ETV Bharat / state

Polo Ground : নাম বদলের বিড়ম্বনায় আসানসোলের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড

author img

By

Published : Aug 6, 2021, 4:07 PM IST

এক সময় ব্রিটিশদের পোলো খেলার জায়গার নাম বদলে করা হয়েছিল বইমেলা ময়দান ৷ এবার বর্তমান পৌরনিগম সেই নাম পরিবর্তন করে নামকরণ করল সাহিত্যিক শৈলজানন্দের নামে ৷ তাহলে কি স্বাধীনতার 75 বছরে মুছে যাবে পোলো গ্রাউন্ডের ইতিহাস ?

ঐতিহাসিক পোলো গ্রাউন্ড
ঐতিহাসিক পোলো গ্রাউন্ড

আসানসোল, 6 অগস্ট : ব্রিটিশ আমলে এখানে পোলো খেলা হত, সেই থেকে নাম পোলো গ্রাউন্ড ৷ আসানসোল তথা দুই বর্ধমানের ঐতিহ্যের পোলো গ্রাউন্ডের নাম বদলে করা হল ‘সাহিত্যিক শৈলজানন্দ ময়দান’ ৷ আসানসোলবাসীদের কাছে নস্টালজিয়া এই পোলো গ্রাউন্ড ।

এই ময়দানের একদিকে রয়েছে আসানসোল স্টেডিয়াম, অন্যদিকে ইনডোর স্টেডিয়াম । একপাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রসার ভারতীর টিভি টাওয়ার । এই মাঠ শুধুই মাঠ নয়, শহরের বুকে একটি সিগনেচার আইকন । এখানে ইন্দিরা গান্ধি থেকে শুরু করে নরেন্দ্র মোদি, আরও বহু জনপ্রিয় রাজনৈতিক নেতা-নেত্রীরা সভা করেছেন । ফি বছর আসানসোলের বইমেলার আয়োজন হয় এই মাঠে । জিতেন্দ্র তিওয়ারি মেয়র থাকাকালীন পোলো গ্রাউন্ডের নাম বদলে করেছিলেন ‘বইমেলা ময়দান’ । বর্তমান প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় পোলো গ্রাউন্ড ওরফে বইমেলা ময়দান-এর নাম দিলেন ‘সাহিত্যিক শৈলজানন্দ ময়দান’ ।

এ প্রসঙ্গে অমরনাথ চট্টোপাধ্যায় বললেন, "বাংলার সাহিত্যিক শৈলজানন্দের সঙ্গে আসানসোলের একটি যোগসূত্র ছিল । সেই সূত্রে আসানসোল পোলো গ্রাউন্ডের নাম করা হয়েছে শৈলজানন্দ ময়দান ।" প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বললেন, "বইমেলা আসানসোলের একটা গৌরব ৷ বইমেলা কমিটি যুব শিল্পী সংসদের অনুরোধে মাঠটি আমি তৈরি করে দিয়েছিলাম ৷ নাম দেওয়া হয়েছিল বইমেলা ময়দান ৷ বইমেলা ময়দানের নাম শৈলজানন্দের নামাঙ্কিত করে আসলে শৈলজানন্দকেই অপমানিত করল আসানসোল পৌরনিগম ।" তাঁর মতে, সাহিত্যিক শৈলজানন্দকে সম্মান জানাতে হলে তাঁর নামে নতুন কিছু করা উচিত ছিল ৷

ফের নতুন নাম দেওয়া হল পোলো গ্রাউন্ডের

আরও পড়ুন : National Anthem controversy : বিজেপি বিধায়ক করমর্দন করছেন, হুইসেল বাজিয়ে জাতীয় সঙ্গীত থামালেন রেফারি

আসানসোলের সাহিত্যিকদের মতে, কোনও নতুন নির্মাণ করে তা শৈলজানন্দের নামে নামাঙ্কিত করলে তাঁকে প্রকৃত শ্রদ্ধা জানানো হত । আসানসোলের বিশিষ্ট সাহিত্যিক অমল বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, "আমরা অনেকদিন ধরে আসানসোল পৌরনিগমের কাছে বাংলা সাহিত্য একাডেমির একটি নতুন ভবনের দাবি জানিয়ে আসছি । সেই ভবনের নাম শৈলজানন্দবাবুর নামে যদি করা হত, তাহলে আমরা আরও বেশি আনন্দিত হতাম ৷" তিনি জানিয়েছেন, একটি মাঠ বা পার্কের নাম বারে বারে বদলের যে ট্রেন্ড দেখা যায় ইদানীং, সে ক্ষেত্রে যেন সাহিত্যিক শৈলজানন্দের নাম ব্যবহার করা না হয় ৷

