আসানসোল, 5 অগস্ট : গ্রামের লোকেরা লাইন দিয়ে থাকলেও ঘুরপথে অন্যদের ভ্যাকসিন দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । এই ঘটনায় স্বাস্থ্যকর্মীদের নাকি মারধরও করে গ্রামবাসীরা । এইরকম একাধিক ঝামেলার জেরে বন্ধ করে দেওয়া হল আসানসোলের মহীশিলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের টিকাকরণ কেন্দ্র ৷
গ্রামবাসীদের ভ্যাকসিন দেওয়ার জন্যই আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে এই ভ্যাকসিনেশন সেন্টারটি করা হয় । কিন্তু বারবার ঝামেলার জন্য বর্তমানে এখান থেকে সরিয়ে নতুন ভ্যাকসিনেশন সেন্টার করা হয় মহীশিলার ননীগোপাল স্কুলে । কিন্তু এই ভ্যাকসিন সেন্টার স্থানান্তরিত করার কোনও আগাম নোটিস না দেওয়ায় সাধারণ মানুষ এই বিষয়টি জানতেন না ৷ ফলে বুধবার ভোর থেকে যাঁরা টিকা নেবেন বলে লাইন দিয়েছিলেন তাঁরা বৃষ্টিতে ভিজে নাকাল হন ৷
এই ঘটনার খবর পেয়ে ওই এলাকায় যান আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । বিষয়টি নিয়ে কঠোর সমালোচনার পাশাপাশি প্রতি ওয়ার্ডে একটি করে ভ্যাকসিন সেন্টার করার দাবি জানান তিনি ।
যদিও মহীশিলা গ্রামে ভ্যাকসিন কেন্দ্র বন্ধ হওয়ার ঘটনায় জেলাশাসক বিভু গোয়েল জানান, "ওই ভ্যাকসিন কেন্দ্রে উপযুক্ত পরিকাঠামোর অভাব ছিল । কোনও শেড না থাকায় বৃষ্টি এলে মানুষজনকে লাইনে দাঁড়িয়ে ভিজতে হত ৷ তাই ওই কেন্দ্রটিকে স্থানান্তরিত করা হয়েছে ।"
আরও পড়ুন : Girl Rescued Kulti : মাঝরাতে অভিযান পুলিশের, কুলটির নিষিদ্ধপল্লি থেকে উদ্ধার কমপক্ষে 30 নাবালিকা