ETV Bharat / state

Raniganj Poster Controversy: 'দুর্নীতিগ্রস্ত ব্লক সভাপতি'র বিরুদ্ধে পোস্টার ! অস্বস্তিতে তৃণমূল - পোস্টার বিতর্ক

তৃণমূল ব্লক সভাপতির বাড়ির বাইরে পড়ল পোস্টার (Poster) ৷ তাঁর বিরুদ্ধে তোলা হল দুর্নীতির অভিযোগ ৷ পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) রানিগঞ্জের ঘটনা (Raniganj Poster Controversy) ৷

Poster against TMC Block President in Raniganj sparks Controversy
Raniganj Poster Controversy: 'দুর্নীতিগ্রস্ত ব্লক সভাপতি'র বিরুদ্ধে পোস্টার ! অস্বস্তিতে তৃণমূল
author img

By

Published : Sep 10, 2022, 2:15 PM IST

রানিগঞ্জ, 10 সেপ্টেম্বর: ফের প্রকাশ্যে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরের কোন্দল ৷ দলের ব্লক সভাপতির বাড়ির বাইরে পড়ল পোস্টার (Poster) ! তাতে 'দুর্নীতিগ্রস্ত ব্লক সভাপতি'কে দূর হঠানোর দাবিও উঠল ! পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) রানিগঞ্জের (Raniganj) ঘটনায় চরম অস্বস্তিতে শাসক শিবির ৷

ঘটনার সূত্রপাত শনিবার সকালে ৷ অন্যান্য দিনের মতোই যে যাঁর কাজে রাস্তায় বেরিয়েছিলেন ৷ হঠাৎই চোখে পড়ে কয়েকটি পোস্টার ৷ সাদা কাগজের উপর অপোক্ত হাতে সবুজ কালিতে লেখা সেই পোস্টারের বয়ানে নিশানা করা হয়েছে তৃণমূল নেতা দেবনারায়ণ দাসকে (Raniganj Poster Controversy) ৷ তিনি শাসকদলের স্থানীয় ব্লক সভাপতি ৷ বাড়ি রানিগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা এলাকায় ৷ দেবনারায়ণের বাড়ির বাইরেই দেওয়ালে একাধিক পোস্টার সাঁটানো হয় ৷ তাতে লেখা ছিল, "দুর্নীতিগ্রস্ত ব্লক সভাপতি দেবনারায়ণ দাসকে মানছি না, মানব না ৷"

আরও পড়ুন: দুর্নীতি এড়াতে কর্মীদের মমতার সাবধানবাণী, 'যা বলার বলুন সামনাসামনি'

স্বাভাবিকভাবেই এই বিষয়টি নজরে আসতেই শুরু হয় কানাঘুষো ৷ কে বা কারা এই পোস্টার সাঁটিয়ে গিয়েছেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷ তবে, এলাকাবাসীর অনুমান, শুক্রবার রাতেই লোকচক্ষুর আড়ালে এই কাণ্ড ঘটানো হয়েছে ৷ যদিও এ নিয়ে প্রশ্ন করা হলে মুখ খুলতে রাজি হননি দেবনারায়ণ দাস ৷ অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "বিরোধী দলের সদস্যরা তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্যই এই ধরনের পোস্টার লাগিয়েছেন ৷" স্বাভাবিকভাবেই এই অভিযোগ মানতে নারাজ বিরোধী শিবির ৷ তাঁরা পালটা প্রশ্ন তুলছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং দুর্নীতি নিয়ে ৷

প্রসঙ্গত, গরুপাচার, কয়লাপাচার, নিয়োগ দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে ইতিমধ্যেই গ্রেফতার হতে হয়েছে তৃণমূলের একাধিক নেতা ও মন্ত্রীকে ৷ কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার নজরে রয়েছেন আরও অনেক হেভিওয়েট ৷ এই প্রেক্ষাপটে সদ্য কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত কর্মসূচিতে দলের নেতা ও কর্মীদের একজোট থাকার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কিন্তু, তারপরই তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে এমন পোস্টার পড়ায় নতুন করে অস্বস্তি শুরু হয়েছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে ৷

রানিগঞ্জ, 10 সেপ্টেম্বর: ফের প্রকাশ্যে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরের কোন্দল ৷ দলের ব্লক সভাপতির বাড়ির বাইরে পড়ল পোস্টার (Poster) ! তাতে 'দুর্নীতিগ্রস্ত ব্লক সভাপতি'কে দূর হঠানোর দাবিও উঠল ! পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) রানিগঞ্জের (Raniganj) ঘটনায় চরম অস্বস্তিতে শাসক শিবির ৷

ঘটনার সূত্রপাত শনিবার সকালে ৷ অন্যান্য দিনের মতোই যে যাঁর কাজে রাস্তায় বেরিয়েছিলেন ৷ হঠাৎই চোখে পড়ে কয়েকটি পোস্টার ৷ সাদা কাগজের উপর অপোক্ত হাতে সবুজ কালিতে লেখা সেই পোস্টারের বয়ানে নিশানা করা হয়েছে তৃণমূল নেতা দেবনারায়ণ দাসকে (Raniganj Poster Controversy) ৷ তিনি শাসকদলের স্থানীয় ব্লক সভাপতি ৷ বাড়ি রানিগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা এলাকায় ৷ দেবনারায়ণের বাড়ির বাইরেই দেওয়ালে একাধিক পোস্টার সাঁটানো হয় ৷ তাতে লেখা ছিল, "দুর্নীতিগ্রস্ত ব্লক সভাপতি দেবনারায়ণ দাসকে মানছি না, মানব না ৷"

আরও পড়ুন: দুর্নীতি এড়াতে কর্মীদের মমতার সাবধানবাণী, 'যা বলার বলুন সামনাসামনি'

স্বাভাবিকভাবেই এই বিষয়টি নজরে আসতেই শুরু হয় কানাঘুষো ৷ কে বা কারা এই পোস্টার সাঁটিয়ে গিয়েছেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷ তবে, এলাকাবাসীর অনুমান, শুক্রবার রাতেই লোকচক্ষুর আড়ালে এই কাণ্ড ঘটানো হয়েছে ৷ যদিও এ নিয়ে প্রশ্ন করা হলে মুখ খুলতে রাজি হননি দেবনারায়ণ দাস ৷ অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "বিরোধী দলের সদস্যরা তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্যই এই ধরনের পোস্টার লাগিয়েছেন ৷" স্বাভাবিকভাবেই এই অভিযোগ মানতে নারাজ বিরোধী শিবির ৷ তাঁরা পালটা প্রশ্ন তুলছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং দুর্নীতি নিয়ে ৷

প্রসঙ্গত, গরুপাচার, কয়লাপাচার, নিয়োগ দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে ইতিমধ্যেই গ্রেফতার হতে হয়েছে তৃণমূলের একাধিক নেতা ও মন্ত্রীকে ৷ কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার নজরে রয়েছেন আরও অনেক হেভিওয়েট ৷ এই প্রেক্ষাপটে সদ্য কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত কর্মসূচিতে দলের নেতা ও কর্মীদের একজোট থাকার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কিন্তু, তারপরই তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে এমন পোস্টার পড়ায় নতুন করে অস্বস্তি শুরু হয়েছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.