ETV Bharat / state

খনিতে লাগাতার বিস্ফোরণের জেরে ফাটল বাড়িতে, আন্দোলনের হুঁশিয়ারি - damaged

খোট্টাডিহি খনিতে কয়লা উত্তোলনের জন্য লাগাতার বিস্ফোরণের জেরে ফাটল ধরেছে এলাকার একাধিক বাড়িতে।

বাড়িতে ফাটল
author img

By

Published : Feb 25, 2019, 4:05 PM IST

I

পাণ্ডবেশ্বর, ২৫ ফেব্রুয়ারি : খোট্টাডিহি খনিতে কয়লা উত্তোলনের জন্য লাগাতার বিস্ফোরণের জেরে ফাটল ধরেছে এলাকার একাধিক বাড়িতে। ঘটনাটি পাণ্ডবেশ্বরের বিলপাহাড়ি গ্রামের। এই গ্রামের ৫০ মিটারের মধ্যে রয়েছে খোট্টাডিহি খোলামুখ খনি। গ্রামবাসীদের অভিযোগ, এই খনিতে কয়লা উত্তোলনের সময় বিস্ফোরণের ফলে যখন তখন কেঁপে ওঠে বাড়িঘর। দেখা দিচ্ছে বড় বড় ফাটল। ফলে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসীরা।

বিল পাহাড়ি গ্রাম পুনর্বাসন কমিটির সদস্য গণেশ কবিরাজ। তিনি জানান, ২০১১ সালে পূনর্বাসনের আলোচনা হয় ECL কর্তৃপক্ষের সঙ্গে। ২০১৫ সালে চুক্তি হয় পুনর্বাসনের। প্রায় ১০০০ পরিবারের বাস এই বিলপাহাড়ি গ্রামে। পুনর্বাসন নিয়ে সমস্ত চুক্তি সম্পন্ন হয়েছে। অভিযোগ, আজও গ্রামের বাসিন্দাদের জমির প্লট বিতরণ শুরু করেনি ECL কর্তৃপক্ষ। অথচ কয়লা উত্তোলন চলছেই। যার ফলে কেঁপে উঠছে গ্রাম, ফাটল দেখা দিচ্ছে বাড়িঘরে। গ্রামের বাসিন্দা তড়িৎ চক্রবর্তী বলেন, "যে ভাবে দিন দিন খনির সম্প্রসারণ বাড়ছে তাতে গ্রামের জল সংকট দেখা দিয়েছে। গ্রামের খুব সামনেই খোলামুখ খনি থাকার কারণে গ্রামের জল স্তর একদম নিচে নেমে গেছে। এই কারণেই গ্রামের কুয়ো ,পুকুরগুলোতে জল নেই বললেই চলে। গ্রীষ্মকালে গ্রামে জল সংকট যে তীব্র আকার নেবে। চিন্তায় রয়েছে গ্রামবাসীরা।" তাঁর আরও বক্তব্য " কয়েকদিন আগে খনিতে বিস্ফোরণের জন্য কিছু বাড়ির ক্ষয়ক্ষতি হয়। কিছু বাড়িতে ফাটলও ধরে। আমরা বিষয়টি ECL কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। বিষয়টির সামাধান করার প্রস্তাব কমিটির মাধ্যমে দিয়েছিলাম। ২০১১ সাল থেকে পূনর্বাসনের দাবি জানিয়ে আসছি। আমরা চাই যত শ্রীঘ্র সম্ভব এই পক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হোক। আমাদের একটা প্লট দিয়ে দেওয়া হোক। যাতে নিজেদের বাড়ি দ্রুত তৈরি করতে পারি। বিস্ফোরণের কারণে আমরা আতঙ্কে আছি।" গণেশবাবুর বক্তব্য, " গ্রামের রাস্তা বিচ্ছিন্ন। একটাই রাস্তা আছে। ওই রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রী, গ্রামবাসী প্রত্যেককেই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। ECL কর্তৃক্ক্ষ ব্যবস্থা নিচ্ছে না। এরকম চলতে থাকলে আমরা আন্দোলেনর পথে নামতে বাধ্য হব।"

