ETV Bharat / state

Theft at Durgapur school : দুর্গাপুরের স্কুলে চুরির ঘটনায় গ্রেফতার নিরাপত্তারক্ষী - Durgapur MAMC Modern School

দুর্গাপুর এমএএমসি মর্ডান স্কুলে চুরির ঘটনায় নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করল পুলিশ (Security guard of Durgapur MAMC Modern school Arrested) ৷ জানা গিয়েছে, রবিবার গভীর রাতে স্কুলের আলমারি ভেঙে তিনিই 2 লক্ষ টাকা চুরি করেছিলেন (Theft at Durgapur MAMC Modern school) ৷ তবে, এই ঘটনায় ভিতরের কেউ জড়িত বলে মনে করছে পুলিশ ৷

Theft at Durgapur MAMC Modern school
Theft at Durgapur MAMC Modern school
author img

By

Published : Dec 22, 2021, 11:21 AM IST

দুর্গাপুর, 22 ডিসেম্বর : রক্ষকই ভক্ষক ! দুর্গাপুরে বেসরকারি স্কুলে চুরির ঘটনায় এই প্রবাদ বাক্যটিই সত্যি হল ৷ গ্রেফতার হলেন স্কুলের নিরাপত্তারক্ষী (Security guard arrested for connection with Theft) ৷ দুর্গাপুরের এমএএমসি মডার্ন স্কুলে (Durgapur MAMC Modern School) রবিবার গভীর রাতে আলমারি ভেঙে 2 লাখ টাকা চুরির অভিযোগ ওঠে ৷ যে ঘটনায় স্কুলে রাতের নিরাপত্তায় থাকা রক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই, তিনি চুরির কথা স্বীকার করেন বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় আর কারা জড়িত তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

প্রসঙ্গত, সোমবার সকালে দুর্গাপুরের এমএএমসি স্কুলের প্রধান শিক্ষক দেখেন তাঁর ঘরের আলমারি ভাঙা এবং সেই আলমারির লকারে থাকা 2 লাখ টাকা উধাও (Theft at Durgapur MAMC Modern school) ৷ এর পরে তিনি পুলিশে চুরির অভিযোগ করেন ৷ তদন্তে নেমে পুলিশ রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীকে আটক করে ৷ পরবর্তী সময়ে পুলিশি জেরায় নিজের অপরাধ তিনি স্বীকার করেন বলে জানা গিয়েছে (Security guard of Durgapur MAMC Modern school Arrested) ৷ অন্যদিকে, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে বলে মনে করছে পুলিশ ৷

আরও পড়ুন : Theft at Durgapur MAMC Modern school : দুর্গাপুরের এমএএমসি মর্ডান স্কুলের লকার থেকে 2 লক্ষ টাকা চুরি

স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ধর্মঘটের জেরে ব্যাঙ্ক বন্ধ থাকায় ওই টাকা স্কুলের লকারেই রাখা ছিল ৷ সোমবার সেই টাকা ব্যাংকে জমা করার কথা ছিল ৷ কিন্তু, তার আগেই এই চুরির ঘটনা ৷ তবে, অতগুলি টাকা একজন নিরাপত্তারক্ষীর ভরসায় স্কুলের আলমারিতে রাখা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তদন্তে নেমে আরও একটি বিষয়ে খটকা রয়েছে পুলিশের ৷ স্কুলের আলমারিতে অতগুলি টাকা রয়েছে, তা ওই নিরাপত্তারক্ষী কীভাবে জানলেন ? ফলে এর পিছনে ভিতরের কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের ৷ এর জন্য গ্রেফতার হওয়া নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷

দুর্গাপুর, 22 ডিসেম্বর : রক্ষকই ভক্ষক ! দুর্গাপুরে বেসরকারি স্কুলে চুরির ঘটনায় এই প্রবাদ বাক্যটিই সত্যি হল ৷ গ্রেফতার হলেন স্কুলের নিরাপত্তারক্ষী (Security guard arrested for connection with Theft) ৷ দুর্গাপুরের এমএএমসি মডার্ন স্কুলে (Durgapur MAMC Modern School) রবিবার গভীর রাতে আলমারি ভেঙে 2 লাখ টাকা চুরির অভিযোগ ওঠে ৷ যে ঘটনায় স্কুলে রাতের নিরাপত্তায় থাকা রক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই, তিনি চুরির কথা স্বীকার করেন বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় আর কারা জড়িত তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

প্রসঙ্গত, সোমবার সকালে দুর্গাপুরের এমএএমসি স্কুলের প্রধান শিক্ষক দেখেন তাঁর ঘরের আলমারি ভাঙা এবং সেই আলমারির লকারে থাকা 2 লাখ টাকা উধাও (Theft at Durgapur MAMC Modern school) ৷ এর পরে তিনি পুলিশে চুরির অভিযোগ করেন ৷ তদন্তে নেমে পুলিশ রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীকে আটক করে ৷ পরবর্তী সময়ে পুলিশি জেরায় নিজের অপরাধ তিনি স্বীকার করেন বলে জানা গিয়েছে (Security guard of Durgapur MAMC Modern school Arrested) ৷ অন্যদিকে, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে বলে মনে করছে পুলিশ ৷

আরও পড়ুন : Theft at Durgapur MAMC Modern school : দুর্গাপুরের এমএএমসি মর্ডান স্কুলের লকার থেকে 2 লক্ষ টাকা চুরি

স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ধর্মঘটের জেরে ব্যাঙ্ক বন্ধ থাকায় ওই টাকা স্কুলের লকারেই রাখা ছিল ৷ সোমবার সেই টাকা ব্যাংকে জমা করার কথা ছিল ৷ কিন্তু, তার আগেই এই চুরির ঘটনা ৷ তবে, অতগুলি টাকা একজন নিরাপত্তারক্ষীর ভরসায় স্কুলের আলমারিতে রাখা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তদন্তে নেমে আরও একটি বিষয়ে খটকা রয়েছে পুলিশের ৷ স্কুলের আলমারিতে অতগুলি টাকা রয়েছে, তা ওই নিরাপত্তারক্ষী কীভাবে জানলেন ? ফলে এর পিছনে ভিতরের কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের ৷ এর জন্য গ্রেফতার হওয়া নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.