ETV Bharat / state

Say No to Suicide: ‘আত্মহত্যা নয়’, বার্তা দিতে বাইক নিয়ে দেশভ্রমণ অন্ধ্রের যুবকের - Suicide

আত্মহত্যা মুক্ত সমাজ গড়তে জন সচেতনতামূলক প্রচার অন্ধ্রপ্রদেশের যুবক ভেঙ্কটা কার্তিকের ৷ 327 দিনে 1 লক্ষ কিলোমিটার পথ বাইকে করে ঘুরে প্রচার করেছেন ৷ এখনও 50 হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে চান তিনি ৷ রবিবার ও সোমবার তিনি ছিলেন দুর্গাপুরে ৷ সেখানে পূর্ব পরিচিত এক দম্পতির বাড়িতে থাকেন দু’দিন ৷

Say No to Suicide ETV BHARAT
Say No to Suicide
author img

By

Published : Apr 18, 2023, 8:12 PM IST

দেশভ্রমণ অন্ধ্রের যুবকের

দুর্গাপুর, 18 এপ্রিল: আত্মহত্যা মুক্ত সমাজ গড়া তাঁর লক্ষ্য ৷ তাই আত্মহত্যার বিরুদ্ধে প্রচারে বাইক নিয়ে সমগ্র ভারতবর্ষ ভ্রমণ শুরু করেছেন অন্ধ্রপ্রদেশের যুবক ৷ এবার তাঁর সফর এসে পৌঁছেছে দুর্গাপুরে ৷ শিল্পাঞ্চলের মানুষের মধ্যেও আত্মহত্যার মুক্ত সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দিলেন ভেঙ্কটা কার্তিক ৷ 327 দিনে 1 লক্ষ কিলোমিটার পথ বাইকে করে ঘুরে প্রচার করে ফেলেছেন তিনি ৷ তাঁর লক্ষ্য 400 দিনে দেড় লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আত্মহত্যার বিরুদ্ধে প্রচার করা ৷ গত রবিবার দুর্গাপুরে এসে পৌঁছয় তাঁর সওয়ারি ৷ আর সোমবার দিনভর দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে মানুষকে সচেতন করলেন তিনি ৷

প্রায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও আত্মহত্যার ঘটনা সামনে আসে ৷ মানসিক অবসাদের জেরে বা নানান সমস্যার সঙ্গে লড়াই করতে করতে আত্মহত্যার পথ বেছে নেন বহু মানুষ ৷ কিন্তু, অন্ধ্রপ্রদেশের যুবক ভেঙ্কটা কার্তিক মানুষকে বোঝাতে চান, জীবন কত সুন্দর ৷ প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষকে তাঁর জীবন মূল্য দিতে হবে ৷ তাই আত্মহনন কখনই চূড়ান্ত উপায় হতে পারে না কোনও সমস্যার ৷ সেটাই সকলকে বোঝাতে চাইছেন ভেঙ্কটা কার্তিক ৷ তাই তাঁরা বার্তা মনকে ভালো রাখতে ভ্রমণ করুন ৷

ভেঙ্কটা কার্তিক দুর্গাপুর থেকে আসানসোল হয়ে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ৷ সেখান থেকে ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ-সহ আরও বেশ কয়েকটি রাজ্যে তাঁর আত্মহত্যা মুক্ত সমাজের প্রচার করবেন তিনি ৷ ভেঙ্কটা কার্তিক জানান, তাঁর বাড়ির কাছে মন্দির রয়েছে ৷ অন্ধ্রপ্রদেশে সেই মন্দিরের সামনে থেকে যাত্রা শুরু করেছিলেন তিনি ৷ 327 দিন পূর্ণ হয়েছে তাঁর এই সফরের ৷ মোট এক লক্ষ কিলোমিটার বাইক চালানো হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ এখনও 50 হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়া বাকি বলে জানান তিনি ৷ যা তিনি 400 দিনের মধ্যে পূরণ করতে চান বলে জানিয়েছেন অন্ধ্র যুবক ৷ তাহলেই তাঁর নাম উঠবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ৷

আরও পড়ুন: দুর্ঘটনাও দমাতে পারেনি মনের জোর, সাইকেল চালিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারীর পথে বৃদ্ধা

