ETV Bharat / state

অবৈধ সংযোগের কারণেই পানীয় জলের ঘাটতি আসানসোলে - Raid_by_corporation_and_PHE_in_asansol_west_burdwan

আজ দুপুরে আসানসোলের বার্নপুর রোড সহ একাধিক জায়গা পরিদর্শন করেন আসানসোল পৌরনিগম ও PHE বিভাগের আধিকারিকরা ।

Raid_by_corporation_and_PHE_in_asansol_west_burdwan
অবৈধ সংযোগকারীদের জন্যই পানীয় জলের ঘাটতি আসানসোলে
author img

By

Published : May 7, 2020, 10:01 PM IST

আসানসোল, 7 মে : শহরের একেবারে মূল জায়গাগুলিতেই পানীয় জলের অভাব । অথচ পৌরনিগম বা PHE-র জলের জোগান ঠিকঠাক রয়েছে । তাও কী করে পানীয় জল পাচ্ছেন না শহরের মূল জায়গাগুলির বাসিন্দারা । বাসিন্দাদের থেকে এই অভিযোগ পেয়ে আজ বিষয়টি খতিয়ে দেখতে যায় পৌরনিগম ও PHE দপ্তর । জানা যায়, প্রচুর অবৈধ সংযোগের কারণেই পানীয় জলের ঘাটতি দেখা দিচ্ছে শহরাঞ্চলে । এমনই দাবি করলেন আসানসোল পৌরনিগম ও PHE বিভাগের ইঞ্জিনিয়াররা ।

আজ দুপুরে আসানসোলের বার্নপুর রোড সহ একাধিক জায়গা পরিদর্শন করেন আসানসোল পৌরনিগম ও PHE বিভাগের আধিকারিকরা । মূলত বার্নপুর রোড সহ শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, তাঁরা পর্যাপ্ত পানীয় জল পাচ্ছেন না । পর্যাপ্ত পানীয় জল থাকলেও কেন ওই অঞ্চলের বাসিন্দারা জল পাচ্ছেন না তা নিয়ে খোঁজ করতে বেরোন PHE ও আসানসোল পৌরনিগমের ইঞ্জিনিয়াররা । যৌথভাবেই এই অভিযান চালানো হয় । আর তাতেই উঠে আসছে শতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের কথা ৷ কারখানাতে পানীয় জলের বেআইনি সংযোগ নেওয়া হয়েছে । শুধু তাই নয়, সেখান থেকে প্রচুর পরিমাণে জল টেনে নিচ্ছে ওই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কারখানাগুলি ।

PHE-র এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার বলেন, " বহু নতুন ফ্ল্যাট হচ্ছে যেখানে বেআইনি জলের সংযোগ নেওয়া হচ্ছে । এছাড়া প্রচুর পরিমাণে ব্যবসায়িক প্রতিষ্ঠান, কারখানায় বেআইনি জলের সংযোগ নেওয়া হয়েছে । যার ফলে পানীয় জল পাচ্ছে না শহরের বাসিন্দারা । আমরা এর আগে অভিযান চালিয়ে প্রচুর লাইন কেটে ছিলাম । তখন জলের পরিষেবা ঠিকঠাক হয়ে গিয়েছিল । অনুমান করা হচ্ছে সেই লাইনগুলি আবার জুড়ে নেওয়া হয়েছে অবৈধভাবে ।

আসানসোল পৌরনিগমের এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার রাজেশ শ্রীবাস্তব বলেন, " জলের জোগান সঠিক থাকলেও কেন শহরবাসী পানীয় জল পাচ্ছে না সেই খোঁজ নিতে বেরিয়েছি । খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে । " পৌরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউন উঠে গেলেই এই সমস্ত অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সংযোগ কেটে দেওয়া হবে । খুব দ্রুত আবার জলের পরিষেবা ঠিকঠাক হয়ে যাবে বলে দাবি করেছে আসানসোল পৌরনিগম ও PHE-র আসানসোল দপ্তর ।

আসানসোল, 7 মে : শহরের একেবারে মূল জায়গাগুলিতেই পানীয় জলের অভাব । অথচ পৌরনিগম বা PHE-র জলের জোগান ঠিকঠাক রয়েছে । তাও কী করে পানীয় জল পাচ্ছেন না শহরের মূল জায়গাগুলির বাসিন্দারা । বাসিন্দাদের থেকে এই অভিযোগ পেয়ে আজ বিষয়টি খতিয়ে দেখতে যায় পৌরনিগম ও PHE দপ্তর । জানা যায়, প্রচুর অবৈধ সংযোগের কারণেই পানীয় জলের ঘাটতি দেখা দিচ্ছে শহরাঞ্চলে । এমনই দাবি করলেন আসানসোল পৌরনিগম ও PHE বিভাগের ইঞ্জিনিয়াররা ।

আজ দুপুরে আসানসোলের বার্নপুর রোড সহ একাধিক জায়গা পরিদর্শন করেন আসানসোল পৌরনিগম ও PHE বিভাগের আধিকারিকরা । মূলত বার্নপুর রোড সহ শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, তাঁরা পর্যাপ্ত পানীয় জল পাচ্ছেন না । পর্যাপ্ত পানীয় জল থাকলেও কেন ওই অঞ্চলের বাসিন্দারা জল পাচ্ছেন না তা নিয়ে খোঁজ করতে বেরোন PHE ও আসানসোল পৌরনিগমের ইঞ্জিনিয়াররা । যৌথভাবেই এই অভিযান চালানো হয় । আর তাতেই উঠে আসছে শতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের কথা ৷ কারখানাতে পানীয় জলের বেআইনি সংযোগ নেওয়া হয়েছে । শুধু তাই নয়, সেখান থেকে প্রচুর পরিমাণে জল টেনে নিচ্ছে ওই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কারখানাগুলি ।

PHE-র এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার বলেন, " বহু নতুন ফ্ল্যাট হচ্ছে যেখানে বেআইনি জলের সংযোগ নেওয়া হচ্ছে । এছাড়া প্রচুর পরিমাণে ব্যবসায়িক প্রতিষ্ঠান, কারখানায় বেআইনি জলের সংযোগ নেওয়া হয়েছে । যার ফলে পানীয় জল পাচ্ছে না শহরের বাসিন্দারা । আমরা এর আগে অভিযান চালিয়ে প্রচুর লাইন কেটে ছিলাম । তখন জলের পরিষেবা ঠিকঠাক হয়ে গিয়েছিল । অনুমান করা হচ্ছে সেই লাইনগুলি আবার জুড়ে নেওয়া হয়েছে অবৈধভাবে ।

আসানসোল পৌরনিগমের এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার রাজেশ শ্রীবাস্তব বলেন, " জলের জোগান সঠিক থাকলেও কেন শহরবাসী পানীয় জল পাচ্ছে না সেই খোঁজ নিতে বেরিয়েছি । খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে । " পৌরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউন উঠে গেলেই এই সমস্ত অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সংযোগ কেটে দেওয়া হবে । খুব দ্রুত আবার জলের পরিষেবা ঠিকঠাক হয়ে যাবে বলে দাবি করেছে আসানসোল পৌরনিগম ও PHE-র আসানসোল দপ্তর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.