয় জলের সমস্যার জন্য নালিশ জানাতে ৷ যদিও, জামুড়িয়ার বাসিন্দাদের একটাই প্রশ্ন, কবে মিটবে পানীয় জলের এই সমস্যা ? চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.