দাসপুর, 15 এপ্রিল : পোস্ট অফিসের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ । পোস্ট অফিসে জমানো টাকা তুলতে গিয়ে হয়রানির শিকার দাসপুরের স্বপন মাইতি (Post Office Allegedly Harasses a Resident of Daspur Regarding Savings Money) । তাঁর একটাই আবেদন যে, তাঁর মায়ের জমানো টাকা যেন ফিরে পাওয়া যায় ।
পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার হরেকৃষ্ণপুরের বাসিন্দা সরলা মাইতি স্থানীয় পোস্ট অফিসে টাকা জমিয়েছিলেন ৷ যার পরিমাণ প্রায় 1 লক্ষ টাকা ৷ প্রায় ছ’বছর ধরে জমানো টাকা ফেরতের দাবিতে বারবার পোস্ট অফিসে এসেছিলেন ওই বৃদ্ধা ৷ কিন্তু টাকা পাননি বলে অভিযোগ সরলা মাইতির ছেলে স্বপন মাইতির ৷
তাঁর দাবি, শেষ পর্যন্ত তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান ৷ তার পর মায়ের জমানো টাকা ফেরত পেতে বারবার পোস্ট অফিসের দ্বারস্থ হচ্ছেন স্বপন ৷ কিন্তু তাঁকেও হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ ৷
তাঁর অভিযোগ, বারবার পোস্ট অফিসের তরফ থেকে বলা হয়েছে যে যান্ত্রিক ত্রুটির কারণে জমানো টাকার হিসেব করা যাচ্ছে না ৷ পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ৷ দ্রুত টাকা দিয়ে দেওয়া হবে । তাঁর মাকেও একই কথা বলা হত বলে স্বপন মাইতির অভিযোগ ৷ তাই দশ বছর ধরেও পোস্ট অফিসে গচ্ছিত রাখা প্রায় 1 লক্ষ টাকা এখনও হাতে পাননি তিনি ।
যদিও এই বিষয়ে ওই পোস্ট অফিসের পোস্টমাস্টার ক্যামেরার সামনে কিছু না বলতে চাননি ৷ পরে তিনিও যান্ত্রিক ত্রুটির কথা স্বীকার করে নিয়েছেন ৷ সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন ৷
আরও পড়ুন : Illegal Construction in Midnapore : অবৈধভাবে ফ্ল্যাট নির্মাণের জেরে মেদিনীপুরে ধসল বাড়ি