ETV Bharat / state

চলছে দুর্গাপুর ব্যারেজের লকগেট সারাইয়ের কাজ, গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ - পশ্চিম বর্ধমান

এতদিন পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের সুইচগেটের ফাঁকফোকর দিয়ে জমা জল বেরিয়ে যাওয়ার অভিযোগ শোনা যেত । এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে বলে জানিয়েছে সেচ দপ্তর ।

দুর্গাপুর ব্যারেজের লকগেট সারাই এর কাজ চলছে
দুর্গাপুর ব্যারেজের লকগেট সারাই এর কাজ চলছে
author img

By

Published : May 25, 2020, 4:24 PM IST

দুর্গাপুর, 25 মে: মাত্র কয়েক বছর আগেই দুর্গাপুরের ব্যারেজের সুইচগেট ভেঙে বিপত্তি দেখা দিয়েছিল । ফলে শিল্পশহর দুর্গাপুরে প্রবল জলসংকট দেখা দিয়েছিল । সেইসময় কোনওরকমে সুইচগেট ঠিক করা হলেও এবার স্থায়ী সমাধানের কাজ শুরু হয়েছে । চলছে লকগেট সারাইয়ের কাজ । তাই 23 মে থেকে 3 জুন পর্যন্ত দুর্গাপুর ব্যারেজে রাত 11 টা থেকে ভোর 4 টে পর্যন্ত জরুরি কাজে ব্যবহৃত গাড়ি ছাড়া সমস্ত রকম গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন বাঁকুড়া জেলা প্রশাসন ।

1955 সালের দুর্গাপুর ব্যারেজ তৈরির পর থেকে একবারও লকগেটগুলির সারাইয়ের কাজ হয়নি । কয়েকবছর আগে ব্যারেজের প্রথম সুইচগেট গেট ভেঙে গিয়েছিল । তৎকালীন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে এসে বিশ্বব্যাংকের দুর্গাপুর ব্যারেজকে ঢেলে সাজানোর কথা বলেছিলেন । সমস্ত লকগেটসহ সুইচগেট নতুন করে তৈরি করা হবে । সঙ্গে দুর্গাপুর ব্যারেজের রক্ষণাবেক্ষণের জন্যও বেশ কিছু কাজ হবে । আয়ু বাড়ানোর জন্য বছরখানেক আগে থেকে ব্যারেজের নিচে কংক্রিটের কাজ শুরু হয়েছে । আর এবার শুরু হল নতুন করে সুইচগেট প্রতিস্থাপনের কাজ । যদিও দামোদরের সবচেয়ে বড় সমস্যা পলি । 70 বছর পরেও দুর্গাপুর ব্যারেজের জমা পলি পরিষ্কার করা হয়নি । এতে জলধারণ ক্ষমতা কমেছে । নদীতে পলি জমার কারণে বহু সমস্যার মুখোমুখি এই ব্যারেজ ।

চলছে লকগেট সারাইয়ের কাজ
চলছে লকগেট সারাইয়ের কাজ

এদিকে দামোদর পরিষ্কার করার দায় DVC (দামোদর ভ্যালি কর্পোরেশন) এর । ফলে ইচ্ছে থাকলেও পলি সংস্কারের কাজ করতে পারবে না রাজ্য সরকার । যদিও রাজ্য সেচ দপ্তর দুর্গাপুর ব্যারেজের দেখভাল করে । তাই পূর্ণ উদ্যমে এখন দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজ চলছে । আপাতত 3 জুন পর্যন্ত ব্যারেজের রাস্তায় রাতের দিকে জরুরি পরিষেবা ছাড়া গাড়ি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন । আপাতত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ি চালানো হচ্ছে । যদিও লকডাউন চলায় গাড়ির সংখ্যা অনেকটাই কম । সেই সুযোগে ব্যারেজ সংস্কারের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় । এতদিন পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের সুইচগেটের ফাঁকফোকর দিয়ে জমা জল বেরিয়ে যাওয়ার অভিযোগ শোনা যেত । এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে বলে জানিয়েছে সেচ দপ্তর ।

দুর্গাপুর, 25 মে: মাত্র কয়েক বছর আগেই দুর্গাপুরের ব্যারেজের সুইচগেট ভেঙে বিপত্তি দেখা দিয়েছিল । ফলে শিল্পশহর দুর্গাপুরে প্রবল জলসংকট দেখা দিয়েছিল । সেইসময় কোনওরকমে সুইচগেট ঠিক করা হলেও এবার স্থায়ী সমাধানের কাজ শুরু হয়েছে । চলছে লকগেট সারাইয়ের কাজ । তাই 23 মে থেকে 3 জুন পর্যন্ত দুর্গাপুর ব্যারেজে রাত 11 টা থেকে ভোর 4 টে পর্যন্ত জরুরি কাজে ব্যবহৃত গাড়ি ছাড়া সমস্ত রকম গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন বাঁকুড়া জেলা প্রশাসন ।

1955 সালের দুর্গাপুর ব্যারেজ তৈরির পর থেকে একবারও লকগেটগুলির সারাইয়ের কাজ হয়নি । কয়েকবছর আগে ব্যারেজের প্রথম সুইচগেট গেট ভেঙে গিয়েছিল । তৎকালীন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে এসে বিশ্বব্যাংকের দুর্গাপুর ব্যারেজকে ঢেলে সাজানোর কথা বলেছিলেন । সমস্ত লকগেটসহ সুইচগেট নতুন করে তৈরি করা হবে । সঙ্গে দুর্গাপুর ব্যারেজের রক্ষণাবেক্ষণের জন্যও বেশ কিছু কাজ হবে । আয়ু বাড়ানোর জন্য বছরখানেক আগে থেকে ব্যারেজের নিচে কংক্রিটের কাজ শুরু হয়েছে । আর এবার শুরু হল নতুন করে সুইচগেট প্রতিস্থাপনের কাজ । যদিও দামোদরের সবচেয়ে বড় সমস্যা পলি । 70 বছর পরেও দুর্গাপুর ব্যারেজের জমা পলি পরিষ্কার করা হয়নি । এতে জলধারণ ক্ষমতা কমেছে । নদীতে পলি জমার কারণে বহু সমস্যার মুখোমুখি এই ব্যারেজ ।

চলছে লকগেট সারাইয়ের কাজ
চলছে লকগেট সারাইয়ের কাজ

এদিকে দামোদর পরিষ্কার করার দায় DVC (দামোদর ভ্যালি কর্পোরেশন) এর । ফলে ইচ্ছে থাকলেও পলি সংস্কারের কাজ করতে পারবে না রাজ্য সরকার । যদিও রাজ্য সেচ দপ্তর দুর্গাপুর ব্যারেজের দেখভাল করে । তাই পূর্ণ উদ্যমে এখন দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজ চলছে । আপাতত 3 জুন পর্যন্ত ব্যারেজের রাস্তায় রাতের দিকে জরুরি পরিষেবা ছাড়া গাড়ি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন । আপাতত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ি চালানো হচ্ছে । যদিও লকডাউন চলায় গাড়ির সংখ্যা অনেকটাই কম । সেই সুযোগে ব্যারেজ সংস্কারের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় । এতদিন পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের সুইচগেটের ফাঁকফোকর দিয়ে জমা জল বেরিয়ে যাওয়ার অভিযোগ শোনা যেত । এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে বলে জানিয়েছে সেচ দপ্তর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.