ব্রিটিশরা দেশ ছেড়ে গিয়েছেন ৭৫ বছর ৷ তাহলে কি তাদের সঙ্গে জড়িত ঐতিহাসিক নামকরণ এবার মুছতে চলেছে ? নাকি নামের বিড়ম্বনায় পড়ল ঐতিহ্যবাহী ময়দান ।

আসানসোল, 6 অগস্ট : ব্রিটিশ আমলে এখানে পোলো খেলা হত, সেই থেকে নাম পোলো গ্রাউন্ড ৷ আসানসোল তথা দুই বর্ধমানের ঐতিহ্যের পোলো গ্রাউন্ডের নাম বদলে করা হল ‘সাহিত্যিক শৈলজানন্দ ময়দান’ ৷ আসানসোলবাসীদের কাছে নস্টালজিয়া এই পোলো গ্রাউন্ড ।

এই ময়দানের একদিকে রয়েছে আসানসোল স্টেডিয়াম, অন্যদিকে ইনডোর স্টেডিয়াম । একপাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রসার ভারতীর টিভি টাওয়ার । এই মাঠ শুধুই মাঠ নয়, শহরের বুকে একটি সিগনেচার আইকন । এখানে ইন্দিরা গান্ধি থেকে শুরু করে নরেন্দ্র মোদি, আরও বহু জনপ্রিয় রাজনৈতিক নেতা-নেত্রীরা সভা করেছেন । ফি বছর আসানসোলের বইমেলার আয়োজন হয় এই মাঠে । জিতেন্দ্র তিওয়ারি মেয়র থাকাকালীন পোলো গ্রাউন্ডের নাম বদলে করেছিলেন ‘বইমেলা ময়দান’ । বর্তমান প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় পোলো গ্রাউন্ড ওরফে বইমেলা ময়দান-এর নাম দিলেন ‘সাহিত্যিক শৈলজানন্দ ময়দান’ ।

এ প্রসঙ্গে অমরনাথ চট্টোপাধ্যায় বললেন, "বাংলার সাহিত্যিক শৈলজানন্দের সঙ্গে আসানসোলের একটি যোগসূত্র ছিল । সেই সূত্রে আসানসোল পোলো গ্রাউন্ডের নাম করা হয়েছে শৈলজানন্দ ময়দান ।" প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বললেন, "বইমেলা আসানসোলের একটা গৌরব ৷ বইমেলা কমিটি যুব শিল্পী সংসদের অনুরোধে মাঠটি আমি তৈরি করে দিয়েছিলাম ৷ নাম দেওয়া হয়েছিল বইমেলা ময়দান ৷ বইমেলা ময়দানের নাম শৈলজানন্দের নামাঙ্কিত করে আসলে শৈলজানন্দকেই অপমানিত করল আসানসোল পৌরনিগম ।" তাঁর মতে, সাহিত্যিক শৈলজানন্দকে সম্মান জানাতে হলে তাঁর নামে নতুন কিছু করা উচিত ছিল ৷

ফের নতুন নাম দেওয়া হল পোলো গ্রাউন্ডের

আরও পড়ুন : National Anthem controversy : বিজেপি বিধায়ক করমর্দন করছেন, হুইসেল বাজিয়ে জাতীয় সঙ্গীত থামালেন রেফারি

আসানসোলের সাহিত্যিকদের মতে, কোনও নতুন নির্মাণ করে তা শৈলজানন্দের নামে নামাঙ্কিত করলে তাঁকে প্রকৃত শ্রদ্ধা জানানো হত । আসানসোলের বিশিষ্ট সাহিত্যিক অমল বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, "আমরা অনেকদিন ধরে আসানসোল পৌরনিগমের কাছে বাংলা সাহিত্য একাডেমির একটি নতুন ভবনের দাবি জানিয়ে আসছি । সেই ভবনের নাম শৈলজানন্দবাবুর নামে যদি করা হত, তাহলে আমরা আরও বেশি আনন্দিত হতাম ৷" তিনি জানিয়েছেন, একটি মাঠ বা পার্কের নাম বারে বারে বদলের যে ট্রেন্ড দেখা যায় ইদানীং, সে ক্ষেত্রে যেন সাহিত্যিক শৈলজানন্দের নাম ব্যবহার করা না হয় ৷

ব্রিটিশরা দেশ ছেড়ে গিয়েছেন ৭৫ বছর ৷ তাহলে কি তাদের সঙ্গে জড়িত ঐতিহাসিক নামকরণ এবার মুছতে চলেছে ? নাকি নামের বিড়ম্বনায় পড়ল ঐতিহ্যবাহী ময়দান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.