undefined

গ্রামবাসীদের অভিযোগ, ECl কর্তৃপক্ষ ধীর গতিতে কাজ করছে। সেই কারণেই এখনও পর্যন্ত তাঁদের সমস্যার সমাধান হয়নি। এক গ্রামবাসী সীমা ঘোষ জানান, বিস্ফোরণের কারণে যে ভাবে ঘরে ফাটল দেখা দিচ্ছে তাতে রাতে ঘুম উড়েছে তাঁদের। ভয় যদি ঘর বাড়ি ভেঙে পড়ে তাঁদের ওপর। পরিবার নিয়ে বাস করেন। স্বভাবতই দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। তাঁরা চান পুনর্বাসনের কাজটির সমস্যা দ্রুত সমাধান হোক। অন্যদিকে পাণ্ডবেশ্বর এরিয়ার ECL-এর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

I

পাণ্ডবেশ্বর, ২৫ ফেব্রুয়ারি : খোট্টাডিহি খনিতে কয়লা উত্তোলনের জন্য লাগাতার বিস্ফোরণের জেরে ফাটল ধরেছে এলাকার একাধিক বাড়িতে। ঘটনাটি পাণ্ডবেশ্বরের বিলপাহাড়ি গ্রামের। এই গ্রামের ৫০ মিটারের মধ্যে রয়েছে খোট্টাডিহি খোলামুখ খনি। গ্রামবাসীদের অভিযোগ, এই খনিতে কয়লা উত্তোলনের সময় বিস্ফোরণের ফলে যখন তখন কেঁপে ওঠে বাড়িঘর। দেখা দিচ্ছে বড় বড় ফাটল। ফলে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসীরা।

বিল পাহাড়ি গ্রাম পুনর্বাসন কমিটির সদস্য গণেশ কবিরাজ। তিনি জানান, ২০১১ সালে পূনর্বাসনের আলোচনা হয় ECL কর্তৃপক্ষের সঙ্গে। ২০১৫ সালে চুক্তি হয় পুনর্বাসনের। প্রায় ১০০০ পরিবারের বাস এই বিলপাহাড়ি গ্রামে। পুনর্বাসন নিয়ে সমস্ত চুক্তি সম্পন্ন হয়েছে। অভিযোগ, আজও গ্রামের বাসিন্দাদের জমির প্লট বিতরণ শুরু করেনি ECL কর্তৃপক্ষ। অথচ কয়লা উত্তোলন চলছেই। যার ফলে কেঁপে উঠছে গ্রাম, ফাটল দেখা দিচ্ছে বাড়িঘরে। গ্রামের বাসিন্দা তড়িৎ চক্রবর্তী বলেন, "যে ভাবে দিন দিন খনির সম্প্রসারণ বাড়ছে তাতে গ্রামের জল সংকট দেখা দিয়েছে। গ্রামের খুব সামনেই খোলামুখ খনি থাকার কারণে গ্রামের জল স্তর একদম নিচে নেমে গেছে। এই কারণেই গ্রামের কুয়ো ,পুকুরগুলোতে জল নেই বললেই চলে। গ্রীষ্মকালে গ্রামে জল সংকট যে তীব্র আকার নেবে। চিন্তায় রয়েছে গ্রামবাসীরা।" তাঁর আরও বক্তব্য " কয়েকদিন আগে খনিতে বিস্ফোরণের জন্য কিছু বাড়ির ক্ষয়ক্ষতি হয়। কিছু বাড়িতে ফাটলও ধরে। আমরা বিষয়টি ECL কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। বিষয়টির সামাধান করার প্রস্তাব কমিটির মাধ্যমে দিয়েছিলাম। ২০১১ সাল থেকে পূনর্বাসনের দাবি জানিয়ে আসছি। আমরা চাই যত শ্রীঘ্র সম্ভব এই পক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হোক। আমাদের একটা প্লট দিয়ে দেওয়া হোক। যাতে নিজেদের বাড়ি দ্রুত তৈরি করতে পারি। বিস্ফোরণের কারণে আমরা আতঙ্কে আছি।" গণেশবাবুর বক্তব্য, " গ্রামের রাস্তা বিচ্ছিন্ন। একটাই রাস্তা আছে। ওই রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রী, গ্রামবাসী প্রত্যেককেই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। ECL কর্তৃক্ক্ষ ব্যবস্থা নিচ্ছে না। এরকম চলতে থাকলে আমরা আন্দোলেনর পথে নামতে বাধ্য হব।"

