ETV Bharat / state

আসানসোলে রেলের পরিত্যক্ত কামরায় আইসোলেশন ওয়ার্ড - corona

আসানসোল রেল ডিভিশনের প্রায় 30টি কামরাকে ভ্রাম্যমাণ আইসোলেশন ওয়ার্ড হিসেবে তৈরি করা হচ্ছে । এর মধ্যে 20-25 টি কামরা তৈরি হয়ে গিয়েছে ।

asansol
আসানসোল রেল ডিভিশন
author img

By

Published : Apr 10, 2020, 1:30 PM IST

আসানসোল, 10 এপ্রিল : রাজ্যে প্রায় প্রতিদিনই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । পরিস্থিতি এখনও হাতের নাগালে । তবে, ভয়াবহ আকার নিলে চিকিৎসা করার জায়গা কম পড়তে পারে । সে কারণে বিভিন্ন স্টেডিয়াম, হোটেল থেকে শুরু করে ট্রেনের কোচগুলিতেও আইসোলেশন সেন্টার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার । ইতিমধ্যে কয়েকটি জায়গায় সে কাজ শুরুও হয়ে গেছে । এবার আসানসোল রেল ডিভিশনের পরিত্যক্ত রেলের কামরাগুলিতেও আইসোলেশন ওয়ার্ড তৈরির কাজ শুরু হল ।

আসানসোল রেল স্টেশনের কোচিং ইয়ার্ডের তরফে জানানো হয়েছে, 25-30 বছরের পুরোনো এই কামরাগুলি রেলের কামরা হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে অচল হয়ে পড়েছিল। সেই কামরাগুলিকেই ভ্রাম্যমাণ আইসোলেশন ওয়ার্ড হিসেবে তৈরি করা হচ্ছে । প্রায় 30টি কামরাকে ভ্রাম্যমান আইসোলেশন ওয়ার্ড হিসেবে তৈরি করা হচ্ছে । এর মধ্যে 20-25 টি কামরা তৈরি হয়ে গিয়েছে।

এবিষয়ে, রেলের কোচিং ইয়ার্ডের ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিক সুজিত কুমার বলেন, "সাধারণ যে সমস্ত ট্রেনের কামরা আছে তাতে নব্বইটি করে রোগীকে রাখা যাবে আইসোলেশন করে এবং স্লিপার কোচগুলিতে 72 জন করে রোগীকে রাখা যাবে। থাকছে রোগীদের জন্য অক্সিজেন সহ অন্যান্য ব্যবস্থা। চিকিৎসকদের জন্যও আলাদা কেবিন থাকছে। বায়ো টয়লেট সহ আধুনিক ব্যবস্থাপনাও রয়েছে এই সমস্ত কামরাগুলিতে। পরিস্থিতি অনুযায়ী অন্যত্র নিয়ে যাওয়া যাবে সামগ্রিক পরিষেবা ।"

আসানসোল, 10 এপ্রিল : রাজ্যে প্রায় প্রতিদিনই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । পরিস্থিতি এখনও হাতের নাগালে । তবে, ভয়াবহ আকার নিলে চিকিৎসা করার জায়গা কম পড়তে পারে । সে কারণে বিভিন্ন স্টেডিয়াম, হোটেল থেকে শুরু করে ট্রেনের কোচগুলিতেও আইসোলেশন সেন্টার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার । ইতিমধ্যে কয়েকটি জায়গায় সে কাজ শুরুও হয়ে গেছে । এবার আসানসোল রেল ডিভিশনের পরিত্যক্ত রেলের কামরাগুলিতেও আইসোলেশন ওয়ার্ড তৈরির কাজ শুরু হল ।

আসানসোল রেল স্টেশনের কোচিং ইয়ার্ডের তরফে জানানো হয়েছে, 25-30 বছরের পুরোনো এই কামরাগুলি রেলের কামরা হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে অচল হয়ে পড়েছিল। সেই কামরাগুলিকেই ভ্রাম্যমাণ আইসোলেশন ওয়ার্ড হিসেবে তৈরি করা হচ্ছে । প্রায় 30টি কামরাকে ভ্রাম্যমান আইসোলেশন ওয়ার্ড হিসেবে তৈরি করা হচ্ছে । এর মধ্যে 20-25 টি কামরা তৈরি হয়ে গিয়েছে।

এবিষয়ে, রেলের কোচিং ইয়ার্ডের ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিক সুজিত কুমার বলেন, "সাধারণ যে সমস্ত ট্রেনের কামরা আছে তাতে নব্বইটি করে রোগীকে রাখা যাবে আইসোলেশন করে এবং স্লিপার কোচগুলিতে 72 জন করে রোগীকে রাখা যাবে। থাকছে রোগীদের জন্য অক্সিজেন সহ অন্যান্য ব্যবস্থা। চিকিৎসকদের জন্যও আলাদা কেবিন থাকছে। বায়ো টয়লেট সহ আধুনিক ব্যবস্থাপনাও রয়েছে এই সমস্ত কামরাগুলিতে। পরিস্থিতি অনুযায়ী অন্যত্র নিয়ে যাওয়া যাবে সামগ্রিক পরিষেবা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.