ETV Bharat / state

জলের দাবিতে পথ অবরোধ খনি অঞ্চলের বাসিন্দাদের - demand

অন্ডাল থানার উখরা এলাকার বাসিন্দারা জলের দাবিতে পথ অবরোধ করেন।

অবরোধকারী বাসিন্দারা
author img

By

Published : Apr 18, 2019, 10:25 PM IST

Updated : Apr 18, 2019, 10:36 PM IST

দুর্গাপুর, 18 এপ্রিল : ভোটের মুখে জলের দাবিতে পথ অবরোধ করল খনি অঞ্চলের স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি অন্ডাল থানার উখরা এলাকার। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় উখরা থানার পুলিশ।

আজ উখরার হুচুক পাড়ার বাসিন্দারা জলের দাবিতে বাজপায়ি মোড়ের কাছে পথ অবরোধ করে। পাশাপাশি তারা পঞ্চায়েতেও বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, পঞ্চায়েতের তরফে হঠাৎ করেই জল বন্ধ করে দেওয়া হয়েছে।

ভিডিয়োয় শুনন বক্তব্য

পঞ্চায়েত প্রধান রিতা ঘোষ বলেন, উখরা এলাকায় জলস্তর কমে যাওয়ায় জল সংকট দেখা দিয়েছে। বর্তমানে জল সংকট মেটাতে ট্যাঙ্কারে করে জল দেওয়া হচ্ছে। সব জায়গাতেই জল সরবারহ করা হবে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

দুর্গাপুর, 18 এপ্রিল : ভোটের মুখে জলের দাবিতে পথ অবরোধ করল খনি অঞ্চলের স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি অন্ডাল থানার উখরা এলাকার। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় উখরা থানার পুলিশ।

আজ উখরার হুচুক পাড়ার বাসিন্দারা জলের দাবিতে বাজপায়ি মোড়ের কাছে পথ অবরোধ করে। পাশাপাশি তারা পঞ্চায়েতেও বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, পঞ্চায়েতের তরফে হঠাৎ করেই জল বন্ধ করে দেওয়া হয়েছে।

ভিডিয়োয় শুনন বক্তব্য

পঞ্চায়েত প্রধান রিতা ঘোষ বলেন, উখরা এলাকায় জলস্তর কমে যাওয়ায় জল সংকট দেখা দিয়েছে। বর্তমানে জল সংকট মেটাতে ট্যাঙ্কারে করে জল দেওয়া হচ্ছে। সব জায়গাতেই জল সরবারহ করা হবে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

Intro:দুর্গাপুরঃ- ভোটের মুখে জলের দাবীতে পথ অবরোধ খনি অঞ্চল অন্ডাল থানা এলাকার উখড়া তে।বৃহস্পতিবার অন্ডালের  উখড়া  এলাকায় পানীয় জলের দাবিতে  পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা ।   উখড়ার হুচুক  পাড়ার বাসিন্দারা জলের দাবিতে বাজপায়ী মোড়ের  পথ অবরোধ করল । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সমস্ত জায়গায় জল সরবরাহ হচ্ছে পঞ্চায়েতের তরফে কিন্তু হুচুকপাড়া এলাকায় হঠাৎ করে জল সরবরাহ কেন বন্ধ করা হলো?এই অভিযোগেই উখড়া বাজপায়ী মোড়ের সামনে হুচুক পাড়ার বাসিন্দারা মহিলা ও পুরুষ মিলে পথ অবরোধ করলে ঘটনাস্থলে ছুটে আসে উখড়া ফাঁড়ির পুলিশ। পরে অবরোধকারীরা যায় উখড়া পঞ্চায়েতে সেখানেও বিক্ষোভ দেখানো হয়। পঞ্চায়েত প্রধান রিতা ঘোষ জানান  এলাকায় জলের স্তর কমে যাওয়ায় জল সংকট দেখা দিয়েছে । বর্তমানে জল সমস্যা মেটাতে ট্যাংকার করে জল দেওয়া হচ্ছে ।   সব জায়গায় জল সরবরাহ করা হবে ।পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। ঘটনার জেরে বেশ কয়েকঘন্টা  যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোট আসে ভোট যায়।কিন্তু খনি অঞ্চলের এই জলসঙ্কট মেটেনি যা নিয়ে ক্ষুব্ধ খনি অঞ্চলের বাসিন্দারা।।Body:কপিConclusion:কপি
Last Updated : Apr 18, 2019, 10:36 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.