দুর্গাপুর, 18 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন ও জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে উত্তাল গোটা দেশ ৷ রাজ্যেও পড়েছে এর আঁচ ৷ বিভিন্ন জেলায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ ৷ ভাঙচুর করা হয়েছে রেলের সম্পত্তি ৷ পরিস্থিতি সামাল দিতে কয়েকটি জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা ৷ কিন্তু আজ দুর্গাপুরে নাগরিকত্ব (সংশোধনী) আইন ও জাতীয় নাগরিক পঞ্জির সমর্থনে মিছিল হল । এই মিছিল কোনও রাজনৈতিক দলের ব্যানারে হয়নি । তবে মিছিল থেকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দেওয়া হল ৷
দুর্গাপুরের 13 ও 34 নম্বর ওয়ার্ডের কয়েকশো বাসিন্দা এই মিছিলে অংশ নেন । মিছিলে BJP বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় ৷ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে যে আন্দোলন চলছে, তার বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয় মিছিলে ৷ মিছিলে নেতৃত্ব দেন RSS নেতা পঙ্কজ গুপ্তা ৷ বলেন, "CAA সমর্থন মঞ্চের পক্ষ থেকে এই মিছিল ৷ অনুপ্রবেশকারীরা যে ভাবে গুন্ডাগিরি করেছে, তার প্রতিবাদ করছি আমরা ৷ CAA, NRC-র সমর্থনে এই মিছিল ৷"
দুর্গাপুরে এই মিছিল উপলক্ষে আজ রাস্তায় প্রচুর পুলিশ ছিল । অপ্রীতিকর পরিস্থিতি রুখতে RAF ও কমব্যাট ফোর্সকেও নামানো হয়েছিল । শহরের মেইন গেট থেকে দু'নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড ও কাদারোড হয়ে এই মিছিল ফের মেইন গেটে দুর্গা মন্দিরে শেষ হয় ৷