ETV Bharat / state

Sanitation Workers Protest: সাফাই কর্মীদের অবরোধ, আন্দোলনে তোলপাড় আসানসোল - আসানসোল পৌরনিগম

Sanitation Workers Protest in Asansol: যথাযথ বেতন বৃদ্ধির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন আসানসোলের সাফাই কর্মীরা ৷ তাঁদের বোঝানোর চেষ্টা করছে আধিকারিকরা ৷

Sanitation Workers Protest
Sanitation Workers Protest
author img

By

Published : Jul 28, 2023, 11:03 AM IST

Updated : Jul 28, 2023, 11:56 AM IST

সাফাই কর্মীদের অবরোধ আসানসোলে

আসানসোল, 28 জুলাই: বৃহস্পতিবারই আসানসোল পৌরনিগমের সমস্ত অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে । সাফাই কর্মীদের ক্ষেত্রে মাত্র আট টাকা তাঁদের বেতন বৃদ্ধি হয়েছে । তবে তা পছন্দ হয়নি সাফাই কর্মীদের । সেই কারণে সঠিক বেতন বৃদ্ধির দাবিতে শুক্রবার সকাল থেকে কাজ বন্ধ রেখে আসানসোল পৌরনিগম ঘেরাও, পথ অবরোধ ও বিক্ষোভে শামিল হন আসানসোল পৌরনিগমের সাফাইকর্মীরা । এর ফলে গোটা পৌরনিগম এলাকায় শুক্রবার সকাল থেকে কোনও আবর্জনা সাফাই হয়নি ।

দৈনিক 600 টাকা বেতনের দাবি: বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমের বোর্ড মিটিং ছিল । আর সেই বোর্ড মিটিংয়ে পৌরনিগমের অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয় । বেতন বৃদ্ধি হয়েছে কাউন্সিলরদেরও । বৃহস্পতিবার দেখা যায়, বিভিন্ন কাউন্সিলর মিষ্টিমুখ করাচ্ছেন একে-অন্যকে ৷ তাঁরা মেয়র, চেয়ারম্যান, ডেপুটি মেয়রদেরও মিষ্টিমুখ করান । বৃহস্পতিবারের পরিস্থিতি সুখকর হলেও শুক্রবার সকাল থেকেই পরিস্থিতি বিগড়ে যায় । আসানসোল পৌরনিগমের সমস্ত সাফাই কর্মী আন্দোলনে নেমে পড়েন । তাঁদের দাবি, সঠিক অর্থে তাঁদের বেতন বৃদ্ধি হয়নি । সাফাই কর্মীরা দাবি করেন, তাঁরা মাত্র 8 হাজার 242 টাকা বেতন পান । এই বেতন দৈনিক 600 টাকা হারে তাঁদের দিতে হবে ।

Sanitation Workers Protest
সাফাইকর্মীদের অবরোধ আসানসোলে

পৌরনিগম ঘেরাও, অবরোধ: এই দাবি নিয়েই সাফাই কর্মীরা শুক্রবার সকাল থেকে প্রথমে আসানসোল পৌরনিগম ঘেরাও করেন ৷ তারপর পৌরনিগমের পাশে আসানসোল স্টেশন রোড অবরুদ্ধ করেন । দীর্ঘক্ষণ ধরেই অবরোধ চলছে আসানসোলে । আন্দোলনের কথা শুনে পৌরনিগমে এসে পৌঁছেছেন মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা । তাঁরা বারবার সাফাই কর্মীদের বোঝানোর চেষ্টা করছেন । এমনকী আসানসোল দক্ষিণ থানার পুলিশ আধিকারিকরাও সাফাই কর্মীদের বোঝানোর চেষ্টা করেছেন । কিন্তু তাঁরা অনড় । বেতন বৃদ্ধি না হলে আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না বলে তাঁরা স্পষ্ট জানিয়েছেন ।

আরও পড়ুন: ফের জোরালো হচ্ছে গোর্খাল্যান্ডের দাবি, সুর চড়াচ্ছে শাসক-বিরোধীরা; দিল্লিতে হবে আন্দোলন

আলোচনায় বসার আহ্বান পৌরনিগমের: অন্যদিকে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, "এর আগে ওঁদের 317 টাকা বেতন ছিল ৷ আমরাই বিভিন্নভাবে চিন্তা করে ওঁদের বেতন 8 টাকা বাড়িয়েছি ৷ সে ক্ষেত্রে 325 টাকা ওঁদের এখন দৈনিক হারে বেতন হয়েছে । স্থায়ী কর্মীদের মতো তো বেতন আমরা ওঁদের দিতে পারব না । কারণ আমাদের প্রচুর চাপ নিতে হচ্ছে এতেই । আমরা আমাদের সামর্থ্য মতো ওঁদের বেতন বাড়িয়েছি । এখন ওঁরা দাবি করছে 600 টাকা করে দৈনিক হারে অস্থায়ী কর্মীদের বেতন দিতে হবে । এই বেতন সারা পৃথিবীতে কোথাও নেই অস্থায়ীকর্মীদের । আমরা সকাল থেকে ওঁদের কথা শোনার জন্য এসে বসে আছি । ওঁরা আলোচনা করতে পারতেন । তা না করে ওঁরা পথ অবরোধ করছেন । পথ অবরোধ করলে সাধারণ মানুষের কষ্ট হয় ।''

