দুর্গাপুর, 13 জুন : সরকারি চাকরিতে আপত্তি ছিল কেতুগ্রামের নার্সিং স্টাফ রেণুর স্বামীর (Renu from Ketugram discharges from hospital)। সরকারি নার্সিং চাকরির লিস্টে নাম আসতেই সুপারি কিলারদের সঙ্গে নিয়ে নৃশংসভাবে রেণু খাতুনের ডান হাতের কবজি কেটে দেয় স্বামী শের মহম্মদ । তারপরেও দমিয়ে রাখা যায়নি রেণুকে । সরকারি চাকরির চিকিৎসার খরচ বহন করেছে রাজ্য সরকার । গ্রেফতার হয়েছে শ্বশুর শাশুড়ি-সহ 6 জন ।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেণুর পাশে দাঁড়িয়েছেন ৷ কাটা হাতে বসবে কৃত্রিম হাতও, আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী । 8 দিন ধরে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে লড়াই করার পর এখন সুস্থ রেণু । বেসরকারি হাসপাতাল থেকে ছুটি হতেই রেণুর মুখে যেন আরও একটু হাসি ফুটল । তাঁর বার্তা, যারা এই ধরনের ঘটনার সাক্ষী হচ্ছে তাঁরা যেন চুপ করে বসে না থাকে, লড়াইয়ে এগিয়ে আসে । নতুন জীবনের লড়াইটা আরেকটু নতুনভাবে শুরু হল হার না মানা রেণুর ।
আরও পড়ুন : নার্সের কবজি কেটে নেওয়ার ঘটনায় গ্রেফতার দুই সুপারি কিলার
তিনি জানান, সরকারকে তাঁর যেমন ধন্যবাদ জানানোর কোনও ভাষা নেই, ঠিক তেমনই চিকিৎসকদেরও ধন্যবাদ জানানোর ভাষা নেই । চিকিৎসকরা জানান, এখন সম্পূর্ণ সুস্থ তাঁর ডান হাতের কবজি কেটে গেলেও কৃত্রিম হাত যাতে বসানো যায় সে নিয়েও চিকিৎসা চলছে । তবে যাই হোক সে আর যেতে চাই না শ্বশুরবাড়িতে । নতুন করে সংসার নিয়েও এখনও কোনও চিন্তা করেনি রেণু ।