জামুড়িয়া , 11 এপ্রিল : চাষিদের কাছ থেকে বেশি সবজি নিতে চাইছেন না আড়তদাররা । নিতে চাইছেন না দোকানদাররাও । ফলে মাঠেই নষ্ট হচ্ছে কাঁচা সবজি । চরম সমস্যায় পড়েছেন সবজি চাষিরা ।
লকডাউনের প্রভাবে সবজির রপ্তানি বন্ধ । অন্য রাজ্যে যাওয়া সীমান্তে ট্রাক আটকে দিচ্ছে পুলিশ প্রশাসন । সবজি নিতে চাইছেন না আড়তদাররাও । যার জেরে রীতিমতো মাথায় হাত জামুড়িয়ার সবজি চাষিদের । মাঠেই নষ্ট হচ্ছে কাঁচা সবজি । লকডাউন করে দেশে কোরোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের চেষ্টা চলছে । কিন্তু, এর জেরে সমস্যায় পড়েছেন সবজি চাষিরা।
অত্যাবশকীয় পণ্য রপ্তানি বা আমদানি বন্ধ হবে না, সরকার এমন ঘোষণা করলেও বাজারে লোকজন কমে যাওয়ায় চাষিদের থেকে বেশি সবজি নিতে চাইছেন না আড়তদাররা । নিতে চাইছেন না দোকানদাররাও । ফলে মাঠের মধ্যেই ধীরে ধীরে পচন ধরতে শুরু করেছে শশা, লাউ, কুমড়ো, ঢ্যাঁড়শ সহ একাধিক সবজিতে ।
জামুড়িয়ার জামশোল গ্রামে রতন মণ্ডল বলেন, " অনেক কষ্ট করে সবজি উৎপাদন করেছিলাম । খরচও অনেক হয়েছে । কিন্তু সবজি ফলনের মুখে লকডাউনের নির্দেশিকা জারি হওয়ায় বাইরে সেই সবজি পাঠানো যাচ্ছে না । আর আড়তদাররাও বিপুল সবজি কিনতে চাইছেন না । কারণ তাঁরাও সবজি বাইরে পাঠাতে পারছেন না । সবজি ট্রাকে লোড করে ভিন রাজ্যে পাঠালেও সীমান্তে আটকে দিচ্ছে প্রশাসন । ফলে ট্রাকের মধ্যেই নষ্ট হচ্ছে কাঁচা সবজি ।"