আবর্জনায় ভরছে শহর: প্রায় চার হাজার অস্থায়ী সাফাই কর্মী আছেন আসানসোল পৌরনিগমে । তাঁদের আন্দোলনে গোটা শহরে সাফাইয়ের কাজ হয়নি । ফলে পৌরনিগম এলাকা আবর্জনায় ভরে যেতে পারে এমন আশংকা করা হচ্ছে ।

সাফাই কর্মীদের অবরোধ আসানসোলে

আসানসোল, 28 জুলাই: বৃহস্পতিবারই আসানসোল পৌরনিগমের সমস্ত অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে । সাফাই কর্মীদের ক্ষেত্রে মাত্র আট টাকা তাঁদের বেতন বৃদ্ধি হয়েছে । তবে তা পছন্দ হয়নি সাফাই কর্মীদের । সেই কারণে সঠিক বেতন বৃদ্ধির দাবিতে শুক্রবার সকাল থেকে কাজ বন্ধ রেখে আসানসোল পৌরনিগম ঘেরাও, পথ অবরোধ ও বিক্ষোভে শামিল হন আসানসোল পৌরনিগমের সাফাইকর্মীরা । এর ফলে গোটা পৌরনিগম এলাকায় শুক্রবার সকাল থেকে কোনও আবর্জনা সাফাই হয়নি ।

দৈনিক 600 টাকা বেতনের দাবি: বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমের বোর্ড মিটিং ছিল । আর সেই বোর্ড মিটিংয়ে পৌরনিগমের অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয় । বেতন বৃদ্ধি হয়েছে কাউন্সিলরদেরও । বৃহস্পতিবার দেখা যায়, বিভিন্ন কাউন্সিলর মিষ্টিমুখ করাচ্ছেন একে-অন্যকে ৷ তাঁরা মেয়র, চেয়ারম্যান, ডেপুটি মেয়রদেরও মিষ্টিমুখ করান । বৃহস্পতিবারের পরিস্থিতি সুখকর হলেও শুক্রবার সকাল থেকেই পরিস্থিতি বিগড়ে যায় । আসানসোল পৌরনিগমের সমস্ত সাফাই কর্মী আন্দোলনে নেমে পড়েন । তাঁদের দাবি, সঠিক অর্থে তাঁদের বেতন বৃদ্ধি হয়নি । সাফাই কর্মীরা দাবি করেন, তাঁরা মাত্র 8 হাজার 242 টাকা বেতন পান । এই বেতন দৈনিক 600 টাকা হারে তাঁদের দিতে হবে ।

Sanitation Workers Protest
সাফাইকর্মীদের অবরোধ আসানসোলে

পৌরনিগম ঘেরাও, অবরোধ: এই দাবি নিয়েই সাফাই কর্মীরা শুক্রবার সকাল থেকে প্রথমে আসানসোল পৌরনিগম ঘেরাও করেন ৷ তারপর পৌরনিগমের পাশে আসানসোল স্টেশন রোড অবরুদ্ধ করেন । দীর্ঘক্ষণ ধরেই অবরোধ চলছে আসানসোলে । আন্দোলনের কথা শুনে পৌরনিগমে এসে পৌঁছেছেন মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা । তাঁরা বারবার সাফাই কর্মীদের বোঝানোর চেষ্টা করছেন । এমনকী আসানসোল দক্ষিণ থানার পুলিশ আধিকারিকরাও সাফাই কর্মীদের বোঝানোর চেষ্টা করেছেন । কিন্তু তাঁরা অনড় । বেতন বৃদ্ধি না হলে আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না বলে তাঁরা স্পষ্ট জানিয়েছেন ।

আরও পড়ুন: ফের জোরালো হচ্ছে গোর্খাল্যান্ডের দাবি, সুর চড়াচ্ছে শাসক-বিরোধীরা; দিল্লিতে হবে আন্দোলন

আলোচনায় বসার আহ্বান পৌরনিগমের: অন্যদিকে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, "এর আগে ওঁদের 317 টাকা বেতন ছিল ৷ আমরাই বিভিন্নভাবে চিন্তা করে ওঁদের বেতন 8 টাকা বাড়িয়েছি ৷ সে ক্ষেত্রে 325 টাকা ওঁদের এখন দৈনিক হারে বেতন হয়েছে । স্থায়ী কর্মীদের মতো তো বেতন আমরা ওঁদের দিতে পারব না । কারণ আমাদের প্রচুর চাপ নিতে হচ্ছে এতেই । আমরা আমাদের সামর্থ্য মতো ওঁদের বেতন বাড়িয়েছি । এখন ওঁরা দাবি করছে 600 টাকা করে দৈনিক হারে অস্থায়ী কর্মীদের বেতন দিতে হবে । এই বেতন সারা পৃথিবীতে কোথাও নেই অস্থায়ীকর্মীদের । আমরা সকাল থেকে ওঁদের কথা শোনার জন্য এসে বসে আছি । ওঁরা আলোচনা করতে পারতেন । তা না করে ওঁরা পথ অবরোধ করছেন । পথ অবরোধ করলে সাধারণ মানুষের কষ্ট হয় ।''

আবর্জনায় ভরছে শহর: প্রায় চার হাজার অস্থায়ী সাফাই কর্মী আছেন আসানসোল পৌরনিগমে । তাঁদের আন্দোলনে গোটা শহরে সাফাইয়ের কাজ হয়নি । ফলে পৌরনিগম এলাকা আবর্জনায় ভরে যেতে পারে এমন আশংকা করা হচ্ছে ।

Last Updated : Jul 28, 2023, 11:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.