উল্লেখ্য, কার্তিকের সঙ্গে একবছর আগে রামেশ্বরমে পরিচয় হয়েছিল দুর্গাপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী প্রিয়রঞ্জন দাস এবং তাঁর স্ত্রী দুলালি দাসের সঙ্গে ৷ সেই সময় দম্পতি তাঁকে দুর্গাপুরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন ৷ এ বার দুর্গাপুরে গিয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করেন ভেঙ্কটা কার্তিক ৷ তাঁদের বাড়িতেই গত দু'দিন ছিলেন ভেঙ্কটা ৷ গত দু’দিন ভেঙ্কটা কার্তিককে বাঙালি রান্না করে খাইয়েছেন দুলালী দাস ৷ সোমবার তিনি তাঁর পরবর্তী গন্তব্যে রওনা দিয়েছেন ৷

দেশভ্রমণ অন্ধ্রের যুবকের

দুর্গাপুর, 18 এপ্রিল: আত্মহত্যা মুক্ত সমাজ গড়া তাঁর লক্ষ্য ৷ তাই আত্মহত্যার বিরুদ্ধে প্রচারে বাইক নিয়ে সমগ্র ভারতবর্ষ ভ্রমণ শুরু করেছেন অন্ধ্রপ্রদেশের যুবক ৷ এবার তাঁর সফর এসে পৌঁছেছে দুর্গাপুরে ৷ শিল্পাঞ্চলের মানুষের মধ্যেও আত্মহত্যার মুক্ত সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দিলেন ভেঙ্কটা কার্তিক ৷ 327 দিনে 1 লক্ষ কিলোমিটার পথ বাইকে করে ঘুরে প্রচার করে ফেলেছেন তিনি ৷ তাঁর লক্ষ্য 400 দিনে দেড় লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আত্মহত্যার বিরুদ্ধে প্রচার করা ৷ গত রবিবার দুর্গাপুরে এসে পৌঁছয় তাঁর সওয়ারি ৷ আর সোমবার দিনভর দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে মানুষকে সচেতন করলেন তিনি ৷

প্রায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও আত্মহত্যার ঘটনা সামনে আসে ৷ মানসিক অবসাদের জেরে বা নানান সমস্যার সঙ্গে লড়াই করতে করতে আত্মহত্যার পথ বেছে নেন বহু মানুষ ৷ কিন্তু, অন্ধ্রপ্রদেশের যুবক ভেঙ্কটা কার্তিক মানুষকে বোঝাতে চান, জীবন কত সুন্দর ৷ প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষকে তাঁর জীবন মূল্য দিতে হবে ৷ তাই আত্মহনন কখনই চূড়ান্ত উপায় হতে পারে না কোনও সমস্যার ৷ সেটাই সকলকে বোঝাতে চাইছেন ভেঙ্কটা কার্তিক ৷ তাই তাঁরা বার্তা মনকে ভালো রাখতে ভ্রমণ করুন ৷

ভেঙ্কটা কার্তিক দুর্গাপুর থেকে আসানসোল হয়ে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ৷ সেখান থেকে ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ-সহ আরও বেশ কয়েকটি রাজ্যে তাঁর আত্মহত্যা মুক্ত সমাজের প্রচার করবেন তিনি ৷ ভেঙ্কটা কার্তিক জানান, তাঁর বাড়ির কাছে মন্দির রয়েছে ৷ অন্ধ্রপ্রদেশে সেই মন্দিরের সামনে থেকে যাত্রা শুরু করেছিলেন তিনি ৷ 327 দিন পূর্ণ হয়েছে তাঁর এই সফরের ৷ মোট এক লক্ষ কিলোমিটার বাইক চালানো হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ এখনও 50 হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়া বাকি বলে জানান তিনি ৷ যা তিনি 400 দিনের মধ্যে পূরণ করতে চান বলে জানিয়েছেন অন্ধ্র যুবক ৷ তাহলেই তাঁর নাম উঠবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ৷

আরও পড়ুন: দুর্ঘটনাও দমাতে পারেনি মনের জোর, সাইকেল চালিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারীর পথে বৃদ্ধা

উল্লেখ্য, কার্তিকের সঙ্গে একবছর আগে রামেশ্বরমে পরিচয় হয়েছিল দুর্গাপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী প্রিয়রঞ্জন দাস এবং তাঁর স্ত্রী দুলালি দাসের সঙ্গে ৷ সেই সময় দম্পতি তাঁকে দুর্গাপুরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন ৷ এ বার দুর্গাপুরে গিয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করেন ভেঙ্কটা কার্তিক ৷ তাঁদের বাড়িতেই গত দু'দিন ছিলেন ভেঙ্কটা ৷ গত দু’দিন ভেঙ্কটা কার্তিককে বাঙালি রান্না করে খাইয়েছেন দুলালী দাস ৷ সোমবার তিনি তাঁর পরবর্তী গন্তব্যে রওনা দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.