হিরাপুর (আসানসোল), 21 জুলাই : হিরাপুরে আদিবাসী যুবতিকে গণধর্ষণের অভিযোগ । অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও আদিবাসী সমাজের । গতকাল দুপুরে হিরাপুর থানায় ধামসা-মাদল নিয়ে, পোস্টার হাতে বিক্ষোভ দেখানো হয় । বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে ।
হিরাপুরের সূর্যনগরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন এক আদিবাসী যুবতি । গত বুধবার দামোদরের ধারে বেড়াতে গেছিলেন তিনি । সেই সময স্থানীয় বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁকে গণধর্ষণ করে । বুধবারই হিরাপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার আত্মীয়রা । দু'দিন কেটে গেলেও অভিযুক্তদের হদিশ পায়নি পুলিশ ।
পুলিশি নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হিরাপুরের আদিবাসী সমাজ । অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এই দাবি নিয়ে গতকাল হিরাপুর থানা ঘেরাও করে তারা । আদিবাসী সংগঠনের নেতা রূপলাল কিসকু বলেন, "পুলিশ যদি অভিযুক্তদের ধরতে না পারে তাহলে আমরাই তাদের খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেব ।"