ETV Bharat / state

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের দায়ে সাত বছরের সাজা - দুর্গাপুর আদালতের সেকেন্ড কোর্টের বিচারপতির এজলাস

অন্ডাল থানার উখড়ার তালতলার বাসিন্দা এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল উখরার শফিক নগরের বাসিন্দা নাসিম আনসারির  । নাসিম নিকাহ-র প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস করে ।  মহিলা গর্ভবতী হয়ে পড়লেও সন্তানকে স্বীকৃতি দিতে চায়নি নাসিম । প্রতিশ্রুতি মেনে নিকাহ করেনি । 2018 সালে ৮ মার্চ অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা ।

The accused is sentenced to seven years
অভিযুক্তকে সাত বছরের সাজা
author img

By

Published : Dec 18, 2019, 11:05 PM IST

দুর্গাপুর,18 ডিসেম্বর : নিকাহ-র প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও সেই কারণে গর্ভবতী হয়ে পড়েছিলেন মহিলা । কিন্তু সন্তানকে অস্বীকার করেন ব্যক্তি । তাকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত । বুধবার দুর্গাপুর আদালতের সেকেন্ড কোর্টের বিচারক সাজা ঘোষণা করেন।


অন্ডাল থানার উখড়ার তালতলার বাসিন্দা এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল উখরার শফিক নগরের বাসিন্দা নাসিম আনসারির । নাসিম নিকাহ-র প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস করে । মহিলা গর্ভবতী হয়ে পড়লেও সন্তানকে স্বীকৃতি দিতে চায়নি নাসিম । প্রতিশ্রুতি মেনে নিকাহ করেনি । 2018 সালে ৮ মার্চ অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা ।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস

মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন দুর্গাপুর আদালতের সেকেন্ড কোর্টের বিচারক । নাসিমকে সাত বছরের জেল ও এক লাখ টাকা জরিমানা করা হয় । জরিমানার টাকা অভিযোগকারী মহিলাকে দেওয়া হবে । এই মামলার সরকারি পক্ষের আইনজীবী মহম্মদ ইমরান জানান, মার্চ মাসে দুর্গাপুর আদালতে মামলাটি ওঠে । সাত মাসের মধ্যে এই মামলায় রায় দেওয়া হয় । এদিকে নাসিমের বিবির দাবি, "আমার স্বামীকে ফাঁসানো হয়েছে । আমরা বাচ্চাটির DNA পরীক্ষার দাবি জানাচ্ছি । এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আবেদন করব ।"

দুর্গাপুর,18 ডিসেম্বর : নিকাহ-র প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও সেই কারণে গর্ভবতী হয়ে পড়েছিলেন মহিলা । কিন্তু সন্তানকে অস্বীকার করেন ব্যক্তি । তাকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত । বুধবার দুর্গাপুর আদালতের সেকেন্ড কোর্টের বিচারক সাজা ঘোষণা করেন।


অন্ডাল থানার উখড়ার তালতলার বাসিন্দা এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল উখরার শফিক নগরের বাসিন্দা নাসিম আনসারির । নাসিম নিকাহ-র প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস করে । মহিলা গর্ভবতী হয়ে পড়লেও সন্তানকে স্বীকৃতি দিতে চায়নি নাসিম । প্রতিশ্রুতি মেনে নিকাহ করেনি । 2018 সালে ৮ মার্চ অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা ।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস

মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন দুর্গাপুর আদালতের সেকেন্ড কোর্টের বিচারক । নাসিমকে সাত বছরের জেল ও এক লাখ টাকা জরিমানা করা হয় । জরিমানার টাকা অভিযোগকারী মহিলাকে দেওয়া হবে । এই মামলার সরকারি পক্ষের আইনজীবী মহম্মদ ইমরান জানান, মার্চ মাসে দুর্গাপুর আদালতে মামলাটি ওঠে । সাত মাসের মধ্যে এই মামলায় রায় দেওয়া হয় । এদিকে নাসিমের বিবির দাবি, "আমার স্বামীকে ফাঁসানো হয়েছে । আমরা বাচ্চাটির DNA পরীক্ষার দাবি জানাচ্ছি । এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আবেদন করব ।"

Intro:*সহবাস করে বিয়ের প্রতিশ্রুতি, অভিযুক্তকে সাত বছরের সাজা দুর্গাপুর আদালতের।*

দুর্গাপুর=বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস এরপর ওই মহিলা গর্ভবতী হওয়ার পর সেই সন্তানকে অস্বীকার। বুধবার দুর্গাপুর আদালতের সেকেন্ড কোর্টের বিচারপতির এজলাসে অভিযুক্ত ব্যাক্তির সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো।
অন্ডাল থানার উখড়ার তালতলার বাসিন্দা এক মহিলার সাথে প্রণয়ের সম্পর্ক তৈরী হয়েছিল উখরার শফিক নগরের বাসিন্দা নাসিম আনসারীর।প্রথমে ঐ মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে অভিযুক্ত ব্যাক্তি। পরে সন্তান হওয়ার পরও স্ত্রীর স্বীকৃতি ঐ মহিলা না পাওয়ায় গত 2018 সালের মার্চ মাসের ৮ তারিখে অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
এই মামলার শুনানিতে মঙ্গলবার অভিযুক্তকে দোষী সব্যস্ত করেন দুর্গাপুর আদালতের সেকেন্ড কোর্টের মহামান্য বিচারপতি।বুধবার সেই মামলার শুনানিতে অভিযুক্ত নাসিম আনসারীকে 376নম্বর ধারায় সাত বছরের জেল ও এক লক্ষ টাকা জরিমানা, ও 417নম্বর ধারায় অভিযুক্তকে ছয় মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।জরিমানার টাকা অভিযোগকারিণীকে দেওয়া হবে।এই মামলার সরকারী কৌশলী মহম্মদ ইমরান জানান, এই বছরের মার্চ মাসে দুর্গাপুর আদালতে মামলাটি ওঠে। সমস্ত সাক্ষী ও উপযুক্ত প্রমান নথি দেখে মাত্র সাত মাসের মধ্যে এই মামলার রায় দেওয়া হলো।Body:গConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.