সালানপুর, 30 জুলাই : কোরোনা পরিস্থিতিতে অনেকে যেমন কাজ হারিয়েছেন, তেমনই অনেকে বিকল্প রোজগারের পথ খুঁজে পেয়েছেন । সালানপুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত গ্রামীণ এলাকায় মহিলাদের যে স্বনির্ভর গোষ্ঠীগুলি রয়েছে তারা যৌথভাবে মাস্ক তৈরিতে নেমেছে । শুধু তাই নয়, সেই মাস্ক কিনে নিচ্ছে পঞ্চায়েত সমিতি । আর মাস্কগুলি বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে 100 দিনের কাজ করা শ্রমিকদের মধ্যে ।
আজ 500টি মাস্ক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তুলে দেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসির হাতে । তিনি বলেন, “প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে আমরা 250টি করে মাস্ক কিনে নিচ্ছি। এই মাস্কগুলি আমরা শ্রমিকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করব। এর ফলে শ্রমিকরাও মাস্ক পাবেন আর স্বয়ম্ভর গোষ্ঠীর মেয়েরা বিকল্প রোজগারের পথ পাবেন।”
সালানপুর ব্লকে বর্তমানে 922 জন শ্রমিক রয়েছেন । তাঁদের সচেতন করতে মাস্ক বিলি করা হচ্ছে । অপরদিকে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে মাস্ক তৈরিতে উৎসাহিত করেছেন সালানপুরের BDO ও পঞ্চায়েত সমিতির সভাপতি ।
এই উদ্যোগে খুশি বর্ণালী হাঁসদা, রেনুকা বাউরিরা । তাঁরা বলেন, "কোরোনা পরিস্থিতিতে কোনও কাজ হচ্ছিল না । মাস্ক তৈরি করে নতুনভাবে রোজগারের পথ পেয়েছি আমরা ।"