undefined

গ্রামবাসীদের অভিযোগ, ECl কর্তৃপক্ষ ধীর গতিতে কাজ করছে। সেই কারণেই এখনও পর্যন্ত তাঁদের সমস্যার সমাধান হয়নি। এক গ্রামবাসী সীমা ঘোষ জানান, বিস্ফোরণের কারণে যে ভাবে ঘরে ফাটল দেখা দিচ্ছে তাতে রাতে ঘুম উড়েছে তাঁদের। ভয় যদি ঘর বাড়ি ভেঙে পড়ে তাঁদের ওপর। পরিবার নিয়ে বাস করেন। স্বভাবতই দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। তাঁরা চান পুনর্বাসনের কাজটির সমস্যা দ্রুত সমাধান হোক। অন্যদিকে পাণ্ডবেশ্বর এরিয়ার ECL-এর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Intro:এক পুলিশকর্মীর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে। মৃতার নাম তন্দ্রা ঘোষ(৩৯ বছর)। শুক্রবার সকালে তাঁকে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

দুর্গাপুর থানার বেনাচিতি মহিষ্কাপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন পুলিশকর্মী সুব্রত ঘোষ ও তাঁর স্ত্রী তন্দ্রাদেবী।তাদের এক সন্তান আছে। সুব্রত ঘোষ আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়ান্দা বিভাগে দুর্গাপুরেই কর্মরত আছেন। শুক্রবার সকালে যে বাড়িতে তারা ভাড়া থাকতেন সেই ঘরে তন্দ্রাদেবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় কেও। এজোন ফাঁড়ির পুলিশের কাছে খবর যায়। পুলিশ আসে ঘটনাস্থলে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(পূর্ব) অভিষেক মোদি আসেন ওই বাড়িতে। এরপর পুলিশ তন্দ্রা ঘোষের মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।আজ মুখ্যমন্ত্রীর তারকেশ্বরে সরকারি সভা থাকার কারনে সুব্রত ঘোষ সেখানে কর্তব্যরত ছিলেন।পুলিশ ঘটনার তদন্তে নেমে অন্ডাল থানার উখরা থেকে সঞ্জয় মুখার্জী নামে এক ব্যাক্তিকে আটক করে। পুলিশ সুত্রে জানা গেছে সঞ্জয় মুখার্জী উখরায় ভাড়া বাড়িতে বসবাস করেন। প্রশ্ন উঠছে তন্দ্রা ঘোষের সাথে এই সঞ্জয়বাবুর কি সম্পর্ক ছিল? ডিসিপ(পূর্ব) অভিষেক মোদি জানান যে,” সঞ্জয় মুখার্জীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।কি কারনে আত্মঘাতী তা তদন্ত করে দেখা হচ্ছে।মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।""বেনাচিতি এলাকায় দীর্ঘদিন বসবাসরত তন্দ্রা মুখার্জি এলাকার মানুষদের সাথে কম মেলামেশা করলেও তিনি কি কারনে এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে হতবার ওই এলাকার বাসিন্দারা।।
 Body:এক পুলিশকর্মীর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে। মৃতার নাম তন্দ্রা ঘোষ(৩৯ বছর)। শুক্রবার সকালে তাঁকে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

