ETV Bharat / state

Durgapur hospital : ইঞ্জেকশনে অসুস্থ বহু শিশু, উত্তাল দুর্গাপুর মহকুমা হাসপাতাল - দুর্গাপুর মহকুমা হাসপাতাল

ইঞ্জেকশনে অসুস্থ বহু শিশু ৷ এই অভিযোগে শুক্রবার উত্তাল হয়ে ওঠে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ৷ পরিস্থিতি সামলাতে আসে বিশাল পুলিশ বাহিনী ৷ যদিও হাসপাতাল সুপারের আশ্বাস, চিন্তার কিছু নেই ৷

Durgapur hospital
ইঞ্জেকশনে অসুস্থ বহু শিশু, উত্তাল দুর্গাপুর মহকুমা হাসপাতাল
author img

By

Published : Sep 24, 2021, 7:56 PM IST

Updated : Sep 24, 2021, 8:50 PM IST

দুর্গাপুর, 24 সেপ্টেম্বর : দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি থাকা শিশুদের ইঞ্জেকশন দিতেই তারা অসুস্থ হয়ে পড়েছে, এই অভিযোগে শুক্রবার উত্তাল হয়ে ওঠে হাসপাতালের শিশুবিভাগ । পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ।

একাধিক উপসর্গ নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে হাসপাতালে ভর্তি হচ্ছে বহু শিশু । দুর্গাপুর মহকুমা হাসপাতালেও ভর্তি করানো হয়েছে বহু শিশুকে । জানা গিয়েছে, শুক্রবার দুপুরের পর থেকে আচমকাই আরও অসুস্থ হতে শুরু করে এই হাসপাতালে ভর্তি থাকা বেশ কিছু শিশু ৷ শুরু হয় উত্তেজনা । শিশুদের পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ার কারণেই তাঁদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে । হাসপাতালের সুপারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা ৷ ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নিউ টাউন থানার বিশাল পুলিশবাহিনী ।

ইঞ্জেকশনে অসুস্থ বহু শিশু, উত্তাল দুর্গাপুর মহকুমা হাসপাতাল

আরও পড়ুন : Kulti road block :জলের পাইপ সারানোর দাবিতে পথ অবরোধ কুলটিতে

পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন শিশুদের পরিবার-পরিজনেরা । যদিও হাসপাতালের সুপার ধীমান মণ্ডল জানিয়েছেন, ভয়ের কিছু নেই ৷ সব শিশুই সুস্থ হয়ে উঠবে । অযথা শিশুদের পরিবারকে আতঙ্কিত না হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি ।

দুর্গাপুর, 24 সেপ্টেম্বর : দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি থাকা শিশুদের ইঞ্জেকশন দিতেই তারা অসুস্থ হয়ে পড়েছে, এই অভিযোগে শুক্রবার উত্তাল হয়ে ওঠে হাসপাতালের শিশুবিভাগ । পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ।

একাধিক উপসর্গ নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে হাসপাতালে ভর্তি হচ্ছে বহু শিশু । দুর্গাপুর মহকুমা হাসপাতালেও ভর্তি করানো হয়েছে বহু শিশুকে । জানা গিয়েছে, শুক্রবার দুপুরের পর থেকে আচমকাই আরও অসুস্থ হতে শুরু করে এই হাসপাতালে ভর্তি থাকা বেশ কিছু শিশু ৷ শুরু হয় উত্তেজনা । শিশুদের পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ার কারণেই তাঁদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে । হাসপাতালের সুপারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা ৷ ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নিউ টাউন থানার বিশাল পুলিশবাহিনী ।

ইঞ্জেকশনে অসুস্থ বহু শিশু, উত্তাল দুর্গাপুর মহকুমা হাসপাতাল

আরও পড়ুন : Kulti road block :জলের পাইপ সারানোর দাবিতে পথ অবরোধ কুলটিতে

পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন শিশুদের পরিবার-পরিজনেরা । যদিও হাসপাতালের সুপার ধীমান মণ্ডল জানিয়েছেন, ভয়ের কিছু নেই ৷ সব শিশুই সুস্থ হয়ে উঠবে । অযথা শিশুদের পরিবারকে আতঙ্কিত না হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি ।

Last Updated : Sep 24, 2021, 8:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.