দুর্গাপুর থানার বেনাচিতি মহিষ্কাপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন পুলিশকর্মী সুব্রত ঘোষ ও তাঁর স্ত্রী তন্দ্রাদেবী।তাদের এক সন্তান আছে। সুব্রত ঘোষ আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়ান্দা বিভাগে দুর্গাপুরেই কর্মরত আছেন। শুক্রবার সকালে যে বাড়িতে তারা ভাড়া থাকতেন সেই ঘরে তন্দ্রাদেবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় কেও। এজোন ফাঁড়ির পুলিশের কাছে খবর যায়। পুলিশ আসে ঘটনাস্থলে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(পূর্ব) অভিষেক মোদি আসেন ওই বাড়িতে। এরপর পুলিশ তন্দ্রা ঘোষের মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।আজ মুখ্যমন্ত্রীর তারকেশ্বরে সরকারি সভা থাকার কারনে সুব্রত ঘোষ সেখানে কর্তব্যরত ছিলেন।পুলিশ ঘটনার তদন্তে নেমে অন্ডাল থানার উখরা থেকে সঞ্জয় মুখার্জী নামে এক ব্যাক্তিকে আটক করে। পুলিশ সুত্রে জানা গেছে সঞ্জয় মুখার্জী উখরায় ভাড়া বাড়িতে বসবাস করেন। প্রশ্ন উঠছে তন্দ্রা ঘোষের সাথে এই সঞ্জয়বাবুর কি সম্পর্ক ছিল? ডিসিপ(পূর্ব) অভিষেক মোদি জানান যে,” সঞ্জয় মুখার্জীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।কি কারনে আত্মঘাতী তা তদন্ত করে দেখা হচ্ছে।মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।""বেনাচিতি এলাকায় দীর্ঘদিন বসবাসরত তন্দ্রা মুখার্জি এলাকার মানুষদের সাথে কম মেলামেশা করলেও তিনি কি কারনে এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে হতবার ওই এলাকার বাসিন্দারা।।
 Conclusion:এক পুলিশকর্মীর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে। মৃতার নাম তন্দ্রা ঘোষ(৩৯ বছর)। শুক্রবার সকালে তাঁকে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

দুর্গাপুর থানার বেনাচিতি মহিষ্কাপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন পুলিশকর্মী সুব্রত ঘোষ ও তাঁর স্ত্রী তন্দ্রাদেবী।তাদের এক সন্তান আছে। সুব্রত ঘোষ আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়ান্দা বিভাগে দুর্গাপুরেই কর্মরত আছেন। শুক্রবার সকালে যে বাড়িতে তারা ভাড়া থাকতেন সেই ঘরে তন্দ্রাদেবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় কেও। এজোন ফাঁড়ির পুলিশের কাছে খবর যায়। পুলিশ আসে ঘটনাস্থলে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(পূর্ব) অভিষেক মোদি আসেন ওই বাড়িতে। এরপর পুলিশ তন্দ্রা ঘোষের মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।আজ মুখ্যমন্ত্রীর তারকেশ্বরে সরকারি সভা থাকার কারনে সুব্রত ঘোষ সেখানে কর্তব্যরত ছিলেন।পুলিশ ঘটনার তদন্তে নেমে অন্ডাল থানার উখরা থেকে সঞ্জয় মুখার্জী নামে এক ব্যাক্তিকে আটক করে। পুলিশ সুত্রে জানা গেছে সঞ্জয় মুখার্জী উখরায় ভাড়া বাড়িতে বসবাস করেন। প্রশ্ন উঠছে তন্দ্রা ঘোষের সাথে এই সঞ্জয়বাবুর কি সম্পর্ক ছিল? ডিসিপ(পূর্ব) অভিষেক মোদি জানান যে,” সঞ্জয় মুখার্জীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।কি কারনে আত্মঘাতী তা তদন্ত করে দেখা হচ্ছে।মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।""বেনাচিতি এলাকায় দীর্ঘদিন বসবাসরত তন্দ্রা মুখার্জি এলাকার মানুষদের সাথে কম মেলামেশা করলেও তিনি কি কারনে এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে হতবার ওই এলাকার বাসিন্দারা।।
 

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.